কলকাতা: প্রাইমারি টেটে (Primary TET) ৭৩৮ জনের নিয়োগের (Recruitment) নাম প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Primary Education)। গতকাল বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, এই খবর। ২০১৪ সালের টেট মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) রায়ের ভিত্তিতে এই তালিকা প্রকাশ হয়েছে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে। 


বোর্ডের পক্ষ থেকে স্ক্রুটিনি, তথ্য এবং নথি যাচাইয়ের জন্য নির্দিষ্ট দিনও জানানো হয়েছে। আগামীকাল থেকে শুরু হবে এই প্রক্রিয়া চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে বোর্ড। প্রসঙ্গত, ২০১৪ সালে টেট পরীক্ষায় ভুল প্রশ্নের অভিযোগ ওঠে। সেই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। দীর্ঘদিন সেই মামলা চলে। এই মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ অনুসারেই এদিন পর্ষদ এই তালিকা প্রকাশ করল।




প্রসঙ্গত, ভুল হয়েছিল ২০১৪ টেটের প্রশ্ন মালায়। ভুল করেছিল প্রথমিক বোর্ড। কলকাতা হাইকোর্ট সেই ভুল ধরিয়েও দিয়েছিল ৷ কিন্তু তারপরেও প্রাথমিক শিক্ষা সংসদ সেই ভুল শোধরায়নি বলে অভিযোগ। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে ফের নালিশ করা হয় কলকাতা হাইকোর্টে। সেই প্রাথমিক টেট প্রশ্ন ভুল মামলায় জরিমানার নির্দেশ দেয় হাইকোর্ট। ২০১৪ সালে প্রাথমিকের টেট পরীক্ষায় ৬টি প্রশ্নে ভুল ছিল। যেসব পরীক্ষার্থীরা ওই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন, তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নম্বর দেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে হেনস্থার শিকার হতে হয় অনেক চাকরিপ্রার্থীকে। এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে ফের মামলা দায়ের করেন চাকরিপ্রার্থীরা। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ১৯ জন মামলাকারীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে দিতে হবে। আর এই টাকা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের নিজস্ব রোজগারের টাকায়। ফলে পর্ষদ সভাপতিকে মোট ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা হিসেবে দিতে হবে।