প্রকাশ সিনহা ও সৌভিক মুখোপাধ্যায়, কলকাতা : প্রাথমিকে নিয়োগ দুর্নীতির (Primary Recruitment Scam) তদন্তে জোড়া তদন্তকারী অফিসার নিয়োগ করল ED। মিথিলেশকুমার মিশ্রর পরিবর্তে গ্যাংটক থেকে আসছেন রাজেশ কুমার। সঙ্গে থাকছেন কলকাতার তদন্তকারী অফিসার মুকেশ কুমার।


প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে প্রায় ২ বছর ধরে। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে একাধিকবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় এজেন্সি। এমনকি, ইডি-র কড়া সমালোচনা করে তদন্তকারী আধিকারিককে (Investigating Officer) সরিয়ে দিয়েছে আদালত। এই পরিস্থিতিতে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার জট ছাড়াতে, ২ জন তদন্তকারী অফিসার নিয়োগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcemeny Directorate)।


ইডি সূত্রের খবর, মিথিলেশকুমার মিশ্র-র জায়গায় সিকিমের গ্যাংটক ডিভিশন থেকে আনা হচ্ছে রাজেশ কুমারকে। তাঁর সঙ্গে থাকছেন কলকাতার তদন্তকারী অফিসার মুকেশ কুমার। আর দিল্লি থেকে গোটা তদন্ত প্রক্রিয়া সুপারভাইজ করবেন এক অফিসার। তাঁর নাম রামানন্দ ডাগর। ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই মুকেশ কুমারের হাতে তুলে দেওয়া হয়েছে এই মামলার কেস ডায়েরি। সূত্রের খবর, বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জায়া রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করেন এই মুকেশ কুমারই। 


এদিকে, তদন্তকারী আধিকারিকের দায়িত্ব থেকে অপসারিত মিথিলেশকুমার মিশ্রর বিষয়ে ফের হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে ইডি। আগামিকাল সেই মামলার শুনানি হওয়ার কথা। গত ২৯ সেপ্টেম্বর, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা, ED-র তদন্তকারী আধিকারিক মিথিলেশ কুমার মিশ্রকে অবিলম্বে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। বিচারপতি সেদিন মন্তব্য করেছিলেন, আদালত এই আধিকারিকের (মিথিলেশ মিশ্র) ওপর আস্থা হারিয়েছে। 


বিচারপতি সিন্হার পর্যবেক্ষণ ছিল, আপনার তদন্তকারী আধিকারিক মিথিলেশ কুমার মিশ্রর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে, তিনি এই তদন্তের জন্য যোগ্য ব্যক্তি নন। পশ্চিমবঙ্গের কোনও তদন্তের দায়িত্বই তাঁকে দেওয়া যাবে না বলেও উল্লেখ করেন বিচারপতি। হাইকোর্টের নির্দেশে মিথিলেশকুমার মিশ্র-কে তদন্তভার থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইডি সূত্রের খবর। তবে বৃহস্পতিবার, রায়ের কিছু অংশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসের দ্বারস্থ হয়েছে ED। মিথিলেশ কুমার মিশ্র এই ধরনের তদন্তের যোগ্য নন এবং তাঁকে এই রাজ্যের কোনও তদন্তের দায়িত্বভার দেওয়া যাবে না - রায়ের এই অংশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিচারপতি সিন্হা মামলা দায়ের করার অনুমতিও দিয়েছেন ।


আরও পড়ুন- কামদুনির পাশে নির্ভয়ার মা, পরিবারের সঙ্গে দেখা, দাবি ন্যায্য বিচারের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial