প্রকাশ সিংহা, কলকাতা : চাঞ্চল্যকর ! আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির তদন্তে নেমে এবার সন্দীপ ঘোষের আত্মীয়র বাড়ি থেকে যা মিলল, তাতে চোখ কপালে উঠছে তদন্তকারীদের। ধৃত সন্দীপ ঘোষের আত্মীয়ের ফ্ল্যাট থেকে মিলল মেডিক্যাল পরীক্ষার উত্তরপত্রের কপি। সেই সঙ্গে মিলেছে আরজি করের টেন্ডার - সংক্রান্ত বেশ কিছু নথি। বিমানবন্দর এলাকায় সন্দীপ ঘোষের আত্মীয়ের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। আর তাতেই মিলল চাঞ্চল্যকর নানা নথি।
ইডি তল্লাশিতে উদ্ধার হয়েছে আর জি কর মেডিক্যালের পরীক্ষার উত্তরপত্রের কপি। একাধিক টেন্ডারের কপিও উদ্ধার করেছেন ইডি তদন্তকারীরা। সেই সঙ্গে ওই আত্মীয়র ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সন্দীপের একাধিক জমি, বাড়ির দলিল। দুর্নীতির নথি খুঁজতে গিয়ে হদিশ মিলেছে প্রচুর পরিমাণে উত্তরপত্রের। সন্দীপ ঘোষের আত্মীয়র বাড়ি থেকে ২০০ পাতার উত্তরপত্র উদ্ধার করেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উত্তরপত্রের কপি নিয়ে আর্থিক লেনদেন হয়েছিল কি না, এই প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের। উত্তরপত্র ছাড়াও প্রচুর পরিমাণে টেন্ডারের কপি, দলিল, সম্পত্তির কাগজপত্রও উদ্ধার হয়। সন্দীপ ঘোষের ৯ থেকে ১০টি সম্পত্তির নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
গত শুক্রবারের পর এবার বৃহস্পতিবারও আর জি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির তদন্তে ফের অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্দীপ ঘোষের বাড়ি-সহ ৩ জায়গায় হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। চিনার পার্কে 'ঘোষ ভিলা' নামে বাড়িতেই থাকতেন আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের মা-বাবা। মাঝেমধ্যে আসতেন সন্দীপও। কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মাস খানেক ধরে তাঁর মা-বাবা এখানে থাকছিলেন না। ফলে তালাবন্ধ ছিল মূল দরজা। কেয়ারটেকারের থেকে চাবি নিয়ে মেন গেট খোলা হয়। কিন্তু পরের দরজার চাবি পাওয়া যায়নি। এরপরই ডাকা হয় চাবিওয়ালাকে। ED সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে পৌঁছনোর পর প্রতিবেশীদের মুখে শোনা যায় we want justice স্লোগান। স্থানীয় সূত্রে দাবি, সন্দীপ ঘোষের মা-বাবা দিল্লি গিয়েছিলেন। ED-র জরুরি তলবে এদিন বিকেলেই বাড়ি আসেন তাঁরা।
আরও পড়ুন, পেট্রোলের দরে বড় বদল, সকালেই গেলে যে দামে পাবেন কলকাতা-সহ জেলায়..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।