সোমনাথ মিত্র, ধনেখালি: তারকা বলেই ভোট মিটলে গায়েব হয়ে যাবেন না বলে জানিয়েছিলেন আগেই। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর সেই কথাই রাখলেন তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ফলঘোষণার পর হুগলিতে জনসংযোগে দেখা গেল তাঁকে। মানুষজনের আবদারে সেখানে গানও গাইলেন তিনি। (Rachna Banerjee)
শনিবার হুগলি সংসদীয় কেন্দ্রের অন্তর্গত ধনিয়াখালি স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছন রচনা। সেখানে রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। স্বাস্থ্য় পরিষেবা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতালের চারিদিকও ঘুরে দেখেন নবনির্বাচিত সাংসদ। আশেপাশের মানুষজনের সঙ্গেও কথা বলতে এগিয়ে যান তিনি। সকলের সেলফির আবদারও মেটান। (Hooghly News)
এর পর ধনেখালি বাসস্ট্যান্ডে তৃণমূলের আয়োজিত বিজয় উৎসবেও যোগ দেন সাংসদ রচনা। সেখানে তাঁর গলায় গান শোনার আবদার ধরেন স্থানীয়রা। হাসিমুখেই সেই আবদার মেটান রচনা। নিজের জনপ্রিয় ছবির গান গেয়ে শোনান সকলকে। নির্বাচনে জয়ী হওয়ার পর এখনও একমাসও কাটেনি, তার মধ্যেই তারকা সাংসদকে কাছে পেয়ে খুশি স্থানীয় মানুষজনও। (Lok Sabha Elections 2024)
আরও পড়ুন: Bratya Basu on NEET: NEET নিয়ে CBI, ED হবে না? প্রশ্ন ব্রাত্যর, পাল্টা 'চালুনি' বলে কটাক্ষ সুকান্তর
নিজের কেন্দ্রে ফিরে তিনিও খুশি হয়েছেন বলে জানান রচনা। এবিপি আনন্দকে বলেন,"সবাই ভাল আছেন কি না, সঠিক পরিষেবা মিলছে কি না, সেই নিয়ে কথা বললাম। বাচ্চাদের দেখলাম। সকলে খুব খুশি হয়েছেন। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। CMOH, BMOH-এর সঙ্গে কথা হয়েছে। আগামী দিন যা প্রয়োজন, সেই কাজ করব। এত বডড হাসপতাল ধনেখালির। পরিষেবা আরও উন্নত করতে চেষ্টা করব।"
এবারের লোকসভা নির্বাচনে হুগলি থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন রচনা। বিজেপি-র গতবারের সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে তিনি ৭৬ হাজার ৮৫৩ ভোটে পরাজিত করেন। এর মধ্যে খনেখালি থেকেই প্রায় ৪২ হাজার ভোটে লিড পান তিনি। এদিন ধনেখালির মানুষকে ধন্যবাদও জানান রচনা। হাসিমুখে আবদার মেটান সকলের।
হুগলিতে তৃণমূল রচনাকে প্রার্থী করার পর কার্যতই চমকে গিয়েছিলেন সকলে। বিশেষ করে প্রচারে গিয়ে রচনা যে ধরনের মন্তব্য করছিলেন, তাতে বিদ্রুপের বন্যা বয়ে যায় সোশ্য়াল মিডিয়ায়। প্রার্থী করার আগে রচনাকে জোড়াফুল শিবির ঠিক মতো প্রশিক্ষণও দেয়নি বলে অভিযোগ ওঠে। এতকিছুর মধ্যেও যদিও দমে যাননি রচনা। প্রচার চালিয়ে গিয়েছেন নিজের মতো করেই, যার ফল মিলেছে হাতেনাতে। নির্বাচন মিটে যাওয়ার পরও হুগলি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। ভোট মিটে যাওয়ার পর পরও তারকা সাংসদকে এলাকায় দেখা যাবে কি না জানতে চাওয়া হয়। সেবার রচনা জানান, তিনি জনপ্রতিনিধি। সেই হিসেবে যা যা করণীয়, সবটুকুই করবেন।