কোচবিহার: ভাইরাল অডিওকাণ্ডে ((Viral Audio Clip) কোচবিহারে (Coochbehar) ১ জনকে গ্রেফতার (Police Arrests BJP Worker) করল পুলিশ। ধৃতের নাম তপন বর্মণ বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, তিনি এক জন বিজেপি কর্মী। অশান্তিতে উস্কানি দিতে অডিওটি পোস্ট করা হয়, জানালেন কোচবিহারের পুলিশ সুপার।


কী রয়েছে ক্লিপে?
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকেরবাড়ি ঘেরাও কর্মসূচির দিনই ফেসবুকে বিস্ফোরক অডিও পোস্ট করেছে বিজেপি। তাদের দাবি, অডিওতে এক দুষ্কৃতীর সঙ্গে কথাবার্তা বলতে শোনা গিয়েছে তৃণমূল নেতাকে। কী শোনা যাচ্ছে ওই কথোপকথনে? যাঁকে তৃণমূল নেতা বলে দাবি করেছে বিজেপি শিবির তিনি বলছেন, 'সকাল ৯টায় চলে যাবি, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে হবে। গুলি এমন ভাবে চালাবে, যাতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হয়। কেন্দ্রীয় বাহিনীর মাথার উপরে একটা ফায়ার করলে কাজ হয়ে যাবে।' এতেই শেষ নয়। কথোপকথনে আরও শোনা যাচ্ছে, 'কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে দুই-একটা মরলে ডিএম অফিসে বসব'। বিজেপির দাবি, পুলিশের উপর নয়। কেন্দ্রীয় বাহিনীর উপর গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গিয়েছে ওই অডিওয়। বিষয়টি নিয়ে পাল্টা সরব উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। প্রতিক্রিয়ায় বললেন, 'এটি একটি অডিও তো, ছবিদুটি কার? আমরা গত কাল রাতে এফআইআর করেছি। পুলিশকে বলেছি আপনারা তদন্ত করে দেখুন, কোন ফোন থেকে কোন ফোনে গিয়েছে। এঁদের ধরার ব্যবস্থা করুন। এটা ষড়যন্ত্র। এবং এতটাই কাঁচা ও অশিক্ষিত যে একটি বাচ্চা ছেলেও টের পাবে এটি ষড়যন্ত্র।' বস্তুত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘিরে সকাল থেকেই তেতে রয়েছে রাজ্য রাজনীতি। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের হুঙ্কার দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।। বলেছেন, 'বাড়ি ঘেরাওয়ের রাজনীতি তৃণমূল বন্ধ না করলে ৪৮ ঘণ্টার মধ্যে অভিষেকের বাড়ি ঘেরাও হবে। তৃণমূলের দ্বিগুণ জমায়েত করে ঘেরাও করা হবে অভিষেকের বাড়ি।'


কী বললেন সুকান্ত?
রাজ্য বিজেপি সভাপতির কথায়, 'এই ধরনের রাজনীতির তীব্র বিরোধিতা করছি। কারণ আমরা রাজনীতি করলেও আমাদের বাড়ির লোকেরা রাজনীতি করেন না। কিন্তু এই যে পরিবারকে ব্যতিব্যস্ত করা, যেমন নিশীথ প্রামাণিকের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, তাদের আতঙ্কিত করার এই নোংরা রাজনীতি বন্ধ না হলে আমরা বাধ্য হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করব। ...৪৮ ঘণ্টার মধ্যে করব। এই নোংরা রাজনীতি বন্ধ করতে করব।' জবাবে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, ' বেশি বাড়াবাড়ি করলে স্বাস্থ্যসাথীর কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন। হাত-পা ভেঙে বিনামূল্য়ে চিকিৎসা করে ফেরত দিয়ে দেওয়া হবে।'