(Source: ECI/ABP News/ABP Majha)
Recruitment Scam : 'কালীঘাটের কাকু'কে জেরা করতে কলকাতায় ED Director, করবেন ব্ল্যাক মানি নিয়ে শীর্ষ পর্যায়ের বৈঠকও
Kalighater Kaku : সুজয়কৃষ্ণ-মানিক-কুন্তলের ত্র্যহস্পর্শেই কোটি কোটি টাকায় চাকরি বিক্রি, দাবি ইডির।
প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতির জাল ঠিক কতটা বিস্তৃত ? সরেজমিনে খতিয়ে দেখতে এবার রাজ্যে পা রাখছেন খোদ ইডি অধিকর্তা। ইতিমধ্যে গ্রেফতার করার পর এই মুহূর্তে ১৪ দিনের ইডি হেফাজতে রয়েছেন 'কালীঘাটের কাকু' তথা সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁকে জিজ্ঞাসাবাদ সহ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করার জন্য কালই কলকাতায় আসছেন ইডির ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র (ED Director Sanjay Kumar Mishra)। জানা যাচ্ছে, একাধিক তদন্তকারী অফিসারের সঙ্গে বৈঠক করতে পারেন ইডির অধিকর্তা । যেখানে আলোচনায় উঠতে পারে রাজ্যে নিয়োগ দুর্নীতি থেকে গরু, কয়লাপাচার মামলা।
পাশাপাশি আগামী শনিবার কলকাতাতেই আয়কর দফতর সহ একাধিক দফতরের শীর্ষকর্তাদের সঙ্গে ব্ল্যাক মানি সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসার কথা ইডি অধিকর্তার। ইডি সূত্রে খবর, কীভাবে চাকরি চুরির কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছিল, স্ক্যানারে থাকা সংস্থার ডিরেক্টরকে কাকুর মুখোমুখি বসিয়ে ইডির জিজ্ঞাসাবাদ হবে বলেই জানা যাচ্ছে।
এদিকে, রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি করেছে ইডি (ED)। তাদের দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসই নিয়োগ দুর্নীতির 'কন্ট্রোলরুম'! যাবতীয় চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই, এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। 'তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে আসতেন কালীঘাটের কাকু, 'মানিকের ফোনের পাশাপাশি তাপস মণ্ডলকেও জেরায় সুজয়কৃষ্ণ সম্পর্কে প্রচুর তথ্য। ২০১৪-র টেটের ৩২৫ জন চাকরিপ্রার্থীর তালিকা সুজয়কৃষ্ণর হাত হয়ে পৌঁছয় মানিকের কাছে। ৩২৫ জনকে চাকরি বিক্রির নামে তাপসের থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নেন কুন্তল'। জেরায় স্বীকার তাপস মণ্ডলের, রিমান্ড লেটারে দাবি ইডির।
সুজয়কৃষ্ণ-মানিক-কুন্তলের ত্র্যহস্পর্শেই কোটি কোটি টাকায় চাকরি বিক্রি, দাবি ইডির। 'বিষ্ণুপুর থানার সিভিক ভলান্টিয়ার রাহুল বেরার সঙ্গে সুজয়কৃষ্ণকে মুখোমুখি জেরা করতে চায় ইডি', তলব করা হবে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়কেও, ইডি সূত্রে দাবি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সন্তুর সরশুনার ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি।
আরও পড়ুন- দলবদল করতে কী কী টোপ দিয়েছিল তৃণমূল? এবিপি আনন্দে এক্সক্লুসিভ নৌশাদ
প্রসঙ্গত, গত মঙ্গলবার দীর্ঘ ১২ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে তদন্তে অসহযোগিতা ও বয়ানে অসঙ্গতির অভিযোগে কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। গতকালই তাঁকে নেওয়া হয়েছে ১৪ দিনের হেফাজতে।
আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার