RG Kar News Live: আর জি কর কাণ্ডে রাত ৯টায় ৯মিনিটের নীরবতা

RG Kar Case Live Update: কলকাতা থেকে জেলা, আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। আজ সুপ্রিম কোর্টে শুনানি।

ABP Ananda Last Updated: 09 Sep 2024 11:50 PM
RG Kar News Update: চলবে কর্মবিরতি, সুপ্রিম নির্দেশের পরেও অনড় জুনিয়র চিকিৎসকরা

সুপ্রিম কোর্টের নির্দেশ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের   বার্তার পরেও নিজেদের সিদ্ধান্ত অনড় থাকলেন জুনিয়র চিকিৎসকরা  । সোমবার রাতে নিজেদের মধ্যে বৈঠক করার পর আন্দোলনরত চিকিৎসকরা পরিষ্কার জানিয় দিলেন, তাঁদের কর্মবিরতি। পাশাপাশি মঙ্গলবার RG কর কাণ্ডে  সুবিচার দাবিতে দুপুর ১টার সময় সল্টলেকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে। এমনকী তাঁদের দাবি পূরণ না হলে স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থান করার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

RG Kar News Live Update:  সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনড় জুনিয়র ডাক্তাররা

 সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনড় জুনিয়র ডাক্তাররা। চলবে কর্মবিরতি। সিপি পদত্যাগ, নিরাপত্তা ও ভয়ের রাজনীতি বন্ধের দাবি। 

RG Kar News Update: তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ১ মাস

তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ১ মাস। বিচারের দাবিতে এবার রাত ৯টায় ৯ মিনিটের প্রতিবাদ।

RG Kar News Live Update: ঠিক কখন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছিল? প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

আর জি কর কাণ্ডের টাইমলাইনে সুপ্রিম কোর্টে ফের প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য। ঠিক কখন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছিল? প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। ডেথ সার্টিফিকেট ইস্যুর পর মামলা রুজু, জানাল রাজ্য। 

RG Kar News Update: আর জি কর কাণ্ডে রাত ৯টায় ৯মিনিটের নীরবতা

আর জি কর কাণ্ডে রাত ৯টায় ৯মিনিটের নীরবতা

RG Kar News Live Update: সেমিনার রুম বিতর্কে জড়ানো অভীক দে আরও বিপাকে

সাসপেনশনের পর এবার এসএসকেএমে 'নো এন্ট্রি'। সেমিনার রুম বিতর্কে জড়ানো অভীক দে আরও বিপাকে। চিকিৎসক ধর্ষণ-খুনের দিন সেমিনার রুমে অভীক থাকার দাবি IMA বেঙ্গলের। বিতর্কের মুখে এবার অভীক দে-র এসএসকেএমে ঢোকায় নিষেধাজ্ঞা। থ্রেট কালচারে অভিযুক্ত আরেক চিকিৎসকের ক্যাম্পাসে ঢোকাতেই নিষেধাজ্ঞা। 

RG Kar News Update: আর জি কর মেডিক্যালে এবার বিক্ষোভের মুখে সিবিআই

আর জি কর মেডিক্যালে এবার বিক্ষোভের মুখে সিবিআই

RG Kar News Live Update: বিচারের দাবিতে এবার ধর্মতলা দখলের ডাক

মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন হুঁশিয়ারির পরেও ফের রাজপথে জনগর্জন। বিচারের দাবিতে এবার ধর্মতলা দখলের ডাক। কলেজ স্কোয়ার থেকে মিছিল।  

RG Kar News Update: এখনও বিচার মেলেনি আর জি কর কাণ্ডে, উৎসবে ফিরতে বললেন মুখ্যমন্ত্রী

এখনও বিচার মেলেনি আর জি কর কাণ্ডে, উৎসবে ফিরতে বললেন মুখ্যমন্ত্রী। বললেন, পুজোয় ফিরুন, উৎসবে ফিরে আসুন। 

RG Kar News Live Update: চালান ছাড়া কীভাবে ময়নাতদন্ত হল? প্রশ্ন প্রধান বিচারপতির

চালান ছাড়া কীভাবে ময়নাতদন্ত হল? প্রশ্ন প্রধান বিচারপতির। হাইকোর্টে দেওয়া কেস ডায়েরিতে চালান ছিল, দাবি রাজ্যের। চালান না পেলে বুঝতে হবে, একটা কিছু হয়েছে, মন্তব্য বিচারপতি পারদিওয়ালার। পরের শুনানির দিন চালান আনতে হবে, নির্দেশ আদালতের। 

RG Kar News Update: আর জি কর কাণ্ডে ফের সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার


আর জি কর কাণ্ডে ফের সুপ্রিম কোর্টে প্রশ্নবাণে বিদ্ধ রাজ্য সরকার। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর চালান নিয়ে প্রশ্নের মুখে রাজ্য। দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। আমরা কোনও চালান পাইনি, আদালতে জানাল সিবিআই। 

RG Kar News Live Update: রাস্তার স্বতঃস্ফূর্ত আন্দোলন আটকাতে সুপ্রিম কোর্টে মরিয়া সওয়াল রাজ্যের

 রাস্তার স্বতঃস্ফূর্ত আন্দোলন আটকাতে সুপ্রিম কোর্টে মরিয়া সওয়াল রাজ্যের । পুলিশকে না জানিয়েই রাজ্য জুড়ে প্রতিবাদ, কী করব? সওয়াল কপিল সিব্বলের। আগামীকাল বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্টের । পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন, প্রতিবাদে তোলপাড় রাজ্যে এবার বার্তা মুখ্যমন্ত্রীর। 

RG Kar News Update:এবার লালবাজার অভিযানে বামেরা

 


এবার লালবাজার অভিযানে বামেরা।  সিপি-র পদত্যাগের দাবিতে বামেদের লালবাজার অভিযান। বামেদের লালবাজার অভিযান আটকাতে পুলিশের ব্যারিকেড, গার্ডরেল 

RG Kar News Live Update: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপিও

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে বিজেপিও। বিজেপির ডিসি নর্থের অফিস অভিযান ঘিরে উত্তেজনা। পুলিশ বাধা দিলে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপির। 


 

RG Kar News Update: জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে আর্জি জানিয়ে আজ কী বললেন মুখ্যমন্ত্রী?

'আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সব দাবি মানা হয়েছে। যদি আর কোনও বক্তব্য থাকে, সেটাও শুনতে প্রস্তুত', কাজে যোগ দিতে আর্জি জানিয়ে বললেন মুখ্যমন্ত্রী।

RG Kar News Live Update: সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে কপিল সিব্বল

সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে কপিল সিব্বল। দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির। আমরা কোনও চালান পাইনি, আদালতে জানাল সিবিআই। 'চালান এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ তাতে বোঝা যায় যে দেহের সঙ্গে কী কী পাঠানো হয়েছিল', এই চালান ছাড়া দেহ ময়নাতদন্তের জন্য গ্রহণ করা হবে না, মন্তব্য প্রধান বিচারপতির। এই মুহূর্তে আমার কাছে যা তথ্য আছে তাতে ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছেন তা ছাড়া কিছু নেই, জানালেন কপিল সিব্বল। চালান ছাড়া কীভাবে ময়নাতদন্ত হল? প্রশ্ন প্রধান বিচারপতির। হাইকোর্টে যে কেস ডায়েরি দেওয়া হয়েছিল সেখানে চালান ছিল, সওয়াল রাজ্যের।

RG Kar News Live Update: পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন: মমতা

'রাস্তা আটকালে সবার অসুবিধা হয়। মাইক বাজালে বয়স্কদের অসুবিধা হয়। পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। কথা বলতে চাইলে জানানো হোক', আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর। কারও বিরুদ্ধে কেস দিইনি বলে সেটাকে দুর্বলতা ভাববেন না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 'পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন', বললেন মুখ্যমন্ত্রী।

RG Kar News Live Update: প্রমাণ দিতে হবে কোথায় টাকা দেওয়ার কথা বলা হয়েছে: মমতা

'আর জি কর কাণ্ড নিয়ে কুৎসা চলছে। পরিবারকে কোনও টাকা দেওয়ার কথা বলা হয়নি। মেয়ের স্মৃতিতে ভাল কাজ করতে হলে বলবেন, এই কথা বলা হয়েছিল। প্রমাণ দিতে হবে কোথায় টাকা দেওয়ার কথা বলা হয়েছে', বললেন মমতা।

RG Kar News Live Update: নির্যাতিতার পরিবারের দাবিকেই চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

নির্যাতিতার পরিবারের দাবিকেই চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। 

RG Kar News Live Update: নির্যাতিতার পরিবারের দাবিকেই চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

নির্যাতিতার পরিবারের দাবিকেই চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। 

RG Kar News Update: পরিবারকে টাকা দেওয়ার কথা বলা হয়নি: মুখ্য়মন্ত্রী

পরিবারকে টাকা দেওয়ার কথা বলা হয়নি: মুখ্য়মন্ত্রী 

RG Kar News Live Update: প্রধান বিচারপতির মন্তব্য 'আশা করব চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্য পদক্ষেপ করবে'

জুনিয়র ডাক্তারদের আইনজীবীর দাবি ছিল নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। সেই প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য 'আশা করব চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্য পদক্ষেপ করবে।'

RG Kar News Update: কাল বিকাল ৫ টার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিলে, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য: CJI

কাল বিকাল ৫ টার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিলে, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য: CJI

RG Kar News Update: কাল বিকাল ৫ টার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিলে, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য: CJI

কাল বিকাল ৫ টার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিলে, তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য: CJI

RG Kar News Live Update: 'আশা করব চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্য পদক্ষেপ করবে, মন্তব্য প্রধান বিচারপতির

আন্দোলনকারী চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে, সওয়াল চিকিৎসকদের আইনজীবীর। 'আশা করব চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্য পদক্ষেপ করবে, মন্তব্য প্রধান বিচারপতির

RG Kar News Update: 'মহিলা CISF আধিকারিকদের সাহায্য করছে না রাজ্য, দেড় ঘণ্টা দূর থেকে তাঁদের আসতে হচ্ছে', সওয়াল কেন্দ্রের

'মহিলা CISF আধিকারিকদের সাহায্য করছে না রাজ্য, দেড় ঘণ্টা দূর থেকে তাঁদের আসতে হচ্ছে', সওয়াল কেন্দ্রের। যা চেয়েছে সব দেওয়া হয়েছে, জানাল রাজ্য।

RG Kar News Live Update: পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে প্রশ্ন। চলছে সওয়াল-জবাব

পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে প্রশ্ন। চলছে সওয়াল-জবাব

RG Kar News Update: আগামী মঙ্গলবার নতুন স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে

নতুন করে স্টেটাস রিপোর্ট পরবর্তী শুনানিতে। আগামী মঙ্গলবার নতুন স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআইকে।

RG Kar News Live Update: গোটা দিনের সিসিটিভি ফুটেজ আছে কী? প্রশ্ন প্রধান বিচারপতির

গোটা দিনের সিসিটিভি ফুটেজ আছে কী? প্রশ্ন প্রধান বিচারপতির
'রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত তথ্যপ্রমাণ সংগ্রহের ফুটেজ কি দেওয়া হয়েছে?'
'কলকাতা পুলিশ কি সিবিআইকে দিয়েছে, রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির
তথ্যপ্রমাণ সংগ্রহের ২৭ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে, দাবি এসজি-র

RG Kar News Update: ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের

ওই দিনের পুরো সময়ের সিসিটিভি ফুটেজ সিবিআইকে দেওয়া হয়েছে কিনা সেই প্রশ্ন তোলা হয়। সলিসিটর জেনারেল জানান ,তাঁরা পেয়েছেন। কিন্তু রিকনস্ট্রাক্ট করতে হবে।

RG Kar Supreme Court Hearing: দুপুর ২.৫৫ মিনিটে জেনারেল ডায়েরি ইস্যু হয়, আদালতে জানালেন কপিল সিব্বল

দুপুর ২.৫৫ মিনিটে জেনারেল ডায়েরি ইস্যু হয়, আদালতে জানালেন কপিল সিব্বল।

RG Kar News Update: কখন মৃত্যু হয়েছিল মহিলা চিকিৎসকের? কখন মৃত্যুর ঘটনা নথিবদ্ধ হয়েছিল? জানতে চাইল সুপ্রিম কোর্ট

কখন মৃত্যু হয়েছিল মহিলা চিকিৎসকের? কখন মৃত্যুর ঘটনা নথিবদ্ধ হয়েছিল? জানতে চাইল সুপ্রিম কোর্ট। সিবল জানালেন, দুপুর ১টা বেজে ৪৭ মিনিটে ওই মহিলা চিকিৎসকের মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়।

RG Ka Supreme Court Hearing: সিবিআই-এর তদন্তের রিপোর্ট দেখছেন বিচারপতিরা

সিবিআই-এর তদন্তের রিপোর্ট দেখছেন বিচারপতিরা। হাসপাতাল থেকে তৎকালীন অধ্যক্ষর (সন্দীপ ঘোষের) বাড়ির দূরত্ব কত? প্রশ্ন প্রধান বিচারপতির। ১৫ থেকে ২০ মিনিট, জানাল সিবিআই।

RG Kar News Update: ২৩ জন ব্যক্তি মারা গিয়েছেন আন্দোলনের কারণে, উল্লেখ রাজ্যের রিপোর্টে

রাজ্য স্বাস্থ্য দফতর রিপোর্ট জমা দিয়েছে। ২৩ জন ব্যক্তি মারা গিয়েছেন আন্দোলনের কারণে, উল্লেখ রিপোর্টে। রাজ্য যে রিপোর্ট দিয়েছে সেটা ফাইল করা হয়নি, তাই আমরা কপি পাইনি, তুষার মেহতা।

RG Kar Case Live Update: আরজি কর মামলায় স্টেটাস রিপোর্ট জমা দিল রাজ্য

আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি শুরু। এই মামলায় স্টেটাস রিপোর্ট জমা দিল রাজ্য। রাজ্য স্বাস্থ্য দফতর রিপোর্ট জমা দিয়েছে।

RG Kar News Update: গত ২২ অগাস্ট আরজি কর-মামলায় রাজ্য সরকার ও কলকাতা পুলিশকে তুলোধোনা করেছিল সুপ্রিম কোর্ট

গত ২২ অগাস্ট আর জি কর-মামলায় রাজ্য সরকার ও কলকাতা পুলিশকে তুলোধোনা করেছিল সুপ্রিম কোর্ট। FIR দায়েরের আগে কী করে ময়নাতদন্ত হল? সকাল সাড়ে ১০টায় অভিযোগ নথিভুক্ত করা হয়, সন্ধে সাড়ে ৬টা-সাড়ে ৭টা পর্যন্ত ময়নাতদন্ত, এরপর রাত সাড়ে ১১টায় কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হল? অপরাধের জায়গা সুরক্ষিত করতেই বা এত দেরি হল কেন। এতক্ষণ ধরে কী হচ্ছিল? সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ে টালা থানার ভূমিকাও। বিচারপতি জে বি পারদিওয়ালা মন্তব্য করেন, রাজ্য সরকার যেভাবে এই মামলায় যা করেছে তা তিনি তাঁর দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে কখনও দেখেননি। আর জি কর হাসপাতালের নন-মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট সুপারের আচরণ সন্দেহজনক বলেও মন্তব্য করেন বিচারপতি পারদিওয়ালা। টাইমলাইন নিয়ে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলের সাফাই গ্রহণযোগ্য নয় বলে সেদিন জানান বিচারপতি।

RG Kar Case Live Update: পুজো অনুদান না নেওয়ার কথা জানাল আরও দুটি ক্লাব

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। পুজো অনুদান না নেওয়ার কথা জানাল আরও দুটি ক্লাব। অনুদান নয়, বিচার চাই। চিকিৎসক খুনের ঘটনায় সোচ্চার ক্লাব কর্তৃপক্ষ। 

RG Kar News Update: তিন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ

আর জি কর-কাণ্ডে প্রতিবাদের সুনামির মধ্যেই, জুনিয়র ডাক্তার ও ইন্টার্নদের হুমকি, শাসানি দেওয়ার অভিযোগে তিন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ। বউবাজার থানা সূত্রে খবর, বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে এবং রণজিৎ সাহার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। 

RG Kar Case Live Update: রবিবাসরীয় রাজপথে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ

রবিবাসরীয় রাজপথে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। এন আর এস হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চিকিৎসক, স্বাস্থ্য়কর্মীদের। গড়িয়াহাট থেকে রাসবিহারী পথে নামলেন ৫২-টি স্কুলের প্রাক্তনীরা। এই ২ মিছিলেই সামিল হন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। কুমোরটুলিতে প্রতিবাদে সামিল হন শিল্পীরা। হেদুয়ায় বিচার চেয়ে মিছিল করলেন রিকশ চালকরা। 

RG Kar News Update: সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির আগেই ফের রাত দখল

সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির আগেই ফের রাত দখল। কলকাতা থেকে জেলা। চিকিৎসককে ধর্ষণ-খুনের বিচারের দাবিতে রাজপথে জনগণের গর্জন। গান-কবিতা, পথনাটিকা, রং-তুলি, মোমবাতি-মশাল জ্বেলে হল প্রতিবাদ। রাজপথ হয়ে উঠল ক্য়ানভাস। শহর থেকে শহরতলি ও জেলায় জেলায় প্রতিবাদে সামিল হলেন বিদ্বজ্জন থেকে সাধারণ মানুষ। 

RG Kar Case Live Update: পুজো অনুদান না নেওয়ার কথা জানাল আরও দুটি ক্লাব

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। পুজো অনুদান না নেওয়ার কথা জানাল আরও দুটি ক্লাব। অনুদান নয়, বিচার চাই। চিকিৎসক খুনের ঘটনায় সরব ক্লাব কর্তৃপক্ষ। 

RG Kar News Update: নৈহাটিতে আরজি করকাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ

নৈহাটিতে আরজি করকাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ। মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে হামলার অভিযোগ। মিছিলে বাধা, মারধর, মাইকের তার ছিড়ে দেওয়ার অভিযোগ।

RG Kar News Update: আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে ক্রমশ চড়ছে আন্দোলনের সুর

আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে ক্রমশ চড়ছে আন্দোলনের সুর। এই পরিস্থিতিতে আজ সুপ্রিমকোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি রয়েছে। আজ মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্যদিকে, ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে কলেজে হামলার ঘটনায় রিপোর্ট দেবে কলকাতা পুলিশ। এই পরিস্থিতিতে বিচারের আশায় দিন গুনছেন নির্যাতিতার বাবা-মা। 

প্রেক্ষাপট

শিলিগুড়িতে ভোর দখল। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে রাত থেকে ভোর পর্যন্ত রাস্তায় মানুষ। মোমবাতির আলোয়, রঙে-রেখায় গানে-স্লোগানে চলল প্রতিবাদ। 


আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ক্রমশ চড়ছে আন্দোলনের সুর। এই পরিস্থিতিতে আজ সুপ্রিমকোর্টে ধর্ষণ-খুন মামলার শুনানি রয়েছে। আজ মুখবন্ধ খামে তদন্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। অন্যদিকে, ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে কলেজে হামলার ঘটনায় রিপোর্ট দেবে কলকাতা পুলিশ। এই পরিস্থিতিতে বিচারের আশায় দিন গুনছেন নির্যাতিতার বাবা-মা। 


ফের তৃণমূলের নিশানায় আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামা আন্দোলনকারীরা। বিরোধীদের চামড়া গুটিয়ে দেওয়া থেকে শুরু করে আন্দোলনকারীদের সিপিএম-বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দিলেন মালদার দুই তৃণমূল নেতা। পাল্টা সুর চড়িয়েছেন বিরোধীরাও। 


নৈহাটিতে আর জি করকাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ। মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে হামলার অভিযোগ। মিছিলে বাধা, মারধর, মাইকের তার ছিড়ে দেওয়ার অভিযোগ।


আর জি কর-কাণ্ড ও দুর্নীতির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি দিয়ে তৃণমূল সাংসদের পদ ও রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করলেন জহর সরকার। গোটা ঘটনায় সরকারের পদক্ষেপ এবং দলের আচরণই যে তাঁর ইস্তফার কারণ,  তৃণমূলনেত্রীকে চিঠি দিয়ে সেকথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কেন্দ্র ও রাজ্যে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো প্রাক্তন এই IAS. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.