Purba Burdwan News : 'বিশেষ বন্ধু' রূপে বাড়িতে, কালীপুজো শেষ হতেই মায়ের গয়না নিয়ে চম্পট ! পরে পুলিশের জালে
Kali Puja 2025 : রসুলপুরের দলুইবাজারের বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজোর বয়স আড়াইশো বছর। বনেদিবাড়ির এই পুজোতে হাজির হন ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যরা।

কমলকৃষ্ণ দে, মেমারি (পূর্ব বর্ধমান) : বাড়ির ভিতর বিশেষ বন্ধু রূপে লুকিয়ে ছিল চোর। কালীপুজোর রাতে পুজো শেষ হতেই মায়ের গয়না নিয়ে চম্পট। কিন্তু শেষরক্ষা হল না। মেমারি থানার পুলিশের জালে অভিযুক্ত। চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের মেমারিতে।
কালীপুজোর রাত। বাড়ির মধ্য়ে চলছে পুজো। আমন্ত্রিত পরিবারের সদস্য ও পরিচিতরা। তাদের ভিড়েই 'বিশেষ বন্ধু' রূপে লুকিয়ে ছিল চোর। টের পাওয়া গেল পুজো শেষের আধ ঘণ্টার মধ্য়েই। ততক্ষণে অবশ্য প্রতিমার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে ওই 'বিশেষ বন্ধু'। কালীপুজোর রাতে চাঞ্চল্যকর কাণ্ড পূর্ব বর্ধমানের মেমারির দলুইবাজারে। ওই বন্দ্য়োপাধ্য়ায় পরিবারের সদস্য দেবযানী বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "পুজো তখন আধ ঘণ্টা হয়েছে। হঠাৎ দেখি মায়ের গায়ের কয়েকটি গয়না নেই। গয়নার পরিমাণ প্রায় ১০ ভরি। তারও বেশি হয়তো বেশি হবে। আমরা তখন পুলিশের খবর দিই। একজনকে সন্দেহও করি।"
রসুলপুরের দলুইবাজারের বন্দ্যোপাধ্যায় পরিবারের পুজোর বয়স আড়াইশো বছর। বনেদিবাড়ির এই পুজোতে হাজির হন ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যরা। তেমনই পরিবারের এক সদস্যের বিশেষ বন্ধু রূপে পুজো দেখতে হাজির হয়েছিলেন দেবজ্য়োতি চৌধুরী। পরিবারের সদস্যদের দাবি, পুজো শেষ হতেই পরিবারের সদস্যদের ব্য়স্ততার সুযোগে মন্দিরের গয়না চুরি করে অভিযুক্ত। শোরগোল শুরু হতেই পরিবারের যে সদস্যের সঙ্গে পুজো দেখতে এসেছিলেন, তাঁর সঙ্গে চম্পট দেয় ওই বিশেষ বন্ধু। এরপরই খবর দেওয়া হয় মেমারি থানায়।
দেবযানী বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "একজনকে সন্দেহও করি। পুলিশ আসে। তাকে গ্রেফতারও করে। এখন সেই গয়না পাওয়াও গেছে। এ আমাদের এক আত্মীয়ের সঙ্গে বিয়ে হবে এমন কিছু একটা। আমার সঙ্গে পরিচয়টা নেই। কিন্তু আমাদের আত্মীয়ের পরিচিত।"
অভিযুক্তকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে সত্যিটা। ডিএসপি (মেমারি) মিজানুর রহমান বলেন, "৪ জনের মধ্যে সন্দেহ জাগে। যার মধ্যে সবার উপরে ছিল দেবজ্য়োতি চৌধুরী। উনি হচ্ছেন ব্য়ানার্জি পরিবারের কোনও এক সদ্যস্য়ের বিশেষ বন্ধু হিসেবে ওই বাড়িতে এসেছিলেন। আমরা ওকে থানায় নিয়ে আসি। জেরায় অপরাধ সেটা স্বীকার করে।"
মায়ের গয়না উদ্ধার হয়েছে। পুজোর মধ্য়ে এমন ঘটনায় হতবাক গোটা পরিবার।
এদিকে কোথাও আধুনিকতার ছোঁয়া, কোথাও সাবেকী প্রতিমা, কোথাও আবার নজরকাড়া আলোকসজ্জা। শারদোৎসবের পর কালীপুজোতেও একে অপরকে টক্কর দিতে দেখা গেল পুজো উদ্য়োক্তাদের। Purba Burdwan Memari News






















