পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের দিঘায় গতকাল মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৩  ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এই তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি কম। দিঘায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। অর্থাৎ দিনের তাপমাত্রা কমেছে। বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা।  আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টা ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দিঘায় আজও মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। সেইসঙ্গে হাল্কা বৃষ্টি হবে (Weather forecast of Purba Medinipur-Digha)। আগামীকাল দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে হতে চলতে পারে হাল্কা বৃষ্টিও।  ১৫ জানুয়ারিও দিঘায় মেঘলা আকাশ থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সেইসঙ্গে হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরের দিন ১৫ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। হাল্কা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ১৬ জানুয়ারি দিঘার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামী ১৭ জানুয়ারী মেঘ কেটে আকাশ পরিষ্কার থাকতে পারে।  গত ২৪ ঘণ্টায় আপেক্ষিক আর্দ্রতা  ৯৮ থেকে ৯০ শতাংশ।


পূর্ব মেদিনীপুর জেলা এক সময় অবিভক্ত মেদিনীপুর জেলার অঙ্গ ছিল। পরে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-এই দুটি জেলা তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার উত্তরে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলা। পূর্ব দিকে রয়েছে হুগলি নদী ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশা । কৃষিপ্রধান এই জেলায় আবহাওয়ার গুরুত্ব অপরিসীম। এছাড়াও এই জেলায় পর্যটনও বিশেষ গুরুত্বপূর্ণ।  


আজ দিঘায় সূর্যাস্ত সন্ধে ৫.১৫  টায়। আগামীকাল সূর্যোদয় ভোর ৬.২০ টায়।


রাজ্যের আবহাওয়ার আপডেট


রাজ্যে (West Bengal)  আজও বিক্ষিপ্ত বৃষ্টির (Rain Prediction) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather forecast)। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস (Winter)। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি কম। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি উপরে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭  ডিগ্রি সেলসিয়াস। গতকাল সারাদিন মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমেছে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে।


আজও মেঘলা আকাশ ও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ আজ একটু কমবে। আগামীকাল উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আরো ৪৮ ঘণ্টা চলতে পারে। শনিবারও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।  রবিবার থেকে আবহাওয়ার পুরোপুরি উন্নতি হবে। এরইমধ্যে আগামী সপ্তাহেও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি । জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।