কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচনে (Presidemtial Election) NDA প্রার্থীর পক্ষে ক্রস ভোটিং করছেন তৃণমূলের (TMC) অন্তত একজন বিধায়ক। কিন্তু, তিনি কে? রাজনৈতিক মহলে ক্রমশ জোরাল হচ্ছে সেই প্রশ্ন। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। যদিও, তৃণমূলের দাবি, তাদের কেউ ক্রস ভোটিং করেনি। আর সিপিএমের (CPM) দাবি, গোটাটাই তৃণমূল-বিজেপির বোঝাপড়া।


রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং তৃণমূলে!


এর আগে, দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তৃণমূলে কোনও গদ্দার নেই। ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশে সর্বসমক্ষে জোরগলায় সেই দাবি করতে দেখা যায় তাঁকে। কিন্তু  রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সামনে এলে দেখা যায়, তৃণমূলের অন্তত একজন বিধায়ক বিজেপি নেতৃত্বাধীন NDA প্রার্থীর পক্ষে ক্রস ভোটিং করেছেন। বাতিল হয়েছে চারজন ভোট।


এই চার জনও তৃণমূলের বিধায়ক হলে, জোড়াফুল শিবিরের পাঁচ বিধায়কের ক্রস ভোটিংয়ের সম্ভাবনা রয়েছে। আবার বাতিল চারটি ভোট বিজেপি বিধায়কদের হলেও, তৃণমূলের একজন বিধায়ক যে ক্রস ভোটিং করেছেন, তা নিশ্চিত। তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তৃণমূলে থেকেও NDA প্রার্থীর পক্ষে ক্রসভোটিং করলেন কে? 


আরও পড়ুন: Arpita Mukherjee: রাতভর গণনা, অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি নগদ, ৫০ লক্ষের গহনা উদ্ধার


এই প্রসঙ্গে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, ১৮ জুলাই রাষ্ট্রপতি ভোটের দিনই শুভেন্দু অধিকারীর ভবিষ্যদ্বাণীর কথা। সেই সময় শুভেন্দুর বক্তব্য ছিল, "NDA ৭০, আর বিরোধীরা ২২১। দেখে নেবেন, দ্রৌপদী মুর্মু ৭০-এর ওপরে ভোট পাবেন। একাধিক ভোট বাতিল হবে অথবা অন্য জায়গায় গিয়ে পড়েছে এমন প্রমাণ হবে, মিলিয়ে নেবেন।"


এ বারে রাষ্ট্রপতি নির্বাচনে দেখা গেল, রাজ্য় বিধানসভায় NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুর পক্ষে ৭১টি ভোট পড়েছে। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমরা তো আগেই বলেছিলাম, তৃণমূল ভাঙবে,সেটাই হল।"


যদিও তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের দাবি, "দ্রৌপদীর সমর্থনে তৃণমূলের থেকে ক্রস ভোটিং হয়নি। তৃণমূলের মোট বিধায়ক সংখ্যার থেকে বেশি ভোট পেয়েছেন  যশবন্ত সিন্হা।"


তৃণমূল-বিজেপি-র মধ্যে বোঝাপড়ার অভিযোগ!


যদিও পুরোটাই তৃণমূল এবং বিজেপির বোঝাপড়া বলে দাবি সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর। তাঁর কথায়, "সবটাই আন্ডারস্ট্যান্ডিং। এদের খবর ওদের কাছে থাকে, ওদের খবর এদের কাছে থাকে।" সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে বাংলায় ক্রসভোটিং নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি।