কলকাতা: শহর থেকে জেলা-- রাজ্যের সর্বত্র পালন করা হল রাখিবন্ধন উৎসব। রাখি বন্ধনে কোথাও করা হল জনসংযোগ, কোথাও পথচলতি মানুষকে মাস্ক পরিয়ে দেওয়া হল কোভিড সচেতনতার বার্তা। আবার কোথাও গাছকে রাখি পরিয়ে দেওয়া হল পরিবেশ সচেতনতার বার্তা।
এদিকে, আফগানিস্তানে তালিবানের হাতে খুন হয়েছিলেন কাবুলিওয়ালার বাঙালি বউ-এর লেখিকা সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাগুইআটিতে তাঁর পাড়ার বাসিন্দারা রাখি পরালেন কলকাতায় থাকা আফগানদের হাতে।
রাখিবন্ধন উৎসবে আফগানিস্তানের বাসিন্দাদের পাশে থাকার বার্তা। এদিন দক্ষিণ দমদম পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন উত্সবে উপস্থিত ছিলেন কর্মসূত্রে কলকাতার বাসিন্দা আফগানরা। এলাকার মহিলারা তাঁদের হাতে পরালেন রাখি।
করোনা কেড়ে নিয়েছে গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের প্রাণ। যতদিন বেঁচে ছিলেন তাঁর নেতৃত্বেই গোসাবার চুনাখালিতে পালন করা হতো রাখি বন্ধন উৎসব। এবার প্রয়াত বিধায়কের স্মৃতির উদ্দেশ্যে এই দিনটি পালন করলেন চুনাখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
পথচলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। মিষ্টিমুখ করিয়ে দেওয়া হল জনসংযোগের বার্তা। পাশাপাশি প্রয়াত বিধায়কের স্মৃতির উদ্দেশ্যে রাখিবন্ধন পালন করা হয় মসজিদবাটি এলাকাতেও । মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন প্রয়াত বিধায়কের ছেলে বাপ্পাদিত্য নস্কর। তিনি বললেন, বাবা প্রতি বছর এই উৎসব পালন করতেন। আমরা তাঁর স্মৃতিতে মানুষের পাশে দাঁড়ালাম।
যে কোনও দিন গোসাবায় উপনির্বাচনের দিন ঘোষণা হতে পারে। সেই কথা মনে রেখেই যেন শাসক শিবিরের পক্ষ থেকে দেওয়া হল মানুষের পাশে থাকার বার্তা।
অন্যদিকে, পিছিয়ে নেই বিরোধী শিবিরও। হুগলির চুঁচুড়ায় বিজেপির উদ্যোগে পালন করা হল রাখি বন্ধন উৎসব। চুঁচুড়ায় বিধানসভা কেন্দ্র থেকে হার মানতে হলেও এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর কাজে হার মানতে রাজি নন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। স্থানীয়দের হাতে রাখি পরিয়ে একতার বার্তা দেন তিনি। তিনি বলেন, রবীন্দ্রনাথ রাখিবন্ধন করেছিলেন। বাংলা আমাদের গর্ব। বাংলার মানুষ এক থাকবেন।
সল্টলেকে বিজেপির রাখিবন্ধন উৎসব পালন। এদিন বিডি ব্লক ও করুণাময়ীতে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে রাখি পরিয়ে দেন।
অটো-টোটো ও ট্যাক্সিচালকদের রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম। পাশাপাশি, সোনারপুর থানার উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন উৎসবে যোগ দেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। রাখি পরানোর পাশপাশি পথচলতি মানুষদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক ও স্যানিটাইজার।
আসানসোলের মহিশিলাতেও বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে পালন করা হয় রাখি বন্ধন উৎসব। পথচলতি মানুষদের হাতে রাখি পরিয়ে দেন মহিলা মোর্চার সদস্যরা ।
একই রকমভাবে পথচলতি সাধারণ মানুষ, পুলিশকর্মীদের হাতে রাখি ও মুখে মাস্ক পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করল মালদা জেলা তৃণমূল নেতৃত্ব।
বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে, সৌভ্রাতৃত্বের বার্তা দিতে রাখি বন্ধন উত্সবের প্রচলন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরে। রাখিবন্ধনে সেই বার্তা নিয়ে হাওড়াতেও মিলে-মিশে গেল সমস্ত ধর্ম-সম্প্রদায়।
সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি মাস্ক, স্যানিটাইজারে সচেতন করা হল করোনা নিয়ে। পুরুলিয়াতেও রাজ্যের শাসক দলের পক্ষ থেকে রাখি পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে দেওয়া হয় সৌভ্রাতৃত্বের বার্তা।
মেদিনীপুর শহরের স্কুলপড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা অভিনব পদ্ধতিতে উদযাপন করল রাখি বন্ধনের দিনটিকে। শহরের বিভিন্ন গাছে রাখি বেঁধে প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা দিলেন মেদিনীপুরবাসীরা।
শুধু রাখি বন্ধনই নয়, এদিন তারা প্রতিজ্ঞা নিলেন সারা বছর ধরে গাছগুলিকে ও প্রকৃতিকে রক্ষা করার ও শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার।