আবীর দত্ত, প্রকাশ সিনহা, কলকাতা : আদালতেই কি মুখ খুলবেন জ্যোতিপ্রিয় মল্লিক ? কী তথ্য সামনে আনবেন তিনি ? নিজের দাবিমতো 'নির্দোষ' প্রমাণে নতুন কোন কথা জানাবেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ? রাজ্য রাজনীতির সব নজর আপাতত সেদিকেই। রেশন বন্টন দুর্নীতিতে (Ration Distribution Scam) ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। প্রথম পর্বের হেফাজত শেষে আজ ফের আদালতে পেশ করা হবে রাজ্যের বনমন্ত্রীকে। 


ইডি (ED) সূত্রের খবর, সেখানে ফের একবার জ্যোতিপ্রিয় মল্লিকের হেফাজত বৃদ্ধির পক্ষেই সওয়াল করবে তাঁরা। গত কয়েকদিন যাবৎ বেশ কয়েকটি কোম্পানি থেকে শুরু করে একাধিক মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে টানা তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যাচ্ছে, সেই তল্লাশিতে ইডির হাতে এসেছে একাধিক হিসেব, তথ্য। সেগুলোই মন্ত্রীকে তাঁদের হেফাজতে রাখতে ঢাল হিসেবে ইডি ব্যবহার করতে পারে বলেই সূত্রের খবর।


অপরদিকে, জ্যোতিপ্রিয় মল্লিক এজলাসে দাঁড়িয়ে কী বলেন সেদিকেই তাকিয়ে সকলে। গত ৩ নভেম্বর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পথে যাওয়ার সময় রাজ্যের মন্ত্রী দাবি করেছিলেন তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগও তুলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় সব জানেন বলে দাবি করার পাশাপাশি তিনি নিজেকে আগামী ৬ তারিখ নির্দোষ প্রমাণ করবেন বলেও জানিয়েছিলেন জ্যোতিপ্রিয়। দলের শীর্ষ নেতৃত্বে সব জানে বলে তিনি দাবি করাতে তৈরি হয়েছিল প্রবল রাজনৈতিক তরজাও।


তাই আজ এজলাসে রাজ্যের মন্ত্রী নিজেকে নির্দোষ প্রমাণে নতুন কোন তথ্য সামনে আনবেন, সেদিকেই সকলের নজর। আদালত কক্ষে নাকি সেখানে যাওয়ার পথেই কোনও নতুন কোনও বিস্ফোরক তথ্য সামনে রাখবেন জ্যোতিপ্রিয়, নজর সেদিকেই। 


এদিকে সূত্রের খবর, রেশন-কেলেঙ্কারির তদন্তে উঠে এসেছে বেশ কিছু কোম্পানির নাম। ওই সব সংস্থায় বাকিবুর রহমানের জড়িত থাকার প্রমাণও মিলেছে। অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে আরও একটি সংস্থার হদিশ মিলেছে। যারা বাকিবুর-মডেলেই চাল কল, আটা কল, কর্পোরেট অফিস-সহ কলকাতা, হাওড়ার বিভিন্ন জায়গায় সাম্রাজ্য বিস্তার করেছে। এই সমস্ত সংস্থায় রেশন দুর্নীতির কালো টাকা ঢুকেছে বলে মনে করছে ED। সেই সমস্ত তথ্য প্রমাণ দাখিল করে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে আরও জেরা করার জন্য আদালতে আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজনৈতিক মহল তাই তাকিয়ে এজলাসে আজ ঠিক কী হয়, সেদিকে।


আরও পড়ুন- বিহারের পশু খাদ্য দুর্নীতি মামলার প্রধান অভিযুক্তর সঙ্গে বাংলার রেশন দুর্নীতির যোগ !