ঝিলম করঞ্জাই, কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College and Hospital) বৈঠক শেষ। নিষ্ফল গেল সেই বৈঠক। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় কোনও সমাধান সূত্র মিলল না বলে সূত্রের খবর। 


বৈঠক শেষ হয়েছে প্রায় এক ঘণ্টা হল। এই বৈঠকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, বিশেষ সচিব, মেডিক্যালের অধ্যক্ষ ছিলেন। তবে সূত্রের খবর, বৈঠক থেকে কোনও সমাধান সূত্রে বেরিয়ে আসেনি। আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকরা তাঁদের দাবি জানিয়েছেন। তার মাধ্যমে তাঁরা বুঝিয়েছেন কেন তাঁরা আন্দোলন প্রত্যাহার করে পরিষেবা স্বাভাবিক করতে পারছেন না। 


সরকারের পক্ষ থেকে ছিলেন - স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, বিশেষ সচিবরা। তাঁরা বোঝানোর চেষ্টা করেন, এই পরিষেবা কীভাবে স্বাভাবিক করা যায়। সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ করা হয়েছে। আদালতে কী পরিস্থিতি আছে, তদন্ত কোথায় আছে ইত্যাদি। দু'পক্ষই তাদের বক্তব্য রাখে। সূত্রের খবর, আন্দোলনরত পড়ুয়াদের দাবিগুলো নথিভুক্ত করা হচ্ছে। সেই দাবিগুলো মিটিয়ে দেওয়া হলে তাঁরা পরিষেবা স্বাভাবিক করবেন বলে জানিয়েছেন।


আর জি কর মেডিক্যালে আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকদের বুঝিয়ে পরিষেবা স্বাভাবিক করতে উদ্যোগ নেয় স্বাস্থ্য ভবন ও স্বাস্থ্য দফতর। আজ আর জি কর মেডিক্যালের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক ও নতুন অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়। 


অন্যদিকে, আর জি কর হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে CISF-র তরফে একটি নির্দিষ্ট ফোন নম্বর চালু করা হচ্ছে। যাতে হাসপাতালে কোনও বিপদ বা বিপর্যয় হলে তা দ্রুত জানাতে পারেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্য বা হাসপাতাল কর্মীরা। 


এদিকে আর জি কর-কাণ্ডে ৭ জনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। পলিগ্রাফ টেস্ট হবে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়, আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সঞ্জয় ঘনিষ্ঠ আরও এক সিভিক ভলান্টিয়ারের। চার চিকিৎসক- সহ ৬ জনের পলিগ্রাফ টেস্ট হবে সিজিও কমপ্লেক্সে। বয়ানে কেউ মিথ্যা বলছেন কি না, জানতেই এই পলিগ্রাফ টেস্ট। দিল্লি থেকে এসেছে সিবিআইয়ের বিশেষ দল। আর জি কর-কাণ্ডে গতকালই সিবিআইয়ের আবেদনে পলিগ্রাফ টেস্টের অনুমতি দেয় শিয়ালদা আদালত। CBI Investigation


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।