RG Kar Live News: আর জি কর কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে, চাঞ্চল্যকর অভিযোগ CBI-র
West Bengal Live News: রাজ্যের সব খবরের আপডেট সবার আগে...
সরকার কী লুকোতে চাইছে? গতকালের কালীঘাটের বৈঠক ভেস্তে যাওয়ার পর, প্রশ্ন তুললেন আন্দোলনকারী চিকিৎসকদের কেউ কেউ। তবে সেই সঙ্গে ফের রাজ্য সরকারের সঙ্গে আলোচনাতেও প্রস্তুত তাঁরা। অন্যদিকে এরই মধ্যে নতুন অডিও পোস্ট করে, আন্দোলনকারীদের মধ্যে বিভাজনের দাবি তুলেছেন কুণাল ঘোষ। যদিও তা মানতে নারাজ জুনিয়র চিকিৎসকরা।
আর জি কর-কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র, আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। 'মৃত বলে ঘোষণার পরেও জেনারেল ডায়েরিতে চিকিৎসককে অচৈতন্য অবস্থায় উদ্ধার বলে উল্লেখ। হাসপাতাল কর্তৃপক্ষ ও অন্যান্যদের সঙ্গে ষড়যন্ত্র করে, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হয়েছিল। সকাল ১০টা নাগাদ জানার পরেও এক ঘণ্টা দেরিতে হাসপাতালে যান টালা থানার ওসি। সকাল ১০টা নাগাদ জানার পরেও ১৪ ঘণ্টা দেরি করে মাঝরাতে এফআইআর', চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে সিবিআইয়ের রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি।
আর জি কর-কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে। ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে কথা হয়েছিল টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের। লোপাট হয়েছে তথ্যপ্রমাণও। রবিবার আদালতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করল সিবিআই।
আর জি কর নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি। তার আগে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের। কালীঘাটের বৈঠক ভেস্তে যাওয়ার পর মহামিছিল করলেন জুনিয়র ডাক্তাররা। ধর্নামঞ্চে শাঁখ বাজিয়ে স্লোগান উঠল বিচার চাই। শহরের বিভিন্ন প্রান্তে মিছিল করলেন স্কুল-কলেজের প্রাক্তনী, নার্স থেকে অবসরপ্রাপ্ত সেনাকর্তারা।
হাসপাতালে ভর্তি শিশু সন্তানের পাশে ঘুমন্ত তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ওয়ার্ড বয়। পুলিশ জানিয়েছে, কড়েয়া থানায় রবিবার ওই তরুণী অভিযোগ দায়ের করেন।
আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদের ঢেউ। পর্ণশ্রী বাসস্ট্যান্ড থেকে বেহালা ট্রাম ডিপো পর্যন্ত মিছিল।
আর জি কর-কাণ্ডে বিচারের দাবি ও ৮ সেপ্টেম্বর রাত দখল কর্মসূচিতে হামলার প্রতিবাদে নৈহাটিতে মিছিল।
বৃষ্টি মাথায় নিয়েই রাজপথে জনগর্জন। সল্টলেকে নার্সদের মিছিল। যাদবপুরে অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। পথে প্রতিবাদে প্রাক্তন পড়ুয়ারাও।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে তৃতীয় শুনানি। চিকিৎসককে ধর্ষণ-খুনে বিচারের দাবিতে প্রতিবাদের ঢেউ। সেন্ট্রাল পার্ক থেকে জুনিয়র চিকিৎসকদের মহামিছিল।
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। সেদিন রাজ্যে ছুটি থাকে স্কুল-কলেজ-সরকারি অফিস। সে দিন মেট্রোতেও যাত্রী সংখ্যাও কম থাকে। মেট্রোর তরফে জানিয়ে দেওয়া হয়েছে ওই দিনে ২৮৮টির পরিবর্তে সারাদিনে ২৬২টি মেট্রো চলবে।
ভিডিওগ্রাফি টানাপোড়েনে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক ভেস্তে যাওয়ার পর, স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে রাতভর বিক্ষোভে শামিল জুনিয়র চিকিৎসকরা। রাস্তার ওপর বসে কেউ গান গেয়ে, কেউ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
ভগবানপুরে কলার ধরে চিকিৎসককে কিল-চড়-ঘুষি রোগীর আত্মীয়দের। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে করার ব্যবস্থা নেই, অন্যত্র যেতে বলায়, অভিযোগ চিকিৎসকের।
আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই পূর্ব মেদিনীপুরের আক্রান্ত চিকিৎসক। ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই চিকিৎসককে বেধড়ক মার।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। বিচার চেয়ে যাদবপুরে মিছিল অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে ক্যালকাটা গার্লসের প্রাক্তনীরা। বিচার চেয়ে ওয়েলিংটনে মিছিল।
স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান-বিক্ষোভের ষষ্ঠ দিনে ৫ দফা দাবি নিয়ে ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা। সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত বিকেল ৪টেয় মহামিছিলের ডাক দিয়েছেন তাঁরা। জুনিয়র চিকিৎসকদের এই মিছিলে পা মেলাবেন সিনিয়র চিকিৎসকরাও।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। বিচার চেয়ে যাদবপুরে মিছিল অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের।
'সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মধ্যে যোগসূত্র থাকতে পারে', বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে, আদালতে সওয়াল সিবিআইয়ের। 'অভিজিৎ মণ্ডল ঘটনার দিন সকাল ১০টায় খবর পেলেও কেন এত দেরিতে এফআইআর? বৃহত্তর ষড়যন্ত্রের শরিক টালা থানার ওসি। তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে আমাদের গভীর আশঙ্কা। এত ঘণ্টা পরও কেন এফআইআর দায়ের হল না? এটা গাফিলতির অন্যতম উদাহরণ। আদালতগ্রাহ্য অপরাধের ক্ষেত্রে অনেক আগে এফআইআর দায়ের করা উচিত ছিল। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ষড়যন্ত্রের অংশীদার বলে সন্দেহ। ওই কয়েক ঘণ্টার মধ্যে বহু গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট হয়েছে', কোনও পদ্ধতি মানা হয়নি, আদালতে দাবি সিবিআইয়ের।
'পুলিশ ও সিবিআই-এর মধ্যে কোনও দ্বন্দ্ব নেই, আমরা সত্যি খোঁজার চেষ্টা করছি, পুলিশ বলে নয়, সন্দেহভাজন বলেই টালা থানার ওসিকে গ্রেফতার করা হয়েছে', আদালতে সওয়াল সিবিআইয়ের আইনজীবীর।
আরজি কর-কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র? আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। আরজি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় ধৃত সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি। 'ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে কথা হয়েছিল ওসি অভিজিৎ মণ্ডলের, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মধ্যে যোগসূত্র থাকতে পারে', দাবি সিবিআইয়ের।
আর জি কর-কাণ্ডে গ্রেফতার টালা থানার ওসি, মমতাকে নিশানা দিলীপের। 'কয়েকটি হাসপাতাল ভর্তি না নেওয়ায়, এই টালা থানার ওসির জন্য সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী, হাসপাতাল গুলির বিরুদ্ধে ব্যবস্থাও নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী', খুনিদের বিরুদ্ধে পদক্ষেপের বদলে তাদের বাঁচাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী, পোস্ট দিলীপ ঘোষের।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ফের পুজো অনুদান প্রত্যাখ্যান। রাজ্য সরকারের পুজো অনুদান না নেওয়ার সিদ্ধান্ত আরও এক ক্লাবের। পুজো অনুদান প্রত্যাখ্যান সোদপুরের বোধিকানন ক্লাবের।
সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে হেফাজতে নিতে চায় সিবিআই। ২ জনকে ৩ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন সিবিআই-এর।
আজ যাদবপুর ৮বি থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল। দুপুর ২টায় মিছিল শুরু হওয়ার কথা।
ষষ্ঠ দিনে পড়ল স্বাস্থ্য ভবনের বাইরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। স্বাস্থ্য ভবনের বাইরে চলছে অবস্থান বিক্ষোভ।
প্রিজন ভ্য়ানে তোলা হল সন্দীপ ঘোষকে, নিয়ে যাওয়া হচ্ছে আদালতে
বীরভূমে ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। ঝড়ের দাপটে আজ সকালে আমোদপুর ও কোপাই স্টেশনের মাঝে ওভারহেড তারে গাছ পড়ে আগুন লেগে যায়। আমোদপুর স্টেশনে আটকে পড়ে ইন্টারসিটি এক্সপ্রেস। অন্যান্য স্টেশনেও বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টা বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।
সকালে জলের তোড়ে ভেঙে যায় সাঁইথিয়ার কাছে ময়ূরাক্ষী নদীর ওপর কজওয়ে। সাঁইথিয়া-তারাপীঠ ও সাঁইথিয়া-বহরমপুর সড়কপথে যান চলাচল বন্ধ।
ঝড়ের দাপটে শান্তিনিকেতনেও ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে একাধিক গাছ। শান্তিনিকেতনের শ্যামবাটিতে সেচ দফতরের অফিস চত্বরে একটি গাছ উপড়ে রাস্তায় গিয়ে পড়ে। কেউ আহত না হলেও যান চলাচল ব্যাহত হয়।
এবার আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির পর এবার ধর্ষণ-খুনের মামলাতেও গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করল সিবিআই। তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর-এর অভিযোগে গ্রেফতার। ক্রাইম সিন বিকৃতির অভিযোগেও গ্রেফতার সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল। সন্দীপ ঘোষকে ফের হেফাজতে নিতে আদালতে আবেদন করবে সিবিআই। টালা থানার ওসি-কেও তোলা হবে আদালতে। ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিজিৎ মণ্ডলকে নিয়ে যাওয়া হল বি আর সিংহ হাসপাতালে। সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে বিএনএস-এর ২৩৮, ১৯৯ ও ৬১(২) ধারায় মামলা রুজু। বিএনএস ধারা ৬১(২) - ষড়যন্ত্র। বিএনএস ধারা ২৩৮ - তথ্যপ্রমাণ লোপাট, বিএনএস ধারা ১৯৯ - সরকারি কর্মী হয়ে আইন অমান্য করা।
টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় সিজিও কমপ্লেক্স চত্বরে কলকাতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ। দেখানো হল জুতো।
টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সিজিও কমপ্লেক্স থেকে বের করার সময় সিজিও কমপ্লেক্স চত্বরে কলকাতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ। দেখানো হল জুতো।
বেহালার অক্ষয় পাল রোডের মধ্যপাড়া আবাহনী ক্লাব। এবার ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষ। কিন্তু আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার পুজো-অনুদান না নেওয়ার কথা ঘোষণা করল ৫১ বছরের পুরনো ক্লাব। পর্ণশ্রী থানাকে ই-মেল করে জানানো হয়েছে সিদ্ধান্তের কথা। আর জি কর মেডিক্যালের চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে এবার পুজোয় জাঁকজমকও করতে চান না বেহালার এই ক্লাবের উদ্যোক্তারা। এর আগে বেহালার সবেদাবাগান ক্লাব রাজ্য সরকারের পুজো-অনুদান না নেওয়ার কথা ঘোষণা করে।
'আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এই লোকটির বিরুদ্ধে প্রথম সোচ্চার হয়েছিলাম আমি। সঠিক ছিলাম, তা ঈশ্বর আজ আরও একবার প্রমাণ করলেন', ফেসবুক পোস্ট শান্তনু সেনের।
সাতসকালে মালদার মানিকচকে বোমাবাজি, খুন কংগ্রেস নেতা। নিহতের নাম মহম্মদ সইফুদ্দিন। আজ সকালে মানিকচকের ধরমপুর বাজার এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। এরপর বাজার থেকে উদ্ধার হয় কংগ্রেস নেতা মহম্মদ সইফুদ্দিনের দেহ। বোমার আঘাতেই মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কে বা কারা হামলা চালিয়েছে, এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে রয়েছে মানিকচক থানার পুলিশ।
নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। নাগাড়ে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় উপকূলবর্তী এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। গতকাল থেকে জেলার অধিকাংশ ফেরি চলাচল বন্ধ আছে। ফ্রেজারগঞ্জ ও সাগর থানার তরফে চলছে মাইকে প্রচার। বকখালিতেও পর্যটকদের সতর্ক করা হচ্ছে। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে বাতিল করা হয়েছে সেচ, বিদ্যুৎ ও জনস্বাস্থ্য কারিগরী দফতরের কর্মীদের ছুটি।
ভিডিওগ্রাফি টানাপোড়েনে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক ভেস্তে যাওয়ার পর, স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে রাতভর বিক্ষোভে শামিল জুনিয়র চিকিৎসকরা। রাস্তার ওপর বসে কেউ গান গেয়ে, কেউ স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। মঙ্গলবার দুপুর থেকে রবিবার সকাল, ৬ দিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের ধর্না-অবস্থান। অচলাবস্থা কাটবে কবে? তার উত্তর নেই কারও কাছেই। অন্যদিকে, নবান্নের পর কালীঘাট। গতকাল ফের ভেস্তে যায় মুখ্যমন্ত্রী ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বৈঠক। আন্দোলনকারীরা দাবি করেন, দু' তরফে ভিডিওগ্রাফি ও সেটি হস্তান্তরের দাবি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়ার পরেও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ৩ ঘণ্টা হয়ে গেছে। আজ আর হবে না। এ নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চে ফিরে গতকাল ক্ষোভ উগরে দেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা।
'গ্রেফতার টালা থানার ওসি, প্রমাণিত হল প্রমাণ লোপাট করেছিল পুলিশ, চিকিৎসক ধর্ষণ-খুনের তদন্তকে বিপথে চালনা করতে প্রত্যক্ষ ভূমিকা পুলিশের, কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের পরিকল্পনাতেই প্রমাণ লোপাট, ইস্তফা দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড করা উচিত পুলিশ কমিশনারকে', টালা থানার ওসির গ্রেফতারির পরেই আক্রমণে শুভেন্দু অধিকারী।
আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় CBI-এর জালে টালা থানার OC অভিজিৎ মণ্ডল। তদন্তে গাফিলতি, FIR করতে দেরি, তথ্য় প্রমাণ নষ্টের অভিযোগে টালা থানার OC-কে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। অভিজিৎ মণ্ডলকে রাখা হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। আজই তোলা হবে শিয়ালদা আদালতে। চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় গতকাল আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেফতার করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সন্দীপ ঘোষের পেশ করা তথ্য়ের সঙ্গে সংগৃহীত পারিপার্শ্বিক তথ্য় প্রমাণের মিল পাওয়া যাচ্ছে না। তাই তাঁকে গ্রেফতার। হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হন সন্দীপ।বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। CBI তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করেছে।
মালদা মেডিক্যাল কলেজে এবার জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চেই শুরু হল ডাক্তারির পঠনপাঠন। মেডিক্যাল কলেজে চলছে কর্মবিরতি। আন্দোলনের জেরে ডাক্তারি পড়ুয়াদের পড়াশোনায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র চিকিৎসকরা।
আর জি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে আগেই পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তোলা হয়েছিল CBI-এর তরফে। এবার সেই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগেই টালা থানার OC-কে গ্রেফতার করল CBI.
আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার পরবর্তী শুনানি। তার আগে গতকাল হঠাৎ আন্দোলনকারীদের ধর্নামঞ্চে যান মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কথা দিচ্ছি কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। পাল্টা ৫ দফা দাবিতে আলোচনার দাবি জানিয়েছেন চিকিৎসকরা।
ডাক্তার ধর্ষণ-খুনে ৩৫ দিনের মাথায় গ্রেফতার আরও ২। মূল মামলায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পর সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকেও পাকড়াও করল সিবিআই।
প্রেক্ষাপট
আর জি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে আগেই পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তোলা হয়েছিল CBI-এর তরফে। এবার সেই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগেই টালা থানার OC-কে গ্রেফতার করল CBI.
আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার পরবর্তী শুনানি। তার আগে গতকাল হঠাৎ আন্দোলনকারীদের ধর্নামঞ্চে যান মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কথা দিচ্ছি কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। পাল্টা ৫ দফা দাবিতে আলোচনার দাবি জানিয়েছেন চিকিৎসকরা।
জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগ, কুণাল ঘোষের প্রকাশ করা অডিও-কাণ্ডে গ্রেফতার করা হল DYFI নেতা কলতান দাশগুপ্তকে। সরকারি কর্মীর ওপর হামলার চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, শান্তিভঙ্গের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে হালতুর বাসিন্দা আরও একজনকে। ২ জনেরই ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
কুণাল ঘোষের প্রকাশ করা অডিও-এ উঠে এসেছে তিন-তিনটে নাম। তার মধ্য়ে একটি নাম সাহেব। কে এই সাহেব? এবার সেই প্রশ্ন তুললেন দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি, ১৪-ই অগাস্ট আর জি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনার প্রসঙ্গ টেনে বামেদের আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে পুজো অনুদান না নেওয়ার কথা
জানাল বেহালার আরও একটি ক্লাব। অক্ষয় পাল রোডের মধ্যপাড়া আবাহনী ক্লাবের ৫০ বছরের পুজোয় থাকছে না জাঁকজমক। বিচার পেলে আগামী বছর উৎসব হবে, জানিয়েছেন উদ্যোক্তারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -