RG Kar News Live: আরজি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি
RG Kar News Live Updates: আজ ফের রাত দখলের ডাক জুনিয়র চিকিৎসকদের, চিকিৎসক-ধর্নায় হামলার চক্রান্তের অভিযোগে অডিও ক্লিপে তোলপাড়
আরজি করে জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ক্রাইম সিন বিকৃতি করার অভিযোগ ধরা পড়েছে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি। সেই খবর পাওয়ার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবিগুলো যে সঠিন এই ঘটনা তা প্রমাণ করল বলেও মন্তব্য করেন।
আরজি করে জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় ক্রাইম সিন বিকৃতি করার অভিযোগ ধরা পড়েছে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি। সেই খবর পাওয়ার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবিগুলো যে সঠিন এই ঘটনা তা প্রমাণ করল বলেও মন্তব্য করেন।
ক্রাইম সিন বিকৃতি করার অভিযোগে গ্রেফতার সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই।
আরজি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তাঁদের গ্রেফতার করল সিবিআই।
"মিটিং করতে গিয়ে ঘাড়ধাক্কা দেওয়া হল", কালীঘাটে বৈঠক ভেস্তে যাওয়ার পর দাবি জুনিয়র চিকিৎসকদের।
কালীঘাটের বাসভবনেও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। লাইভ স্ট্রিমিংয়ের জটে আটকে বৈঠক, মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে চলছে টালবাহানা।
কালীঘাটের বাসভবনে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা।
কালীঘাটের বাসভবনে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে পৌঁছল জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। একটু পরে শুরু হবে বৈঠক।
জুনিয়র চিকিৎসকদের ইমেলের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক করার প্রস্তাব দেয় নবান্ন। এরপরই বাসে করে কালীঘাটের উদ্দেশে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় সাড়া দিলেন জুনিয়র চিকিৎসকরা। আলোচনা চেয়ে নবান্নে ইমেল করলেন তাঁরা।
কাজে ফিরুন, দাবি বিবেচনা করা হবে। জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে গিয়ে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। 'ভরসা করলে বিচার পাবেন', জুনিয়র চিকিৎসকদের বার্তা মমতার।
শনিবার দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে গিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করে তাঁদের কাজে ফিরতে বললেন। পাশাপাশি জানালেন এবার থেকে মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষই হবেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।
মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে হাজির হওয়াকে সাধুবাদ আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। আলোচনা চেয়ে ৫ দফা দাবিতে অনড়।
স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, 'আমি আন্দোলনের ব্যথা বুঝি। আমিও ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি। আমার পোস্ট বড় কথা নয়, মানুষের পোস্ট বড় কথা। কাল ঝড়-জলে আপনারা কষ্ট করে বসে ছিলেন, আমিও কষ্ট পেয়েছি'
স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন,'কাল ঝড়-জলে আপনারা কষ্ট করে বসে ছিলেন, আমিও কষ্ট পেয়েছি। আপনারা ৩৩-৩৪ দিন রাস্তায় বসে আছেন, আমিও জেগে থেকেছি। আর কষ্ট না করে কাজে ফিরুন। প্রতিশ্রুতি দিচ্ছি, কথা বলে আপনাদের দাবি নিয়ে চিন্তাভাবনা করব'
স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে ধর্না মঞ্চে যান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 'কেউ আমার বন্ধু নয়, শত্রুও নয়। আমি নিহত নির্যাতিতার বিচার চাই। আমি চাই, দোষীদের যেন ৩ মাসের মধ্যে ফাঁসি হয়।'
স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী। বললেন, 'আর জি কর মেডিক্যাল সহ সব মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম'
স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণের মধ্যেই জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী
কলতান দাশগুপ্তের গ্রেফতারিতে সুজন চক্রবর্তী একহাত নিয়েছেন শাসকদলকে। ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। আর এরপরেই বড় প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, 'তৃণমূলের বিরুদ্ধে যা বলবেন, দেখাবেন, সব সত্যি! আর বিরোধীদের অডিও বেরোলে সেটা চক্রান্ত?' সোশ্যাল পোস্টে কুণালের আরও দাবি, অডিও তো ওদের শিবির থেকেই বাইরে। সুজনদারা বলুন, গলা কলতানের কিনা? সরকারকে বিপাকে ফেলতে জুনিয়র ডাক্তারদের ধর্নায় অন্তর্ঘাতমূলক হামলার চক্রান্ত। তাঁদের চক্রান্ত ফাঁস বলে রাগ।'
মঙ্গলবার দুপুর থেকে শনিবার সকাল, ৫ দিনে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না-অবস্থান। রাজ্য সরকার শর্ত না মানায়, আন্দোলনের ঝাঁঝ প্রতিদিনই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এর মধ্যেই আজ আর জি কর হাসপাতালে ভাঙচুরের একমাস পূর্ণ হচ্ছে। গত ১৪ অগাস্ট, মহিলাদের রাতদখলের সময়, হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। কিন্তু কাদের নির্দেশে হামলা চলেছিল,
তা এখনও সামনে না আসায়, এবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে রাতদখলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
আজ ফের রাত দখলের ডাক জুনিয়র চিকিৎসকদের। এদিকে তার আগেই এবার 'ভোর দখল' ডাক মালদায়। আরজি করের নির্যাতিতার ন্যায্য বিচারের দাবিতে শনিবার ভোরবেলা সাধারণ মানুষের উদ্যোগে মালদা শহরে 'ভোর দখলের' মিছিল হয়েছে। প্রত্যেকের একটাই দাবি, দোষীরা যাতে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। মিছিলটি মালদা শহরের নেতাজি মোড় থেকে শুরু হয়ে গোটা শহর প্রদক্ষিণ করে।
ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার DYFI নেতা কলতান দাশগুপ্ত। ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার কলতান। গতকালই এই ঘটনায় হালতু থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব দাসকে। অডিও ক্লিপ প্রকাশ করে ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার চক্রান্তের অভিযোগ করেন কুণাল ঘোষ।
নিহত চিকিৎসকের শেষকৃত্যে তাড়াহুড়ো নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন শববাহী গাড়ির চালক। পোস্টমর্টেমের পর দেহ নিয়ে অন্য় দিক দিয়ে তাঁকে বেরিয়ে যেতে বলা হয়। শববাহী গাড়ি ভাড়া করে পুলিশ, তড়িঘড়ি সেই ভাড়া মিটিয়েও দেয় পুলিশ। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন শববাহী গাড়ির চালক।
১৪ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর, আর জি করে হামলার ১ মাস পার। এখনও অধরা দুষ্কৃতীরা। কবে মিলবে বিচার, আজ ফের রাত দখলের ডাক জুনিয়র ডাক্তারদের। আর জি কর মেডিক্যাল লাগোয়া এলাকায় বাড়ল জমায়েতে নিষেধাজ্ঞার মেয়াদ। জমায়েতে পুলিশি নিষেধাজ্ঞার মেয়াদ বেড়ে হল ৩০ সেপ্টেম্বর । বেলগাছিয়া রোড, জে কে মিত্র রোডে বাড়ল জমায়েতে নিষেধাজ্ঞার মেয়াদ। শ্যামবাজার মোড়েও বাড়ল জমায়েতে নিষেধাজ্ঞার মেয়াদ।
আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই রাজ্যে ফের ধর্ষণের অভিযোগ। বাঁকুড়ার সোনামুখীতে দ্বাদশ শ্রেণির ছাত্রীকে 'বাড়িতে আটকে রেখে ধর্ষণ'। ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূলের শ্রমিক নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। ধর্ষণের অভিযোগে ধৃত আইএনটিটিইউসি নেতাকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস।
জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার ছক। অডিও ক্লিপ প্রকাশ করে বাম-বিজেপিকে নিশানা কুণালের। সরকারের উপর দায় চাপাতে বহিরাগত নিয়ে ষড়যন্ত্রের দাবি।
বিজেপির সল্টলেকের পার্টি অফিসে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একাংশকে দেখা গিয়েছে। ভিডিও পোস্ট করে এমনই সন্দেহ প্রকাশ করলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পাল্টা সরব হয়েছে বিজেপিও।
পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে চারদিনের মাথায় ফের লালবাজার অভিযানে বাম নেতৃত্ব। এবার পুলিশি বাধার মুখে পড়ে রাতভর ফিয়ার্স লেনে অবস্থান।
সল্টলেকে যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলন করে যাচ্ছেন, তখন হুগলির বলাগড়ে নিজের দোকানে বসেই অভিনব প্রতিবাদ জানাচ্ছে এক চা বিক্রেতা। দোকানে লাগানো পোস্টারে তিনি লিখেছেন, চা খেতে খেতে ভুলে যাবেন না, তিলোত্তমা বিচার পায়নি, আজ ৩৪ দিন। যতদিন না পর্যন্ত বিচার হচ্ছে, ততদিন এই প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন চা বিক্রেতা জয় ধর।
যারা নেমে এসেছিল অগণিত মোমের আলো হয়ে। ১৪ অগস্টের সেই আশ্চর্য রাতে। রাত দখলের আহ্বান ছড়িয়ে গিয়েছিল মহানগর পেরিয়ে শহরতলি, গ্রামে-গঞ্জে। সঙ্গী হয়েছিলেন পুরুষরাও। তাদেরকে ফের রাত দখলের আহবান করেন জুনিয়র চিকিৎসকরা আরজিকরের হামলার ১ মাসের মাথায় জুনিয়র চিকিৎসকদের এই ডাক। অবস্থান বিক্ষোভের পাশাপাশি রাত দখলের ডাক দেওয়া হল স্বাস্থ্য ভবনের সামনে থেকে। ১৪ অগস্টে মহিলাদের রাত দখলের সময় আরজিকর হাসপাতালে ভাঙচুর হয়। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়েও।
লাগাতার আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। এই অবস্থায়, স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত হওয়ার কারণে ২৯ জনের মৃত্যুর অভিযোগ মুখ্যমন্ত্রীর। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এনিয়ে পাল্টা জবাব দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
রোদ-বৃষ্টি মাথায় নিয়েই ৫দিনে ডাক্তারদের মিশন স্বাস্থ্যভবন। সিপি থেকে স্বাস্থ্য কর্তাদের ইস্তফা-সহ সেই ৫ দফা দাবিতেই অনড়।
আরজি কর কাণ্ডে বিচার চেয়ে আজ ফের রাত দখলের ডাক জুনিয়র চিকিৎসকদের।
প্রেক্ষাপট
কলকাতা : আরজি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। তাঁদের গ্রেফতার করল সিবিআই।
"মিটিং করতে গিয়ে ঘাড়ধাক্কা দেওয়া হল", দাবি জুনিয়র চিকিৎসকদের।
কালীঘাটের বাসভবনেও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। লাইভ স্ট্রিমিংয়ের জটে আটকে বৈঠক, মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে চলছে টালবাহানা।
মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে পৌঁছল জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। একটু পরে শুরু হবে বৈঠক।
জুনিয়র চিকিৎসকদের ইমেলের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠক করার প্রস্তাব দেয় নবান্ন। এরপরই বাসে করে কালীঘাটের উদ্দেশে রওনা দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় সাড়া, আলোচনা চেয়ে নবান্নে ইমেল জুনিয়র চিকিৎসকদের।
কাজে ফিরুন, দাবি বিবেচনা করা হবে। জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে গিয়ে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর। 'ভরসা করলে বিচার পাবেন', জুনিয়র চিকিৎসকদের বার্তা মমতার।
শনিবার দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে গিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করে তাঁদের কাজে ফিরতে বললেন। পাশাপাশি জানালেন এবার থেকে মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষই হবেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।
আজ ফের রাত দখলের ডাক জুনিয়র চিকিৎসকদের। রোদ-বৃষ্টি মাথায় নিয়েই ৫দিনে ডাক্তারদের মিশন স্বাস্থ্যভবন। সিপি থেকে স্বাস্থ্য কর্তাদের ইস্তফা-সহ সেই ৫ দফা দাবিতেই অনড়। নবান্নে বৈঠক ভেস্তে যেতেই সরকারকে বিপাকে ফেলতে তৈরি হয়েছিল ডাক্তারদের উপর হামলার ছক। অডিও ক্লিপ প্রকাশ করে বিস্ফোরক কুণাল। জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার ছক। অডিও ক্লিপ প্রকাশ করে বাম-বিজেপিকে নিশানা কুণালের। সরকারের উপর দায় চাপাতে বহিরাগত নিয়ে ষড়যন্ত্রের দাবি। হামলার ষড়যন্ত্র নিয়ে বিস্ফোরক কুণাল। পাল্টা বাম-বিজেপি। চিকিৎসক-ধর্নায় হামলার চক্রান্তের অভিযোগে অডিও ক্লিপে তোলপাড়। নজরদারিতে ক্যামেরা। স্বতঃপ্রণোদিত FIR পুলিশের। আর জি কর কাণ্ডে এই প্রথম চিকিৎসকের পরিবারকে নিয়ে ঘটনাস্থলে সিবিআই। নারকো টেস্টে চিকিৎসক ধর্ষণ-খুনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের আপত্তি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -