সন্দীপ সরকার, পুরুলিয়া: পুরুলিয়ার ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর মৃত্য়ু হল। পরিবার সূত্রে খবর, গতকাল রাতে হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন পূর্ণিমা। তাঁকে তড়িঘড়ি ঝালদা ১ নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্য়ু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে আসেন পুরুলিয়া জেলার কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো, ঝালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ স্থানীয় নেতৃত্ব। ২০২২ সালের ১৩ মার্চ খুন হন  ঝালদার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তাঁকে।  


প্রসঙ্গত, পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। আদালতের নির্দেশে শুরু হয়েছিল সিবিআই তদন্ত। এদিকে পানিহাটির কাউন্সিলর অনুপম দত্ত খুনেও তদন্ত চলেছিল। তবে জয়ী নিহত কাউন্সিলরের হত্যা মামলার পাশাপাশিই সেখানে উপনির্বাচন হয়েছিল ওই কেন্দ্রে।  পুরভোটে কাকা তপন কান্দুর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদে দাঁড়িয়েছিলেন ভাইপো দীপক। যদিও শেষ অবধি সেই লড়াইয়ে হার মানেন ভাইপো।


ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের ৮৮ দিনের মাথায়, প্রথমবার চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। যেখানে নাম ছিল ৫ জনের। যাদের গ্রেফতারও করা হয়েছিল। তাঁরা হলেন, তপন কান্দুর দাদা নরেন কান্দু, ভাইপো দীপক কান্দু, কলেবর সিংহ, মহম্মদ আশিক ও সত্যবান প্রামাণিক নামে এক হোটের ব্যবসায়ীকেও গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।


আরও পড়ুন, নবমীতে বেলুড় মঠে ভোর থেকেই শুরু বিশেষ পূজার্চনা, বিতরণ করা হবে খিচুড়ি ভোগ


ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডের ৮৮ দিনের মাথায়, প্রথমবার চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। যেখানে নাম ছিল ৫ জনের। যাদের গ্রেফতারও করা হয়েছিল। তাঁরা হলেন, তপন কান্দুর দাদা নরেন কান্দু, ভাইপো দীপক কান্দু, কলেবর সিংহ, মহম্মদ আশিক ও সত্যবান প্রামাণিক নামে এক হোটের ব্যবসায়ীকেও গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।এদিকে, ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডে ঝালদা থানার আইসি এর ভূমিকা নিয়ে যে অভিযোগ প্রকাশ্যে এসেছিল, চার্জশিটে তার কোনও উল্লেখ ছিল না। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।