ঋত্বিক প্রধান, দিঘা: অমাবস্যা কোটাল  ও দুদিন টানা বৃষ্টির জেরে দিঘা সমুদ্র উপকূল জুড়ে ফের জলোচ্ছ্বাস। জোয়ারের জলে প্লাবিত শংকরপুর দিঘা। তীব্র জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রের গার্ড ওয়াল টপকে জল ডুকছে দিঘা শঙ্করপুর এলাকায়। শংকরপুরের জামা শংকরপুর এলাকা পরিদর্শনে যান আজ সকাল থেকে রামনগর এক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি।  তিনি কথা বলেন এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে । 
স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল, সমুদ্র তীরবর্তী এলাকার যে বাঁধ তৈরি হচ্ছে তা যেন ভালভাবে এবং পাকাপাকিভাবে হয় না হলে তাদের প্রতি বারেই এই একইভাবে জলোচ্ছ্বাসের ঢুকতে হবে। রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র এলাকা পরিদর্শন করেন। উপকূলবাসীদের সঙ্গে কথা বলেন।


এর আগে গতকাল দক্ষিণ ২৪ পরগনায় প্রবল বৃষ্টিতে নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে কটালের জেরে ঢুকছে জল। দিঘায় ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ৬ মৎস্যজীবী। আগামী সপ্তাহে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। 


কৌশিকী অমাবস্যা ও প্রবল বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুরের দিঘা উপকূল জুড়ে জলোচ্ছ্বাস। গার্ডওয়াল টপকে জল ঢুকল দিঘা শহরে। কাঁথির শৌলায় বাঁধ না থাকায় সমুদ্রের জল গ্রামে ঢুকছে বলে দাবি গ্রামবাসীদের। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দফায় দফায় বৃষ্টি। সুন্দরবন উপকূলবর্তী সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে ভারী বৃষ্টি। 


বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। কটালের জেরে কাকদ্বীপের বিভিন্ন অংশে হু হু করে ঢুকছে জল। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছাড়তে শুরু করেছিলেন। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকায় প্রবল বৃষ্টিতে মুড়িগঙ্গা নদীর জল বেড়ে বিপন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। অনেক বাড়িতে ঢুকে গেছে জল।  স্থানীয় বাসিন্দারা অন্যত্র সরে যাচ্ছেন।  জোয়ারের জল ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে নামখানার মৌসুনি দ্বীপেও। দ্বীপের বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। অনেকে বাড়ি ছাড়তে শুরু করেছেন।