সঞ্চয়ন মিত্র, অর্ণব মুখোপাধ্যায় ও আবির ইসলাম, কলকাতা : বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, দেশীয় বাজারে পেট্রোল ডিজেলের দামে (Petrol Diesel Price) মিলছে না রেহাই ! নাভিশ্বাস সাধারণের। কর কাঠামোর পরিবর্তন না হওয়াই এর কারণ, বলছেন অর্থনীতিবিদরা। আর এ নিয়েও শুরু হয়েছে তরজা।


জ্বালানি (Fuel) তেল থেকে রান্নার গ্যাস। চাল-ডাল থেকে শাকসবজি, মাছ মাংস। মূল্যবৃদ্ধির জ্বালায় জ্বলছে গোটা দেশের মানুষ। কেন্দ্রের রিপোর্ট বলছে, গত ৩ মাস ধরে ৭ শতাংশের ওপরেই রয়েছে মূদ্রাস্ফীতি। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও, কেন দেশীয় বাজারে পেট্রোল-ডিজেলের দামে কোনও তফাত্‍ হচ্ছে না ? কেন কমছে না জ্বালানি তেলের দাম ? 


আরও পড়ুন ; এটিএম থেকে বার-বার টাকা তুলছেন ? জেনে নিন, কোন পরিষেবায় কত চার্জ কাটে SBI


চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর হামলা করে রাশিয়া। তারপর থেকেই আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়তে শুরু করে অপরিশোধিত তেলের দাম। কিন্তু বর্তমানে সেই দাম অনেকটা কমলেও, পেট্রোল-ডিজেলের দামে তার প্রভাব পড়েনি। 


গত ৮ মার্চ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ১২৭.৯৮ ডলার। আর সেদিন কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ছিল ১০৪ টাকা ৬৭ পয়সা। ডিজেল ৮৯ টাকা ৭৯ পয়সা। ৪ মাসের বেশি সময় পর, গতকাল দুপুর পর্যন্ত বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ব্যারল প্রতি ১০০ ডলারের নীচে নেমে এলেও, পেট্রোলের দাম এদিন লিটারে ১০৬ টাকা তিন পয়সা। ডিজেল বিক্রি হচ্ছে ৮৯ টাকা ৭৯ পয়সায়। 


কেন কমছে না দাম ?


এখানেই প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে, সেই দোহাই দিয়ে পেট্রোল ডিজেলের দাম হু হু করে বাড়ানো হয়। কিন্তু দাম কমলে তার সুফল কেন পাবে না সাধারণ মানুষ ? অর্থনীতিবিদ গৌতম গুপ্ত বলেন, শেয়ার বাজারের মতো ওঠা নামা করে। দাম অনেকটাই কমে গেছে। ১০৫-১১০ ডলারের কাছে থামবে। এর কোনও লাভ সাধারণ মানুষ পাচ্ছেন না। কর কাঠামোর জন্য।


অর্থনীতিবিদ কৌশিক গুপ্ত বলেন, এদিকে যে দাম কমেছে, তার সুফল পাচ্ছি না। টাকার দাম পড়ছে। কর কাঠামোর কোনও পরিবর্তন হয়নি।


শুধু পেট্রোল-ডিজেলই নয়। ২০২০’র ডিসেম্বরে, যে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা, সেই দাম এখন গিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯ টাকা।এই পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর যখন সংসার চালাতেই হিমশিম অবস্থা। যখন তাঁরা এই মূল্যবৃদ্ধির যাতাকল থেকে মুক্তির পথ খুঁজছেন, তখন দামবৃদ্ধি নিয়ে রাজনীতির তরজা, আপন খাতে বয়ে চলেছে।  


কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রমেশ্বর তেলি বলেন, আমরা চাই ভারতে তেলের দাম এক হোক। রাজ্য সরকারকে বলুন ট্যাক্স কমাতে। রাজ্য সরকার ট্যাক্স বাড়িয়েছে। 


তরজার এই আবহে বৃহস্পতিবার পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা ও ডিজেলে লিটার প্রতি ৩ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্রের একনাথ শিণ্ডে ও বিজেপির সরকার।