কলকাতা: আরজি কর মেডিক্যালে তাণ্ডবে (R G Kar Chao) ক্ষোভে ফুঁসছে বাংলা। হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার। বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।


অমিত শাহকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার: মধ্যরাতে শান্তিপূর্ণ মিছিলের মধ্যেই আর জি করে দুষ্কৃতী তাণ্ডব। তছনছ এমার্জেন্সি থেকে ভেন্টিলেটর, লক্ষ লক্ষ টাকার ওষুধ। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিতে অমিত শাহের কাছে আবেদন জানিয়েছেন সুকান্ত মজুমদার। হাসপাতাল ও অন্য সংবেদনশীল এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে আর্জি জানিয়েছেন। পাশাপাশি তাঁর আবেদন, দুর্বৃত্তদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ করা হোক। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, "পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।''


আর জি কর-কাণ্ডের বিচারের দাবিতে, গোটা রাজ্য়ে, গোটা দেশে মেয়েরা যখন রাতের দখল নিয়েছে তখন সেই আর জি কর হাসপাতালেই ঘটল আরেক জঘন্য় ঘটনা। পুলিশের সামনেই সেখানে অবাধে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। ভাঙচুর চলে জরুরি বিভাগ থেকে শুরু করে নার্সিং স্টেশন, মেডিসিন স্টোর, HDU, ENT বিভাগ-সহ ১৮টি জায়গায়। তছনছ করে দেওয়া হয় ক্রিটিকাল কেয়ার ইউনিট। নষ্ট হয় লক্ষ লক্ষ টাকার ওষুধ, ভাঙচুর করে উল্টে ফেলে দেওয়া হয় পুলিশের গাড়ি, বাইক। 


এদিকে, আরজি করকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সিবিআই এর ডিরেক্টরিকেও চিঠি দিলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কাছে  আর জি কর মেডিক্যালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানালেন শুভেন্দু অধিকারী। অজয় ভাল্লাকে লেখা চিঠিতে বিরোধী দলনেতা লিখেছেন, কলকাতা পুলিশ প্রথমে একটা নকল তদন্ত শুরু করেছিল। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। যে কায়দায় হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে এটা পূর্ব পরিকল্পিত। হাওড়া ও কামারহাটি থেকে লোক সেখানে এসেছিল।  পুলিশকে কাঠগড়ায় তুলে শুভেন্দু অধিকারী চিঠিতে লিখেছেন, নিজেদের দায়িত্ব পালনে পুলিশ পুরোপুরি ব্যর্থ হয়েছে। নাগরিকদের সুরক্ষা দেওয়ার বদলে, তাঁরা নিজরাই শৌচালয়ে গিয়ে লুকিয়ে পড়ে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Mamata Banerjee:'আমি জানিয়েছিলাম একা যেতে অসুবিধা আছে' রাজভবনের বাইরে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী