RG Kar Live Update: বাড়ছে রাত, তীব্র হচ্ছে প্রতিবাদের ভাষাও
RG Kar Live Blog Update: আর জি কর মেডিক্যালের সেই সেমিনার রুমে ওরা কারা? আর জি কর-কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে পরতে পরতে রহস্য দানা বেঁধেছে! পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে রহস্য
যত রাত বাড়ছে ততই বাড়ছে আন্দোলেনর তীব্রতা। গান ও স্লোগানে আরজি করের চিকিৎসক মৃত্যুর বিচার চাইছে নাগরিক সমাজ। একে একে কলকাতার প্রাণকেন্দ্রে বাড়ছে মানুষের সংখ্যাও।
দিন বদলের ডাকে রাত জাগছে ধর্মতলা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাতভর চলছে আন্দোলন। নাগরিক সমাজের মিছিলের শেষে ধর্না চলছে ধর্মতলায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয় যাতে রাস্তার ওপর দাঁড়িয়ে ঘুষ নিতে দেখা যায় পুলিশকে। ছবিটি ফেক বলে দাবি করে অস্বস্তিতে পড়েছে কলকাতা পুলিশ।
ধর্মতলার ধর্না মঞ্চে মহিলাদের সঙ্গে অভব্যতার জের, মত্ত যুবককে গ্রেফতার করল পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ধারায় গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক তাপস পালকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা যাবে।
মত্ত অবস্থায় এসে ধর্মতলায় অবস্থানে থাকা মহিলাদের হেনস্থা করার অভিযোগ। মত্ত যুবককে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
"১০টা ১০ মিনিটে পুলিশ রিপোর্ট আর দুপুর পৌনে ১টায় মৃত ঘোষণা কীভাবে?" প্রশ্ন তুললেন আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাপস প্রামাণিক।
আরজি কাণ্ডের প্রতিবাদে রাজপথে প্রতিবাদের ঢেউ। গানে-স্লোগানে মুখরিত কলকাতা।
আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল ডাঃ সুদীপ্ত রায়কে। প্রাক্তনী ছাত্র সংসদ থেকে সরানো হল ১০ জন চিকিৎসককেও।
আরজি কাণ্ডের প্রতিবাদে গোলপার্কে ভোর ৪টে পর্যন্ত ধর্নার অবস্থার সিদ্ধান্ত শিল্পীদের।
আরজি কর কাণ্ডে প্রতিবাদ করার জন্য এবার বিরোধীদের কুকুর বলে অভিহিত করলেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ অরূপ চক্রবর্তী।
RG কর কাণ্ডে প্রতিবাদে হাজরায় মানববন্ধন বিক্ষোভকারীদের। অন্যদিকে আন্দোলন রুখতে বিরোধীদের ঠ্যাং ভাঙার হুমকি তৃণমূল বিধায়কের।
RG কর কাণ্ডে প্রতিবাদ রোখার ডাক ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের। তাঁর মন্তব্যের অডিও ভাইরাল হয়েছে।
উত্তর থেকে দক্ষিণ, রবিবারেও রাজপথে মিছিল বিভিন্ন ক্ষেত্রের মানুষদের। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল সেলিব্রিটিদের।
প্রশাসন এমন কাজ করবে কেন, যে পরিস্থিতি সামলাতে 'বিচার চাই' কর্মসূচি নিতে হবে শাসক দলকে? আর জি কর-কাণ্ডের মধ্যে ফের বিস্ফোরক কুণাল। হঠাৎ জাগ্রত বহুরূপীর বিবেক, খোঁচা সজলের।
কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের। আর জি করের বিচার চেয়ে তীব্র হচ্ছে প্রতিবাদ। ফের পথে শিল্পীরা।
কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের। আর জি করের বিচার চেয়ে তীব্র হচ্ছে প্রতিবাদ। ফের পথে শিল্পীরা।
আরজি কর কাণ্ডে জোরালো হচ্ছে প্রতিবাদ। উত্তর থেকে দক্ষিণ, রবিবারের শহরে দফায় দফায় মিছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে পথে শিল্পীরা
দেশ জুড়ে দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। রবিবার থেকে দেশের সর্বত্র দাম বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়াল তেল সংস্থাগুলি। রাজধানী দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাসের ১০ কেজি সিলিন্ডারের দাম একধাক্কায় ৩৯ টাকা বেড়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এই মুহূর্তে সেখানে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম পড়ছে ১ হাজার ৬৯১ টাকা ৫০ পয়সা, আগে যা ১ হাজার ৬৫২ টাকা ৫ পয়সা ছিল। (Commercial LPG Price Hike)
এর আগে জুলাই মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৩০ টাকা কমানো হয়েছিল। জুন মাসে ৬৯ টাক ৫ পয়সা এবং মে মাসে ১৯ টাকা কমানো হয়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এবার একধাক্কায় ৩৯ টাকা দাম বাড়ানো হল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মতো সংস্থা প্রতি মাসের প্রথম দিন রান্নার গ্যাসের দামে রদবদল ঘটায়। (LPG Price Hike)
এবিপি আনন্দর 'যুক্তি তক্কো' অনুষ্ঠানে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Dr. Kakoli Ghosh Dastidar) মন্তব্য় নিয়ে অভিযোগ। আইএমএ-কে চিঠি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখার। 'যুক্তি তক্কো' অনুষ্ঠানে নিজের মন্তব্য় নিয়ে দুঃখ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ। এক্স হ্য়ান্ডলে তিনি লিখেছেন, 'এবিপি আনন্দর টক শো-তে মন্তব্য়ের জন্য় দুঃখিত এবং আমার মন্তব্য় কারও ভাবাবেগে আঘাত দিয়ে থাকলে তার জন্য় ক্ষমা প্রার্থনা করছি। আমি আমার মন্তব্য় প্রত্য়াহার করছি। আমি বরাবর মহিলাদের অধিকার এবং কল্যাণের পক্ষে থেকেছি এবং ভবিষ্য়তেও থাকব।'
হাওড়া সদর হাসপাতালে এক নাবালিকা রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ল্যাবকর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুকে যন্ত্রণা নিয়ে গত ২৮ অগাস্ট হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় ওই নাবালিকাকে। গতকাল রাতে সিটি স্ক্য়ান হয় তার। অভিযোগ, সিটি স্ক্য়ানের জন্য় ল্য়াবরেটরিতে নিয়ে যাওয়া হলে নাবালিকার শ্লীলতাহানি করে আনন্দ রাজ নামে এক ল্য়াব অ্য়াটেনডেন্ট। ল্য়াব থেকে বেরিয়ে নাবালিকা বাড়ির লোককে সব খুলে বলে। ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
'সেপ্টেম্বরের প্রথম দিনই বাংলায় ৪টি যৌন নির্যাতনের অভিযোগ।' এক্স হ্যান্ডেলে ঠিক এই ভাষাতেই আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন অমিত মালব্য। ইলামবাজার, নদিয়া, মধ্যমগ্রাম ও হাওড়ার ঘটনাকে হাতিয়ার করে আক্রমণ শানালেন তিনি। এরপর চার জায়গার ঘটনার কথা সংক্ষেপে তুলে ধরে মালব্য লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, মহিলাদের জন্য সবথেকে অসুরক্ষিত রাজ্য পশ্চিমবঙ্গ। কঠোর আইন প্রয়োগ এবং ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে ধর্ষণ ও POCSO মামলায় অভিযুক্তদের শাস্তি দেওয়ার ব্যাপারে উনি কিছুই করেননি ।" "চূড়ান্ত ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে অবিলম্বে পদত্যাগ করা উচিত" বলেও দাবি জানান বিজেপির আইটি সেলের প্রধান।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন বেহালা হাইসকুলের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা। আজ সকালে সকুলের সামনে থেকে মিছিল করেন তাঁরা। ডায়মন্ড হারবার রোড, বেহালা থানা হয়ে সকুলের সামনে এসে মিছিল শেষ হয়। ডায়মন্ড হারবার রোডে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করা হয়। মিছিল থেকে জাস্টিস ফর আর জি কর স্লোগান ওঠে। মিছিলে অংশ নেন বিশেষভাবে সক্ষম বেহালা হাইসকুলের এক প্রাক্তনীও।
আর জি কর প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য নিয়ে নালিশ। আইএমএ-কে চিঠি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখার। এবিপি আনন্দ-র 'যুক্তি তক্কো' অনুষ্ঠানে করা তৃণমূল সাংসদের মন্তব্য নিয়ে অভিযোগ । 'কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য রুচিবিরুদ্ধ, অসম্মানজনক ও নিন্দনীয়। এই মন্তব্য মহিলা চিকিৎসকদের যোগ্যতা, কঠিন পরিশ্রম ও তাঁদের পেশার দায়বদ্ধতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়া উচিত কাকলির। আইএমএ থেকে বহিষ্কার করা হোক কাকলি ঘোষ দস্তিদারকে', আইএমএ সভাপতিকে চিঠি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটির রাজ্য শাখার।
আর জি কর মেডিক্য়াল কাণ্ডের ঘটনায় সুবিচারের দাবিতে রাজ্য়-জুড়ে চলছে প্রতিবাদ। শনিবার সেই একই দাবিতে পথে নামলেন বিভিন্ন স্কুলের প্রাক্তনী, শিক্ষক, শিক্ষিকারা। অন্য়দিকে প্রতিবাদ সমাবেশে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন প্রতিবাদীরা।
অসুস্থ হয়ে হাসপাতালে আর জি কর মেডিক্যালের ফরেন্সিক বিভাগের চিকিৎসক। অ্য়াপোলো হাসপাতালে ভর্তি আর জি কর মেডিক্যালের ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সোম। রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন দেবাশিস সোম, রয়েছে কিডনির সমস্যাও। আইসিইউ-তে ভর্তি রয়েছেন আর জি কর মেডিক্যালের ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সোম। রাখা হয়েছে বাইপ্যাপ সাপোর্টে। সেমিনার রুমের ভাইরাল ফুটেজে দেখা গিয়েছিল সন্দীপ ঘোষ-ঘনিষ্ঠ দেবাশিস সোমকে। আর জি কর মেডিক্যালে দুর্নীতির তদন্তে দেবাশিস সোমকে একাধিক বার জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আর জি কর মেডিক্যালের দুর্নীতিতে সন্দীপ-ঘনিষ্ঠ দেবাশিসের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ
এবার বীরভূমের ইলামবাজারে কর্তব্যরত নার্সের 'শ্লীলতাহানি'। রোগীর বিরুদ্ধে শ্লীলতাহানি ও গালিগালাজের অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে ইলামবাজার থানার পুলিশ। নিরাপত্তা না পেলে কাজ বন্ধের হুঁশিয়ারি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের। ঘটনার প্রতিবাদে আজ ইলামবাজারে মিছিলের ডাক
ধর্ষণে ফাঁসি চেয়ে বিল আনছে রাজ্য, সমর্থনের ঘোষণা সুকান্তর। তৃণমূলের মুখোশ খুলতে বিলকে সমর্থন, ঘোষণা সুকান্তর। মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে ধর্ষণে ফাঁসি চেয়ে বিল আনছে রাজ্য
নিউটাউনে ইটভাটা ব্য়বসায়ী খুনে আটক এক। নিহত নাসিরুদ্দিন খানের ব্য়বসায়িক অংশীদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ইটভাটার হিসেব নিয়ে বেশ কিছুদিন ধরেই ব্য়বসায়িক অংশীদারের সঙ্গে তাঁর গন্ডগোল চলছিল। নিহত যুবকের পরিবারের অভিযোগ সেই কারণেই তাঁকে খুন করা হয়েছে।গতকাল রাত ১০টা নাগাদ নিউটাউনের ইকো পার্কে গুলি চলে। স্থানীয় রাম মন্দির এলাকায় দোকানে বসে চা খাচ্ছিলেন ভাঙড়ের বাসিন্দা নাসিরুদ্দিন খান। দুই দুষকৃতী বাইকে করে এসে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে একাধিক বার গুলি করে চম্পট দেয়।
আর জি কর-কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে নতুন রহস্য। চিকিৎসকের মৃত্যুর পর সেমিনার হলের ছবি দেখিয়ে, লাল জামা পরা ব্যক্তিকে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি করেছিল লালবাজার। যদিও IMA-র রাজ্য শাখার তরফে, সোশাল মিডিয়া পোস্ট করে দাবি করা হল, ওই ব্যক্তি SSKMএ-র পড়ুয়া চিকিৎসক।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসক-পড়ুয়াদের বিক্ষোভ চলছে। মুস্তাফিজুর রহমান সহ টিএমসিপির বেশ কয়েকজন সদস্যের কলেজ ক্যাম্পাসে ঢোকা বন্ধের দাবিতে অনড় জুনিয়ার চিকিৎসকরা। সমস্যার সমাধান না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তাঁরা।
আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক খুনের পর, সেমিনার হলে যাঁরা গেছিলেন, তাঁদের মধ্যে একজন ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস। ভাইরাল ছবি দেখে এমনটাই সন্দেহ ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশনের। যদিও সেদিন তিনি আর জি কর মেডিক্য়াল কলেজে গেলেও, সেমিনার হলে যাননি বলে দাবি বর্ধমান মেডিক্যালের সিনিয়র রেসিডেন্ট ডক্টরের বিরূপাক্ষ বিশ্বাসের। পুলিশ অকূস্থলের গোটা ছবি না দেখিয়ে আংশিক কেন দেখাল, এই প্রশ্ন কিন্তু উঠছে নানা মহলে।
আর জি কর-কাণ্ডে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের গ্রেফতারির পর এবার সিঁথিতে প্রতিবাদের কর্মসূচিতে মত্ত অবস্থায় ঢুকে পড়ার অভিযোগ উঠল আরও এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সঞ্জয় রায়ের বিরুদ্ধে যেমন পুলিশের মোটরবাইক নিয়ে ঘোরার অভিযোগ উঠেছিল, এখানেও অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে দেখা গেছে পুলিশ লেখা মোটরবাইক নিয়ে ঘুরতে। এখানেই আন্দোলনকারীদের প্রশ্ন, সিভিক ভলান্টিয়াররা এত সাহস পাচ্ছে কোথা থেকে? এদের মাথার ওপর কার হাত রয়েছে?
প্রেক্ষাপট
কলকাতা: যত রাত বাড়ছে ততই বাড়ছে আন্দোলেনর তীব্রতা। গান ও স্লোগানে আরজি করের চিকিৎসক মৃত্যুর বিচার চাইছে নাগরিক সমাজ। একে একে কলকাতার প্রাণকেন্দ্রে বাড়ছে মানুষের সংখ্যাও।
দিন বদলের ডাকে রাত জাগছে ধর্মতলা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাতভর চলছে আন্দোলন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয় যাতে রাস্তার ওপর দাঁড়িয়ে ঘুষ নিতে দেখা যায় পুলিশকে। ছবিটি ফেক বলে দাবি করে অস্বস্তিতে পড়েছে কলকাতা পুলিশ।
ধর্মতলার ধর্না মঞ্চে মহিলাদের সঙ্গে অভব্যতার জের, মত্ত যুবককে গ্রেফতার করল পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ধারায় গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক তাপস পালকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা যাবে।
মত্ত অবস্থায় এসে ধর্মতলায় অবস্থানে থাকা মহিলাদের হেনস্থা করার অভিযোগ। মত্ত যুবককে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে পুলিশের একটি সাদা ভ্যানে ওই এলাকা থেকে সরিয়ে যাওয়া হয়। তবে ওই মত্ত যুবককে আটক না গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি পুলিশের তরফে।
"১০টা ১০ মিনিটে পুলিশ রিপোর্ট আর দুপুর পৌনে ১টায় মৃত ঘোষণা কীভাবে?" প্রশ্ন তুললেন আর জি কর মেডিক্যালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাপস প্রামাণিক।
আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল ডাঃ সুদীপ্ত রায়কে। প্রাক্তনী ছাত্র সংসদ থেকে সরানো হল ১০ জন চিকিৎসককেও।
গোলপার্কে ভোর ৪টে পর্যন্ত ধর্নার সিদ্ধান্ত শিল্পীদের।
আরজি কর কাণ্ডে প্রতিবাদ করার জন্য এবার বিরোধীদের কুকুর বলে অভিহিত করলেন বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস সাংসদ অরূপ চক্রবর্তী।
RG কর কাণ্ডে প্রতিবাদে হাজরায় মানববন্ধন বিক্ষোভকারীদের।
RG কর কাণ্ডে প্রতিবাদ রোখার ডাক ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের। তাঁর মন্তব্যের অডিও ভাইরাল হয়েছে।
উত্তর থেকে দক্ষিণ, রবিবারেও রাজপথে মিছিল বিভিন্ন ক্ষেত্রের মানুষদের।
প্রশাসন এমন কাজ করবে কেন, যে পরিস্থিতি সামলাতে 'বিচার চাই' কর্মসূচি নিতে হবে শাসক দলকে? আর জি কর-কাণ্ডের মধ্যে ফের বিস্ফোরক কুণাল। হঠাৎ জাগ্রত বহুরূপীর বিবেক, খোঁচা সজলের।
কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল শিল্পীদের। আর জি করের বিচার চেয়ে তীব্র হচ্ছে প্রতিবাদ। ফের পথে শিল্পীরা।
আর জি কর মেডিক্যালের সেই সেমিনার রুমে ওরা কারা? আর আর জি করের বিচার চেয়ে তীব্র হচ্ছে প্রতিবাদ। ফের পথে শিল্পীরাজি কর-কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে পরতে পরতে রহস্য দানা বেঁধেছে! পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তির পরিচয় ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিশের দাবি খারিজ করেছে IMA রাজ্য শাখা। ওই ব্যক্তি SSKM-এর চিকিৎসক বলে পাল্টা দাবি তাদের। লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি করে লালবাজার। আরজি করে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে এত মানুষের ভিড় কেন ছিল ? ওই সময় কি সুযোগ বুঝে তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে ? এনিয়ে নানা প্রশ্নের মাঝেই বাড়ছে রহস্যের বাতাবরণ। সেমিনার রুমে ঘটনাস্থলে উপস্থিত একাধিকজনের পরিচয় নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। এনিয়ে কলকাতা পুলিশ ও IMA-র রাজ্য শাখার দুই রকম মতামত উঠে আসছে। যেখানে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল, তার ঠিক কাছেই ছিলেন লাল জামা পরা এক ব্যক্তি। যাকে নিয়েই যাবতীয় বিতর্ক দানা বেঁধেছে।
অন্যদিকে, পুলিশের দেখানো ছবিতে বাদ, বেগুনি জামা পরা একজনকে নিয়েও ভাইরাল ছবিতেও ধোঁয়াশা। বর্ধমান মেডিক্যালের চিকিৎসক বলে সন্দেহ আইএমএ বেঙ্গলের। আর জি করে এবার লাল-বেগুনি পোশাক রহস্য। হাসপাতালে থাকলেও কেউ ঘটনাস্থলে ছিলাম না, দাবি বিরূপাক্ষের। বাড়িতে গিয়েও খোঁজ মিলল না অভীকের। আর জি কর কাণ্ডে এবার বিতর্কে সন্দীপ ঘনিষ্ঠ অভীক। হুমকি- সংস্কৃতি চালিয়ে যাওয়ার অভিযোগে বর্ধমান মেডিক্যালে বিক্ষোভ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -