সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (Medinipur Medical College Hospital) স্টিম মেশিনে বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনায় গুরুতর জখম হাসপাতালের এক অস্থায়ী কর্মী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অস্থায়ী কর্মী তুহিন বাগ। খবর পেয়ে হাসপাতালে আসে কোতোয়ালি থানার পুলিশ। অস্থায়ী কর্মীদের অভিযোগ প্রশিক্ষিত স্টিমম্যান থাকলেও গ্রুপ ডি (Group D)  কর্মীদের দিয়ে এই কাজ করানো হয়।


মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে স্টিম মেশিনে কাজ করার সময় তা বিস্ফোরণ হয়। তখনই জখম হন তুহিন বাগ নামে বছর ৪২-এর এক অস্থায়ী কর্মী। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালের অবজারভেশান ওয়ার্ডে। তাঁর পেটের সামনের দিকের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। অস্থায়ী কর্মীদের অভিযোগ, প্রশিক্ষিত স্টিম ম্যান থাকা সত্তেও গ্রুপ ডি কর্মীদেরকে দিয়ে এই ধরনের কাজ করানো হয়।


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আরও পড়ুন: মাত্র ২১ বছরেই থেমে গেল জীবন ! ডেঙ্গিতে যুবকের মৃত্যু চন্দননগরে