উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, দক্ষিণ ২৪ পরগনা: সাগর থেকে পাহাড় কর্মসূচির দ্বিতীয় দিনে কাকদ্বীপে (kakdwip) পৌঁছল প্রদেশ কংগ্রেসের (PCC) পদযাত্রা। অধীর চৌধুরীর (adhir ranjan chowdhury) নেতৃত্বে এদিন পাথরপ্রতিমা থেকে প্রায় ১৭ কিলোমিটার পথ অতিক্রম করেন কংগ্রেস নেতারা। এদিনের কর্মসূচি থেকে ফের বিজেপির পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান অধীর। তা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।
প্রেক্ষাপট...
কাশ্মীর থেকে কন্যাকুমারী - দেশকে ঐক্যবদ্ধ করার বার্তা নিয়ে পথে নেমেছেন রাহুল গান্ধী। আর তার সমর্থনে সাগর থেকে পাহাড় - ভারত জোড়োর বঙ্গ সংস্করণে নেতৃত্ব দিচ্ছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার ছিল প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় দিন। এদিন সকাল সাড়ে ৯টায় দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা থেকে শুরু হয় পদযাত্রা। পায়ে পায়ে কংগ্রেস কর্মীরা এগিয়ে চলেন কাকদ্বীপ বাজারের উদ্দেশে। সেখান থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'যে এলাকা দিয়ে পদযাত্রা করছি, বিস্তীর্ণ এলাকা প্রাকৃতিক দুর্যোগের শিকার। কখনও আমফান, কখনও আয়লা। বিস্তীর্ণ এলাকায় কংগ্রেসও বিপর্যস্ত, বিধ্বস্ত। ৪৫ বছর আমরা ক্ষমতায় নেই। চাকরি দিতে পারি না। তবু শয়ে শয়ে কর্মীরা অংশ নিয়েছেন। তৃণমূল আজ ৪৫ দিন ক্ষমতায় না থাকলে দলটিকে দেখতে পাওয়া যাবে না।'
কী হল?
প্রথম ৯ কিলোমিটার হাঁটার পরে, প্রতিমাতে কিছুক্ষণের বিরতি। সেখানে স্থানীয় কংগ্রেস কর্মীরা সাগর থেকে পাহাড় যাত্রীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছিল। মেনুতে ছিল, ভাত, ডাল, তরকারি ও ডিমের ঝোল।
মধ্যাহ্নভোজের পর, ৪৫ মিনিট বিশ্রামের পরে ফের কাকদ্বীপ বাজারের দিকে এগোতে শুরু করে পদযাত্রা। অধীর বলেন, 'পঞ্চায়েত ভোটে কী হবে মমতা বন্দ্যোপাধ্যায় হবে। পঞ্চায়েত ভোট হবে না প্রহসন হবে।' পাল্টা আক্রমণ উড়ে এসেছে তৃণমূল শিবির থেকে! তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, 'একটা রাজনৈতিক দল যাত্রা করতেই পারে। কিন্তু নিজের দলটা কোথায়? দলটাকে খণ্ড-বিখণ্ড করে দিয়েছে। সেটা আগে জুড়ুক। কংগ্রেসের এ রাজ্যে কী আছে? কিছুই নেই। সিপিএমের সঙ্গে হাত ধরাধরি করে চলছে।' রাজ্য়ে পরপর নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। সাগর থেকে পাহাড় পর্যন্ত এই পদযাত্রা কি তাদের মরা গাঙে জোয়ার আনতে পারবে?
পঞ্চায়েত ভোটের আগে চাঙ্গা হবে কংগ্রেসের সংগঠন? সামনে পঞ্চায়েত ভোটে এই পদযাত্রার প্রভাব কি পড়বে? সেটা বোঝা যাবে কয়েকমাস পরই।
আরও পড়ুন:মোদির যাত্রাপথে নীল-সাদা কাপড়ের আচ্ছাদন, 'ঝুপড়ি ঢাকতেই পর্দা' কটাক্ষ বিজেপির