নয়া দিল্লি: হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে ভার্চুয়াল মাধ্যমে শ্রদ্ধা জানালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মতুয়াদের (Matua) উদ্দেশে একাধিকবার বার্তা দেন তিনি। নজরে মতুয়া ভোটব্যাঙ্ক? তাই কি  কৌশল নিচ্ছে বিজেপি (BJP)? উঠছে প্রশ্ন। এদিকে নাম না নিলেও মোদির ভাষণে রামপুরহাট (Rampurhat) প্রসঙ্গও ওঠে বলে মত ওয়াকিবহাল মহলের।                     


এদিন মতুয়া মেলায় ভাষণের শুরুতে বাংলায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বলেন, ‘স্বার্থের জন্য মানুষকে খুন করা হচ্ছে, সমাজকে ভাগ করার চেষ্টা চলছে। সমাজের এই অবস্থায় ঠাকুরের দর্শন খুবই গুরুত্বপূর্ণ। সরকার সবকা সাথ, সবকা বিকাশের লক্ষ্যে এগিয়ে চলেছে। কোথাও কেউ অত্যাচারিত হলে অবশ্যই প্রতিবাদ করতে হবে। রাজনৈতিক বিরোধের কারণে ভয় দেখালে, তা অন্যের অধিকারে হস্তক্ষেপ। হিংসা, অরাজকতা দেখলেই তার বিরোধিতা করতে হবে।'                                         


আর কী কী বলেছেন মোদি? 



  • ‘গতবারে ওড়াকান্দিতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল’

  • ‘ঠাকুরবাড়ি সবসময় আমাকে আপন করে নিয়েছে’

  • ‘স্বার্থের জন্য মানুষকে খুন করা হচ্ছে, সমাজকে ভাগ করার চেষ্টা চলছে’

  • ‘সমাজের এই অবস্থায় ঠাকুরের দর্শন খুবই গুরুত্বপূর্ণ’

  • ‘সরকার সবকা সাথ, সবকা বিকাশের লক্ষ্যে এগিয়ে চলেছে’

  • ‘কেন্দ্রের প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারকে উৎসাহিত করা হচ্ছে’

  • ‘আমাদের সংবিধান আমাদের অনেক কিছু অধিকার দিয়েছে’

  • ‘সিস্টেম থেকে দুর্নীতি হঠাতে আমাদের সজাগ থাকতে হবে’

  • ‘রাজনৈতিক বিরোধের কারণে ভয় দেখালে, তা অন্যের অধিকারে হস্তক্ষেপ’

  • ‘মতুয়া সমাজ নিজেদের কর্তব্যে সবসময় সজাগ থেকেছে’

  • ‘আজ ভারতে যখন বেটি বাঁচাও, বেটি পড়াও অভিযান চলছে’

  • ‘ঠাকুরবাড়িতে সেই সময়েও মহিলা কোর্ট, মেয়েদের স্কুল চালু হয়েছিল’।