পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ।  সেজন্য চোখ রাখা যাক এই জেলার আবহাওয়ার খবরে। 


দেখে নেওয়া যাক পূর্ব মেদিনীপুরের আজকের আবহাওয়ার আপডেট কী


গত ২৪ ঘণ্টায় পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিক। ন্যূনতম তাপমাত্রা ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। 


সূর্যোদয় ও সূর্যাস্ত-

আজ সূর্যাস্ত- বিকেল পাঁচটা ০৪ মিনিটে।
আগামীকাল সূর্যোদয়-সকাল ৬ টা ১৫ মিনিটে।


গত ২৪ ঘণ্টায় আপেক্ষিক আর্দ্রতা- ৮০ থেকে ৯৪  শতাংশ।


৩০ ডিসেম্বর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস। বছরের শেষদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। নতুন বছরের প্রথম দিনও আকাশ পরিষ্কার থাকবে বলে পূর্বাভাস। 


রাজ্যের আবহাওয়ার আপডেট


বড়দিন কাটতেই হাওয়া বদল। ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে। যার ফলে কমবে শীতের আমেজ। ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়ার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।
কলকাতায় যখন পারদ ঊর্ধ্বমুখী, তখন বরফ দেখতে সান্দাকফুতে পর্যটকের ঢল। গতকাল থেকেই তুষারপাত শুরু হয়েছে। বরফের চাদরে ঢেকেছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক। কনকনে ঠান্ডার সঙ্গে উপরি পাওনা তুষারপাত। ফলে খুশি পর্যটকরা।