নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) আর জি কর মামলার তদন্ত নিয়ে স্টেটাস রিপোর্ট দিয়েছে সিবিআই। চার সপ্তাহের মধ্য়ে তাদের পরবর্তী রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। বৃহস্পতিবারের শুনানিতে এক আইনজীবী বাংলা থেকে মামলা সরানোর প্রসঙ্গও তুললে, তা খারিজ করে দেন প্রধান বিচারপতি।
গোটা বিচার প্রক্রিয়া নিয়ে হতাশার সুর শোনা গিয়েছে, জুনিয়র চিকিৎসকদের কথায়। জুনিয়র ডাক্তার ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্য় কিঞ্জল নন্দ বলেন, "যে ন্যায়বিচার আমরা চাই, সেই বিচার এত যে কঠিন সেটা প্রত্যক্ষ করছি। আগে শুনতাম। এত সময় লাগে এখন দেখছি। একজন অন ডিউটি ডাক্তারের সঙ্গে এই ঘটনা ঘটে গেল। অভিযুক্ত বলে যাকে জেলে রাখা হয়েছে সেই এই কাজটা কেন করল সেটাও সামনে আনা হোক।'' আরেক জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্য়ায় বলেন, "মূল যে ঘটনা সেদিন রাতে ঘটেছিল এবং যে আর্থিক দুর্নীতি রয়েছে সেই সব নিয়ে দেখছি কথা হয়নি।''
শনিবার আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের তিনমাস পূর্ণ হবে। গোটা দেশকে নাড়িয়ে দেওয়া এক হাড় হিম করা ঘটনার তিন মাস। যার বিচারের অপেক্ষায় বসে রয়েছেন অসংখ্য় মানুষ। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সারা দেশের নজর ছিল সুপ্রিম কোর্টের শুনানির দিকে। যেখানে বাংলা থেকে মামলা সরানোর প্রসঙ্গও ওঠে। শুনানি চলাকালীন আর জি কর মামলা বাংলা থেকে অন্য় রাজ্য়ে সরানোর প্রসঙ্গ তোলেন এক আইনজীবী। যদিও, প্রধান বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে তদন্ত সংক্রান্ত স্টেটাস রিপোর্ট পেশ করে সিবিআই। যা পড়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, তদন্ত চালিয়ে যাক সিবিআই। ৪ সপ্তাহ পর তাদের সপ্তম স্টেটাস রিপোর্ট দিতে বলেন তিনি।
আর জি কর মামলায়, নিম্ন আদালতে ইতিমধ্য়ে চার্জশিট পেশ করেছে সিবিআই। আইনজীবী ফিরোজ এডুলজি এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন, ঘটনার পর ৯০ দিন কেটে গিয়েছে। তদন্তে কোনও অগ্রগতি নেই। কলকাতা পুলিশ যা বলেছিল, সিবিআই চার্জশিটে তা-ই উল্লেখ করেছে। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, চার্জশিট পেশ করা হয়েছে। চার্জ গঠন করা হয়েছে। নিম্ন আদালতের বিচারক যদি মনে করেন, আরও তদন্ত প্রয়োজন, তাহলে তা করানোর ক্ষমতা তাঁকে ভারতীয় ন্য়ায় সংহিতায় দেওয়া আছে।
আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের ঘটনার পর স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সর্বোচ্চ আদালতের নির্দেশেই আর জি কর মেডিক্য়ালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়। পুলিশি তদন্ত নিয়ে একের পর এক ক্ষুরধার প্রশ্ন তুলেছে প্রধান বিচারপতির বেঞ্চ। কিনতু, শেষ অবধি বিচার মিলবে কতদিনে, এটাই প্রশ্ন রাজ্য়বাসীর। ১০ তারিখ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেবেন ডি ওয়াই চন্দ্রচূড়। অর্থাৎ তাঁর সামনে বৃহস্পতিবার আর জি কর মামলার শেষ শুনানি হল। তবে এদিন তিনি বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রকে দেখিয়ে বলেন, আমার সতীর্থ দুই বিচারপতি বেঞ্চে থাকবেন। তাঁরা বিষয়গুলো দেখবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Madan Mitra: শাহকে চিঠি লেখা নিয়ে নির্যাতিতার পরিবারকে কটাক্ষ, মদনের নিশানায় ডাক্তাররাও