আবীর দত্ত, কলকাতা : অর্থোমেডিসিন বিভাগে চলছিল চিকিৎসা। কিন্তু সেখান থেকে সিনেম্যাটিক কায়দায় কার্ণিশ বেয়ে, পাইপ বেয়ে পালানোর চেষ্টায় রোগী। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক রোগীর পালানোর চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল !  শেষপর্যন্ত দমকল কর্মীরা চারতলার কার্ণিশ থেকে  উদ্ধার হলেন রোগী ! কিন্তু শেষরক্ষা হল না। মারা গেলেন রোগী।  সকাল ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। 


পুলিশ সূত্রে খবর, হাসপাতালের অর্থো মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন পঞ্চানন হালদার। সোমবার সকালে তিনি পাইপ বেয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করেন। অন্যান্য রোগীর আত্মীয়রা দেখতে পেয়ে কর্তৃপক্ষকে জানান। ততক্ষণে ওই রোগী চারচলার কার্নিশে পৌঁছে গিয়েছেন। 


ঘটনাস্থলে আসে টালা থানার পুলিশ ও দমকলের ২টি ইঞ্জিন। শেষপর্যন্ত দমকল কর্মীরা তাঁকে সেখান থেকে নামান। সকাল ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। কিন্তু কেন তিনি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলেন? অর্থোমেডিসিন বিভাগের এক রোগী এত ফিট কীভাবে ! সেটাই সকলকে ভাবাচ্ছে । ওই রোগীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে সূত্রে খবর, পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে যান ওই রোগী। এসি মেশিনের বাইরের অংশের ফাঁকে আটকে পড়ে তিনি আহত হন। এসি মেশিনের বাইরের অংশের খাঁজে পড়ে মাথায় চোট লাগে। দমকল কর্মীরা তাঁকে সেখান থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করেন। পরে ওই রোগীর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর।