ব্রতদীপ ভট্টাচার্য: ঝালদা পুরসভার বোর্ড গঠন ঘিরে তুলকালাম, ভাঙল পুলিশের ব্যারিকেড। আগামীকাল ঝালদায় (Jhalda) ১২ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস। ঝালদায় (Jhalda) চলছে কংগ্রেসের কালা দিবস। কালো ব্যাজ পরে এদিন প্রতিবাদ মিছিল শুরু হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে দেন নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। পরে পুরসভার ভিতরেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী। কংগ্রেসের সিদ্ধান্ত, এদিন কালো ব্যাজ পরেই শপথ নেবেন পূর্ণিমা কান্দু-সহ কংগ্রেসের ৪ কাউন্সিলর।
ঝালদা পুরসভায় কংগ্রেস ৫, তৃণমূল ৫ ও নির্দল ২টি আসনে জেতে। এর মধ্যে এক নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগ দেবেন বলে জানান। কংগ্রেসের দাবি, অপর নির্দল কাউন্সিলর তাদের দলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। মধ্যস্থতা করছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। পুরসভা হাতছাড়া হওয়ার আশঙ্কায় তাঁকে খুন করা হয় বলে কংগ্রেসের অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
ঝালদা পুরসভার নতুন চেয়ারম্যান হলেন সুরেশকুমার আগরওয়াল। এদিন বোর্ড গঠনের পর নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ তৃণমূল ও নির্দল কাউন্সিলররা।
সিবিআই তদন্তের নির্দেশ
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নিহতের পরিবার শুরু থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেও, রাজ্য সরকার তদন্তে পুলিশেরই সিট তৈরি করে। সোমবার কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিতে গিয়ে বলেছে, অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরাতেই এই নির্দেশ।
পুলিশের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায়, সিবিআই তদন্তের নির্দেশের পাশাপাশি, পুলিশের ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় নিহতের পরিবার শুরু থেকেই আইসি’র বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। পুরুলিয়ার পুলিশ সুপার রবিবার আইসি’কে ক্লিনচিট দিলেও, সেই তত্ত্ব খারিজ করে দিয়েছে তপন কান্দুর পরিবার ।
বিচারপতির মন্তব্য, অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই তদন্তেই ধরা পড়বে ষড়যন্ত্রীরা। আশাবাদী নিহত তপন কান্দুর স্ত্রী। সিবিআই তদন্তে ভরসা রাখছেন ধৃত নরেন কান্দুর পরিবারও।