পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:  বাঁকুড়া শহর (Bankura Shootout) লাগোয়া কেশিয়াকোলে দিনেদুপুরে শ্যুটআউট। প্রাথমিক ভাবে খবর, মঙ্গলবারের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ (Bullet Wound) হয়েছেন । পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বাঁকুড়া আদালতে মামলা সংক্রান্ত কারণে পূর্ব বর্ধমান থেকে কয়েকজন গাড়িতে করে এসেছিলেন। আদালত থেকে ফেরার পথে তাঁদের গাড়ি ধাওয়া করে গুলি ছুড়তে শুরু করে দু'জন বাইক আরোহী। জনবহুল এলাকায় প্রকাশ্য়ে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর গুলি ছুড়তে ছুড়তেই চম্পট দেয় হামলাকারীরা। আহতদের বাঁকুড়া হাসপাতালে পাঠানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়।


রাজ্যে আগেও নজির...
এই রাজ্য়ে প্রকাশ্যে শ্যুটআউট একেবারে বিরল কোনও ঘটনা নয়। গত ১ এপ্রিল, শক্তিগড়ে, হাড় হিম করা শ্যুটআউটে খুন হন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা! জাতীয় সড়কেরই তাঁকে গুলি করে খুন করা হয়। গুরুতর জখম হয়েছিলেন নিহতের সঙ্গীও! পুলিশ সূত্রের খবর, গাড়িতে বসে থাকার অবস্থাতেই রাজু ঝা-কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ীরা। ঘটনাস্থলের আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। কিন্তু যে ভাবে, জাতীয় সড়কের উপর এই শ্যুটআউট হয়েছিল তা জানতে আতঙ্কের হিমস্রোত বয়ে যায় বাসিন্দাদের মধ্যে। খুনের সময়ের CCTV ফুটেজে শার্পশ্যুটারদের দেখা গিয়েছিল বলে তদন্তে উঠে আসে। সূত্রের খবর ছিল, শুধুই পেশাদার শার্পশ্যুটাররাই নয়, নেপথ্যে সক্রিয় ছিল উত্তরপ্রদেশ ও বিহারজুড়ে জাল বিছিয়ে রাখা শার্প শ্যুটাররা।আততায়ীদের নীল ব্যালেনো গাড়ির চেসিস ও ইঞ্জিন নম্বর রিকভার করে জানা যায়, গাড়িটি হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দার। দিল্লির জনকপুরী থেকে চুরি যায় গাড়িটি। পুলিশ সূত্রে খবর, এই নীল ব্যালেনো গাড়িটি প্রায় একমাস ধরে ঘুরেছিল রানিগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, বীরভূমে। তারপর এই গাড়ি চেপেই শক্তিগড়ে আসে সুপারি কিলাররা। সেখান থেকেই গুলি চলে। 
এতেই শেষ নয়। মাসখানেক আগে, বাগুইআটির নারায়ণপুরে ভর সন্ধেয় শ্যুটআউটের ঘটনায় এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, দমদম জেল থেকে প্যারোলে ছাড়া পেয়ে এলাকায় আসতেই হামলা চলে ওই দুষ্কৃতীর উপর। বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল হামলাকারীরা।  অন্তত ৬ থেকে ৭ রাউন্ড গুলি চলে, খবর পুলিশ সূত্রে। ঘটনার আগেই প্যারেলো ছাড়া পেয়েছিল ওই ব্যক্তি। 


আরও পড়ুন:নেতৃত্বে রোহিত, ডেপুটি হার্দিক, বিশ্বকাপের ১৫ সদস্যের ভারতীয় দলে সূর্যকুমার