RG Kar Protest Live : কাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে ‘ধর্ষণের হুমকি’
Kolkata RG Kar Case Live Updates : রবিবার সন্দীপ ঘোষের বাড়ি সহ মোট ১৫ টি জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে ঘণ্টার পর ঘণ্টা চলে ম্যারাথন জেরা।
আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে কাল 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানের অনুমতি দিল না পুলিশ। যদিও নিজেদের কর্মসূচিতে অনড় সংগঠন। সদস্যদের দাবি, কাল কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল। অন্যদিকে, কাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চও। সেই কর্মসূচিরও অনুমতিও দেওয়া হয়নি পুলিশের তরফে।
কাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। একে একে কলকাতার বেসরকারি স্কুলগুলির ক্লাস বন্ধের নোটিস। কাল বন্ধ থাকবে সেন্ট জেমস্, ক্লাস হবে শনিবার। কাল পরীক্ষা বন্ধ ডিপিএস রুবি পার্কে, বন্ধ থাকবে ক্লাসও। গোখেল মেমোরিয়ালে পরীক্ষা স্থগিত। ডন বস্কো পার্ক সার্কাসে ক্লাস নয়, বন্ধ প্র্যাকটিকালও। ক্যালকাটা বয়েজে পরীক্ষা স্থগিত, ক্লাস অনলাইনে। ক্যালকাটা গার্লসে ক্লাস বন্ধ। দুপুর ২.২০ মিনিটের বদলে ১২.৩০ মিনিটে ছুটি লা মার্টিনিয়ারে। মহাদেবী বিড়লায় ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস বন্ধ। মহাদেবী বিড়লায় ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে ষষ্ঠ থেকে দ্বাদশ বেলা ১২ ছুটি। জি ডি বিড়লায় অনলাইনে ক্লাস। সুশীলা বিড়লা গার্লস স্কুলে পরীক্ষা স্থগিত, পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত পরীক্ষা স্থগিত, চতুর্থ শ্রেণি পর্যন্ত ক্লাস অনলাইনে। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত, দাবি স্কুল কর্তৃপক্ষের।
আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে অভিযানের আগেই নবান্নের সামনে তুলকালাম। নবান্নের গেটের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা জড়ো হতেই হাজির হল পুলিশ। অভিযোগ, প্রতিবাদের জন্য জায়গা দেখতে আসতেই নাকি ধাক্কা দিয়ে বের করে দেয় পুলিশ।
আর জি কর-কাণ্ডে সিবিআইকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিঠি। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের দাবি । 'চিকিৎসক ধর্ষণ-খুনের প্রমাণ লোপাটের মূল চক্রী মমতা বন্দ্যোপাধ্যায়'। মুখ্যমন্ত্রীর জিজ্ঞাসাবাদ চেয়ে সিবিআই-অধিকর্তাকে বিজেপি সাংসদের চিঠি।
আর জি কর-কাণ্ডের আবহেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা মেয়েকে ‘ধর্ষণের হুমকি’, ১০ কোটি টাকার পুরস্কার ঘোষণার অভিযোগ উঠল। সোশাল মিডিয়ায় ভিডিও দেখে তৎপর রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। স্বতঃপ্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে তারা। এই ঘটনায় পকসো আইন, জুভেনাইল জাস্টিস অ্যাক্টে মামলা রুজু করার জন্য পুলিশকে বলা হয়েছে। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, এর ফলে সমাজে ভয়ঙ্কর বার্তা যাবে। এটা শুধু একজন নয়, সমস্ত নাবালিকার নিরাপত্তার প্রশ্ন।
এই ঘটনায় সোশাল মিডিয়ায় বিজেপিকে নিশানা করে সরব হয়েছে তৃণমূলও।
আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে আজ কলকাতা মেডিক্যাল কলেজে আজ গণ কনভেশনের আয়োজন করা হয়েছিল। আর সেই কনভেনশনেই উপস্থিত ছিলেন অভিনেতা জিতু কমল থেকে শুরু করে অভিনেত্রী সোহিনী সরকার, কিঞ্জল নন্দ ও একাধিক অভিনেতা অভিনেত্রীরা। আর সেই কনভেনশনেই বক্তব্য রাখতে গিয়ে সোহিনীর কথায় বারে বারে উঠে এল প্রতিবাদের কথা, আরজি করের আন্দোলনরত চিকিৎসকদের কথা, নিজের কথাও।
আরজি করে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের (RG Kar News) প্রতিবাদে আজ কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) গণ কনভেশনের আয়োজন করা হয়। সেখানেই ফের এই ঘটনা নিয়ে মুখ খুলল টলিপাড়া। উপস্থিত ছিলেন অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)। রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন 'অপরাজিত' অভিনেতা।
কালের নবান্ন অভিযান ঘিরে সতর্ক প্রশাসন। কলকাতার বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ভোর চারটে থেকে রাত ১০টা পর্যন্ত কোন কোন রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু
এবং র্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড ও রিমাউন্ট রোড। এ ছাড়াও, আগামীকাল পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি থাকছে জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, মেয়ো রোড, আউট্রাম রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড ও এজেসি বোস রোডে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কলকাতা পুলিশ।
কালের নবান্ন অভিযান ঘিরে সতর্ক প্রশাসন। কলকাতার বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ভোর চারটে থেকে রাত ১০টা পর্যন্ত কোন কোন রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু
এবং র্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার
রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড ও রিমাউন্ট রোড।
আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। আজ একটি সাংবাদিক সম্মেলন করে ছাত্রদের তরফ থেকে জানানো হয়, এই আন্দোলনের কোনও রাজনৈতিক রং নেই। বারে বারেই আবেদন করা হয় এই আন্দোলনকে শান্তিপূর্ণ রাখতে ও ছাত্রসমাজের বাইরে কোনও রাজনৈতিক দলকেই এই আন্দোলনে যোগদান না করতে। বাংলায় যে পরিস্থিতি আছে, সেখানে গণ আন্দোলন গুরুত্বপূর্ণ, এই বার্তাও দেওয়া হয় আজ। কী হতে চলেছে আগামীকাল নবান্ন অভিযানের রূপরেখা? এই সাংবাদিক সম্মেলন থেকেই তা আজ স্পষ্ট করে দেওয়া হল।
ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার, ১৫দিনে শুনানি শেষের সওয়াল করে মমতার চিঠি । নারী নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে পাল্টা চিঠি কেন্দ্রের । কেন্দ্রের চিঠিতে ভারতীয় ন্যায় সংহিতায় কঠোর আইনের উল্লেখ।
কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে ১২৩টি ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের বরাদ্দ। ২০১৯-এ বরাদ্দ, কিন্তু রাজ্যে কার্যকর হয়নি ২০২৩-এর মধ্য জুনেও। ১২৩টি ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে ২০টি বিশেষ পকসো আদালত। ৪৮ হাজার ৬০০ মামলা জমে থাকা সত্ত্বেও ১১টি বিশেষ কোর্ট চালুই করেনি রাজ্য।
আর জি কর-কাণ্ডের মধ্যেই নারী সুরক্ষায় মোদিকে চিঠি মমতার, জবাব কেন্দ্রের। প্রধানমন্ত্রীকে চিঠির পাল্টা মুখ্যমন্ত্রীকে চিঠি নারী শিশু কল্যাণ মন্ত্রকের। বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে গড়িমসির অভিযোগে রাজ্যকে পত্রাঘাত কেন্দ্রের। বরাদ্দ সত্ত্বেও ধর্ষণ-পকসো মামলায় বিশেষ কোর্ট চালু নিয়ে গড়িমসির অভিযোগ।
কালের নবান্ন অভিযান ঘিরে সতর্ক প্রশাসন। কলকাতার বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ভোর চারটে থেকে রাত ১০টা পর্যন্ত কোন কোন রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু এবং র্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড ও রিমাউন্ট রোড। এ ছাড়াও, আগামীকাল পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি থাকছে জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, মেয়ো রোড, আউট্রাম রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড ও এজেসি বোস রোডে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কলকাতা পুলিশ।
তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ১৮ দিন পর সেমিনার হলের ভিডিও ভাইরাল। পুলিশের সামনেই থিকথিক করছে ভিড়। ঘটনাস্থলে কেন সুরক্ষিত ছিল না, উঠছে প্রশ্ন।
আর জি করকাণ্ডের প্রতিবাদে কাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান। তুঙ্গে পুলিশি-তৎপরতা। নবান্ন যাওয়ার পথে সবকটি রাস্তায় করা হয়েছে ব্যারিকেড।
নবান্ন অভিযানের নামে অশান্তি ছক। ভিডিও প্রকাশ করে দাবি তৃণমূলের। এবার তৃণমূলের প্রকাশ করা ভিডিও-র সূত্রে ২ বিজেপি নেতাকে থানায় নিয়ে গেল পুলিশ।
খড়ার পুরসভার বিজেপি কাউন্সিলর সহ ২ নেতাকে নিয়ে গেল ঘাটাল থানায় পুলিশ।
'সেমিনার হল তো সাউন্ডপ্রুফ নয়, কেউ নির্যাতিতার চিৎকার শুনলেন না? সেমিনার হলের পাশেই নার্সদের রুম, তাঁরা কেউ কিছু দেখলেন না? একার পক্ষে কি তরুণী চিকিৎসককে খুন করা সম্ভব ছিল?' সেমিনার হলের ভিডিও ভাইরাল হওয়ার পরেই তোপ বিজেপি নেতৃত্বের।
তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ১৮ দিন পর সেমিনার হলের ভিডিও ভাইরাল। চিকিৎসকের দেহ উদ্ধারের পরমুহূর্তের ভিডিও ভাইরাল। পুলিশের সামনেই সেমিনার হলে থিকথিক করছে ভিড়। ঘটনাস্থলে রয়েছেন হাসপাতালের একাধিক কর্তা। ঘটনাস্থল কেন সুরক্ষিত ছিল না, উঠছে প্রশ্ন।
'কালকের নবান্ন অভিযান করার জন্য কোনও সংগঠন অনুমতি চায়নি। নবান্ন চত্বরে কর্মসূচি করতে গেলে পুলিশের অনুমতি প্রয়োজন। অনুমতি না নেওয়ার কারণে এই কর্মসূচি বেআইনি', মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে জানিয়েছে পুলিশ।
আগামীকালের নবান্ন অভিযান ঘিরে সতর্ক প্রশাসন। কলকাতার বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি করল কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল ভোর চারটে থেকে রাত ১০টা পর্যন্ত কোন কোন রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু এবং র্যাম্প, খিদিরপুর রোড, তারাতলা রোড, ডায়মন্ড হারবার
রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড ও রিমাউন্ট রোড। এ ছাড়াও, আগামীকাল পণ্যবাহী যান চলাচলে বিধিনিষেধ জারি থাকছে জওহরলাল নেহরু রোড, রানি রাসমণি অ্যাভিনিউ, রেড রোড, মেয়ো রোড, আউট্রাম রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, কুইন্স ওয়ে, ক্যাথিড্রাল রোড ও এজেসি বোস রোডে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কলকাতা পুলিশ।
আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়ম-মামলায় আজ ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি দেবাশিস সোম। গতকাল আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে ৯ ঘণ্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।
আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়ম-মামলায় আজ ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি দেবাশিস সোম। গতকাল আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে ৯ ঘণ্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।
আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়ম-মামলায় আজ ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি দেবাশিস সোম। গতকাল আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে ৯ ঘণ্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।
তথ্য যাচাইয়ে সিজিও কমপ্লেক্সে এলেন আর জি কর মেডিক্যালের বর্তমান সুপার সপ্তর্ষি চট্টোপাধ্য়ায়ও। গতকাল আর জি কর মেডিক্যালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠর ঘরে তল্লাশি চালায় সিবিআই।
তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ১৮ দিন পর সেমিনার হলের ভিডিও ভাইরাল। চিকিৎসকের দেহ উদ্ধারের পরমুহূর্তের ভিডিও ভাইরাল। পুলিশের সামনেই সেমিনার হলে থিকথিক করছে ভিড়। ঘটনাস্থলে রয়েছেন হাসপাতালের একাধিক কর্তা। ঘটনাস্থল কেন সুরক্ষিত ছিল না, উঠছে প্রশ্ন
ছাত্র সমাজের ব্যানারে ডাকা নবান্ন অভিযানকে অবৈধ, বেআইনি বলে আক্রমণ তৃণমূলের। 'বেআইনি, অবৈধ ভাবে কালকের নবান্ন অভিযান ডাকা হয়েছে, সোশাল মিডিয়ায় লোক খেপিয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে, এই নবান্ন অভিযানের পিছনে রয়েছে বিজেপি, আরএসএস, সিপিএম'। অভিযোগ কুণাল ঘোষের
আর জি কর কাণ্ডের প্রতিবাদ। পড়ুয়াদের রাজনৈতিক মিছিলে যেতে 'না' রাজ্যের। একাধিক স্কুলকে শোকজ। প্রতিবাদে রাস্তায় নামলেন প্রধান শিক্ষকরা। কলেজ স্ট্রিটে প্রধান শিক্ষকদের বিক্ষোভ
গতকাল বাড়িতে ম্যারাথন তল্লাশির পর আজ ফের সিজিও-তে সন্দীপ ঘোষ। হাসপাতালে আর্থিক দুর্নীতির শিকড়ের খোঁজে আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে ফের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।
ফের সিবিআইয়ের মুখোমুখি সন্দীপ ঘোষ, দেবাশিস সোম, সঞ্জয় বশিষ্ঠ
সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ
অন্যদিকে নিজাম প্যালেসে আর জি করের ফরেন্সিক মেডিসিন ডেমনস্ট্রেটর দেবাশিস সোম
আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়ম-মামলায় আজ ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি দেবাশিস সোম। গতকাল আর জি কর মেডিক্যালের ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে ৯ ঘণ্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এরপর দেবাশিসকে নিজাম প্যালেসে ডেকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগে উঠে এসেছে দেবাশিস সোমের নাম। হাসপাতালে নানা রকম আর্থিক অনিয়মে তিনি জড়িত ছিলেন অভিযোগ করেন প্রাক্তন ডেপুটি সুপার।
বজবজের নোদাখালিতে গৃহবধূর রহস্যমৃত্যু। পুলিশের হাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার স্বামী-সহ ৩।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে বঙ্গরত্ন ফেরাচ্ছেন, জানালেন আলিপুরদুয়ারের বাসিন্দা সাহিত্যিক পরিমল দে। রাজ্য সরকারের অনুদান প্রত্যাখ্যান করল হুগলির আরও একটি পুজো কমিটি। প্রতিবাদে প্রত্যাখ্যানের রাস্তায় হেঁটেছে মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনার ২টি ক্লাবও। ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
আর জি কর মেডিক্যালে বায়ো মেডিক্যাল বর্জ্য থেকে কোভিড ফান্ডে দুর্নীতির অভিযোগ। ৯ দিন সিজিও-তে প্রশ্নবাণের পর সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।
বেলদায় বেপরোয়া গাড়ির ধাক্কায় ৩ বাইক আরোহীর মৃত্যু। গুরুতর আহত আরও এক বাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুরের একটি নার্সিংহোমে। গতকাল রাত পৌনে ১২টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে । কাটআউট দিয়ে টার্ন নেওয়ার সময় দুটি বাইককে ধাক্কা ওড়িশাগামী গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। গাড়ি আটক হলেও, চালক-সহ আরোহীরা পলাতক
আর জি কর দুর্নীতিকাণ্ডে একসঙ্গে ১৫ জায়গায় CBI রেইড, মিলল কি সূত্র? ৯দিন CGO-র পর এবার বাড়িতেও জেরা, সন্দীপকে নিয়ে এবার কী পদক্ষেপ?
জেলে গিয়ে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট CBI-এর, খুলবে ধর্ষণ-খুনের রহস্যের জট? ‘দোষীদের আড়াল করছে স্বাস্থ্যভবনই’, অভিযোগ জুনিয়র ডাক্তারদের, চলবে কর্মবিরতি।
প্রেক্ষাপট
কলকাতা : আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের তদন্তের পাশাপাশি, শুক্রবার হাইকোর্টের নির্দেশে হাসপাতালে দুর্নীতির তদন্তও গেছে সিবিআইয়ের হাতে। আর দায়িত্বভার হাতে নিয়েই একেবারে সাঁড়াশি আক্রমণে নেমে পড়েছে সিবিআই। রবিবার সন্দীপ ঘোষের বাড়ি সহ মোট ১৫ টি জায়গায় ম্যারাথন তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলে ঘণ্টার পর ঘণ্টা চলে ম্যারাথন জেরা।
রবিবার প্রেসিডেন্সি জেলে গিয়ে আর জি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। এদিকে, আর জি কর-কাণ্ডের তদন্তে রাজ্য় সরকার গঠিত সিটের সদস্য় এবং বেশ কয়েক জন পুলিশ আধিকারিক সিজিওতে যান। আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন এমএসভিপি বুলবুল মুখোপাধ্য়ায়কেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
অন্যদিকে, ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে চড়ছে রাজনীতির পারদ। অরাজকতা তৈরির চেষ্টা করছে বিজেপি, সিপিএম, কংগ্রেস। আক্রমণ শানিয়েছে তৃণমূল। এই কর্মসূচি অরাজনৈতিক বলে পাল্টা দাবি করেছেন ছাত্র সমাজের সদস্যরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -