কলকাতা: আর জি কর-কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের আইনজীবী বদল। সঞ্জয়ের নতুন আইনজীবী হলেন যশ জালান। আর দায়িত্ব পেয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন তিনি। তাঁর বক্তব্য, "লিগাল এইড সার্ভিস সত্য সামনে আসতে দেয়নি। সত্য সামনে আসতে দেননি রাজ্য সরকার ও কলকাতার তৎকালীন CP।" ওকালতনামায় সই করতে দেওয়া হয়নি বলেও দাবি করেছেন সঞ্জয়ের নয়া আইনজীবী। (RG Kar Case)


এবিপি আনন্দে মুখ খুলেছেন সঞ্জয়ের নতুন আইনজীবী। তিনি বলেন, "আমরা নিম্ন আদালতে আগেই আবেদন করেছিলাম। কেসটা আমাদের দিতে আবেদন করা হয়। কিন্তু রাজ্যের তরফে DLSA (District Legal Services Authority) নিয়োগ করা হয়ে গিয়েছে। তাই মাঝখানে হস্তক্ষেপ করতে পারতাম না আমরা। সঞ্জয় রায়ের সঙ্গে একদিনও দেখা করার অনুমতি দেওয়া হয়নি।" (RG Kar Convict Sanjay Roy)


এই মামলায় কেউ কি বাধা সৃষ্টি করছে? হ্যাঁ-সূচক উত্তরই দেন যশ। তিনি বলেন, "সবাই জানে রাজ্য চাপ দিচ্ছে বলে। কর্তৃপক্ষের উপর চাপ দেওয়া হচ্ছে। আরও নির্দিষ্ট করে বললে, ডিজি চাপ সৃষ্টি করছেন সংশোধনাগারের উপর, যাতে কেউ সঞ্জয় রায়ের সঙ্গে দেখা করতে না পারেন।"


এতদিন সঞ্জয়ের আইনজীবী ছিলেন কবিতা সরকার। তিনিও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, "ডিএনএ টেস্টের রিপোর্টেক উপর ওর সাজা হল। তাহলে ওই রিপোর্ট নিয়ে আবার তদন্ত হোক। ওই সময় যারা ছিল ওই জায়গায়, সবার ডিএনএ টেস্ট হোক, মেলানো হোক। কারণ ওই ডিএনএ টেস্টের উপর একজনের যাবজ্জীবনের সাজা হয়ে গেল। যারা নির্যাতিতার সঙ্গে খেয়েছিল, তাদের নমুনা নেওয়া হয়েছিল?"


কবিতা আরও বলেন, "যখন বলা হল Rarest of Rare নয়, সেই সময় CBI কোনও অবজেকশন করেনি। এটা অবশ্যই Rarest of Rare কেস। যারা নির্যাতিতার সঙ্গে খাবার খেয়েছিল, তাদের মধ্যে থেকে মাত্র দু'জনকে ক্রম এগজামিনেশনের জন্য আনা হল। বাকিদের নয়। তদন্তে যারা ভুল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না।"


অতিরিক্ত ডিএনএ পাওয়া গিয়েছে বলে যে তথ্য় উঠে আসছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারী চিকিৎসকরাও। তাঁদের বক্তব্য, "বাড়তি যে দূষিত ডিএনএ-র কথা উঠছে, অভিযুক্তের সঙ্গে যারা যুক্ত ছিল..ধর্ষণ এবং খুনের সঙ্গে জড়িতদের ডিএনএন কি না, তা পরিষ্কার করে বলতে হবে তদন্তকারীদের।" CBI-এর সাপ্লিমেন্টারি চার্জশিটে কী উঠে আসে, সেদিকে তাকিয়ে সকলে।