কলকাতা: গণবন্টন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের বাসিন্দাদের কাছে খাদ্যসামগ্রী (food) পৌঁছে দেওয়ার কাজ করে রাজ্য সরকার। এই কাজের জন্য বহু পরিমাণ অর্থও বরাদ্দ করা হয়। কোভিডের সময়েই রাজ্য ও কেন্দ্রের সরকারের তরফে বাসিন্দাদের বিনামূল্যে খাদ্যশস্য পৌঁছনোর জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিল দুই সরকার। 


কোভিডের পরেও নানাভাবে রাজ্যের বাসিন্দাদের জন্য খাদ্যসামগ্রী পৌঁছনোর কাজ করছে রাজ্যের খাদ্যদফতর (Department of Food and Supplies, Government of WB)। রাজ্যে একাধিক রেশন কার্ড রয়েছে। বিভিন্ন গোষ্ঠীর জন্য, বিভিন্ন আর্থসামাজিক স্তরের জন্য একাধিক রেশন কার্ড রয়েছে। এক একটি রেশনকার্ডে উপভোক্তারা এক একরকমের সুবিধে পেয়ে থাকেন। 


 






পশ্চিমবঙ্গে একাধিক ধরনের রেশনকার্ড (Ration Card) রয়েছে। সেগুলি কী কী? তাতে কী ধরনের খাদ্যশস্য পাবেন উপভোক্তারা। দেখে নেওয়া যাক।


অন্ত্যোদয় অন্নযোজনা রেশনকার্ড (AAY)
এই কার্ড থাকলে গ্রাহক বিনামূল্যে পরিবারপিছু ১৫ কেজি চাল পাবেন। তার সঙ্গেই পরিবারপিছু বিনামূল্যে ১৯ কেজি আটাও পাবেন উপভোক্তা। মিলবে চিনিও। পরিবারপিছু ১ কেজি করে চিনি দেওয়া হবে। তবে তার জন্য ১৩ টাকা ৫০ পয়সা নেওয়া হবে। 


বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশনকার্ড (SPHH)
যাদের এই কার্ড রয়েছে, তাঁরা মাথাপিছু চাল ও আটা পাবেন। এই কার্ডের জন্য উপভোক্তা বিনামূল্যে মাথাপিছু ২ কেজি করে চাল পাবেন। তার সঙ্গে মাথাপিছু ২.৮৫ কেজি করে আটা পাবেন।


অগ্রাধিকার প্রাপ্ত  রেশনকার্ড (PHH)
এই কার্ডেও SPHH-এর মতোই সুবিধে মিলবে। এই কার্ডের জন্য উপভোক্তা বিনামূল্যে মাথাপিছু ২ কেজি করে চাল পাবেন। তার সঙ্গে মাথাপিছু ২.৮৫ কেজি করে আটা পাবেন।


অতিরিক্ত বরাদ্দ: উপরিউক্ত তিনটি রেশন কার্ডের উপভোক্তারা নির্দিষ্ট সময়ের জন্য় কিছুটা বেশি খাদ্যসামগ্রী পাবেন। ২০২২ সালের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত কিছুটা বেশি খাদ্যশস্য মিলবে। তিনটি কার্ডের ক্ষেত্রেই বিনামূল্যে মাথাপিছু ২ কেজি চাল এবং বিনামূল্যে মাথাপিছু ৩ কেজি গম পাওয়া যাবে।   


RKSY1 রেশনকার্ড
এই কার্ডের উপভোক্তারা বিনামূল্যে ২ কেজি করে চাল পাবেন। তা বিনামূল্যে পাওয়া যাবে। তার সঙ্গেই মাথাপিছু  বিনামূল্যে ৩ কেজি করে গমও পাওয়া যাবে।   


RKSY2 রেশনকার্ড
এই রেশনকার্ডের উপভোক্তারা তুলনায় কম পরিমাণে খাদ্যসামগ্রী পেয়ে থাকেন। এখানে মাথাপিছু ১ কেজি করে চাল এবং মাথাপিছু ১ কেজি করে গম পাওয়া যায়। দুটিই বিনামূল্যে পাওয়া যায়। 


বিশেষ প্যাকেজ
রাজ্যের একাধিক পিছিয়ে পড়া অংশের বাসিন্দাদের জন্য আলাদা আলাদা রেশন ব্যবস্থা রয়েছে রাজ্য সরকারের। জঙ্গলমহল, পাহাড়, চা-বাগান, আয়লা ক্ষতিগ্রস্ত এলাকা, সিঙ্গুর প্রকল্পের ক্ষতিগ্রস্ত এলাকার উপভোক্তারা বিশেষ প্যাকেজের অন্তর্গত অতিরিক্ত বা ভিন্ন পরিমাণে খাদ্যশস্য পাবেন।  


আরও পড়ুন: আইটিআই অ্যাপ্রেন্টিস নেবে কলকাতার এই সংস্থা, আবেদনের শেষ তারিখ জানেন ?