অর্ণব মুখোপাধ্যায়, পুরী: পুরীর সঙ্গে বাঙালির যোগাযোগ শতাব্দীপ্রাচীন। সমুদ্র আর জগন্নাথ দেবের সঙ্গে বাঙালির সম্পর্কও অতি প্রাচীন। দেবদর্শন করতে, তীর্থ করতে সারা বছর ধরেই পুরীতে যান বহু বাঙালি ভক্ত। তবে সবচেয়ে বেশি নজর থাকে রথযাত্রার সময়। এই সময় বিপুল ভক্ত সমাগম হয়।
দেবদর্শন ও নৃত্য:
শুধু দেবদর্শনই নয়, পুরীতে জগন্নাথ দেবের সামনে নৃত্য পরিবেশনও ওড়িশি শিল্পীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক তার জন্য়ই এবার বাংলা থেকে ওড়িশার পুরীতে গিয়েছেন একঝাঁক বাঙালি ওড়িশি নৃত্য পরিবেশন। পুরীতে মন্দিরের সামনে জমাটি নৃত্য পরিবেশন করলেন বর্ধমানের বেশ কিছু শিল্পী। গুরুর সঙ্গে বেশ কয়েকজন শিল্পী চলে গিয়েছেন সেখানে। রথের দিন জগন্নাথের সামনে ওড়িশি নৃত্য পরিবেশন করা অত্যন্ত সৌভাগ্যের, এমনটাই বললেন এক শিল্পী। সেই কারণে সব শিল্পীদেরই স্বপ্ন থাকে এদিন মন্দিরের সামনে নৃত্য পরিবেশন করার, বললেন বাঙালি শিল্পী।
এদিন পহন্ডির মাধ্যমে শুরু হয়েছে রথযাত্রা। সকাল নটার মধ্যেই পহন্ডি শেষ হয়েছে। বাজনা বাজিয়ে মহা সমারোহে রথে তোলা হয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। চলছে বনেঠির খেলা। বিপুল সমারোহে বিপুল জনসমাগম হয়েছে পুরীতে।