RG Kar News: আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অবস্থানে মৃত চিকিৎসকের বাবা-মা

RG Kar Protest Rally: আর জি কর কাণ্ডের সব খবরের লাইভ আপডেটস...

ABP Ananda Last Updated: 11 Sep 2024 12:08 AM
RG Kar News: আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অবস্থানে মৃত চিকিৎসকের বাবা-মা

স্বাস্থ্য ভবনের সামনে রাস্তার ওপর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অবস্থানে মৃত চিকিৎসকের বাবা-মা।

RG Kar News Updates: স্বাস্থ্য ভবনের সামনে এখনও অবস্থানে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা

আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের সুবিচার সহ একাধিক দাবিতে এখনও স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের সঙ্গে রয়েছেন ঊষসী চক্রবর্তীর মতো অভিনেত্রীরা।

RG Kar News: চেস্ট মেডিসিনের দুই PGT-কে তলব সিবিআইয়ের

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই PGT-কে তলব করল সিবিআই।

RG Kar News Updates: নবান্নের মেলের পরে বৈঠক করে সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা

আলোচনার বার্তা দিয়ে নবান্নের তরফে মেল আসার পরে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসে নিজেদের মধ্যে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। তারপর নবান্নে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয় তাঁদের তরফে।

RG Kar News: নবান্নের মেলের পরে বৈঠক করছেন জুনিয়র চিকিৎসকরা

আলোচনার বার্তা দিয়ে নবান্নের তরফে মেল আসার পরে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসে নিজেদের মধ্যে বৈঠক করছেন জুনিয়র চিকিৎসকরা। এদিকে সাড়ে সাতটা পর্যন্ত নবান্নে অপেক্ষার পরে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

RG Kar News Updates: আলোচনার বার্তা, নবান্ন থেকে মেল জুনিয়র চিকিৎসকদের

অবশেষে স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়া আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে নবান্ন থেকে মেল পাঠানো হল।

West Bengal News Update: পাটুলিতে চিকিৎসককে হুমকি ও তোলাবাজির অভিযোগ, গ্রেফতার ২

পাটুলিতে চিকিৎসককে হুমকি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল ২ তৃণমূল কর্মীকে।

RG Kar News Updates: আলিপুর আদালতে সন্দীপ ঘোষকে লক্ষ্য করে চটি ছুঁড়লেন মহিলা আইনজীবী

আলিপুর আদালতের এজলাস থেকে বের করার সময় সন্দীপ ঘোষকে লক্ষ্য করে ছটি ছুঁড়লেন একজন মহিলা আইনজীবী।

RG Kar News: সন্দীপ ঘোষ সহ ৪ ধৃতকে হেফাজতে চাইল না CBI

সন্দীপ ঘোষ সহ ৪ ধৃতকে হেফাজতে চাইল না CBI। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিশেষ আদালতের বিচারক।

RG Kar News: সন্দীপ ঘোষ সহ ৪ ধৃতকে হেফাজতে চাইল না CBI

সন্দীপ ঘোষ সহ ৪ ধৃতকে হেফাজতে চাইল না CBI। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিশেষ আদালতের বিচারক।

RG News LIVE Updates: আর জি কর কাণ্ডের প্রতিবাদ, পুজো অনুদানে 'না' আরও একটি পুজো কমিটির

আর জি কর কাণ্ডের প্রতিবাদ। ফের রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদানে 'না' আরও একটি পুজো কমিটির। সরকারি অনুদান প্রত্যাখ্যানের ঘোষণা রানাঘাটের চারের পল্লি পুজো উদ্যোক্তাদের। মহকুমাশাসক ও রানাঘাট থানায় চিঠি পুজো উদ্যোক্তাদের

RG Kar Protest LIVE Updates: নিহত চিকিৎসকের মৃতদেহের ময়নাতদন্তের জন্য তিন সদস্যের পোস্টমর্টেম টিমের সদস্যার নোট ঘিরে চাঞ্চল্য

আর জি কর-কাণ্ডে নতুন তথ্য। নিহত চিকিৎসকের মৃতদেহের ময়নাতদন্তের জন্য তিন সদস্যের পোস্টমর্টেম টিমের সদস্যার নোট ঘিরে চাঞ্চল্য। ফরেন্সিক বিশেষজ্ঞ রিনা দাসের নোট ঘিরে চাঞ্চল্য। 'বিকেল চারটের পর ময়নাতদন্ত করতে হলে স্পেশাল অর্ডার লাগবে', স্পেশাল অর্ডার না দিলে তিনি পোস্টমর্টেম করতে পারবেন না বলে জানিয়েছিলেন রিনা দাস। এ প্রসঙ্গে স্বাস্থ্য দফতরের পুরনো মেমোর উল্লেখ করেছিলেন রিনা দাস। চিঠি পাওয়ার পর, আর জি কর হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধানকে চিঠি লেখেন টালা থানার ওসি। জরুরি পরিস্থিতিতে এবং কিছু বিশেষ ইস্যুতে বিকেল চারটের পর ময়নাতদন্ত করার অনুমতি দেওয়া হোক। চিঠিতে একথাই লিখেছিলেন টালা থানার ওসি। কীসের এত তাড়াহুড়ো, তথ্য সামনে আসার পর ফের উঠছে প্রশ্ন

RG News LIVE Updates: ডাক্তারদের হাতে এবার 'মগজাস্ত্র'

লালবাজার অভিযানে প্রতীকী শিরদাঁড়ার পর এবার স্বাস্থ্যভবন অভিযানে ডাক্তারদের হাতে মগজাস্ত্র।

RG Kar Protest LIVE Updates: দাবিতে পিছোল ব্যারিকেড

স্বাস্থ্য ভবন অভিযানের আগে করুণাময়ীতে জুনিয়র চিকিৎসকদের জমায়েত। আন্দোলনকারীদের দাবি মেনে, ৫০০ মিটার থেকে সরিয়ে স্বাস্থ্য ভবনের কাছে আনা হল ব্যারিকেড। 

RG News LIVE Updates: স্বাস্থ্য দফতরের 'স্বাস্থ্যোদ্বার' করতে জুনিয়র চিকিৎসকদের অভিযান

স্বাস্থ্য দফতরে 'দুর্নীতির ঘুঘুর বাসা ভাঙতে'  স্বাস্থ্য দফতরের 'স্বাস্থ্যোদ্বার' করতে জুনিয়র চিকিৎসকদের অভিযান। 

RG Kar Protest LIVE Updates: পড়ুয়া থেকে হাউসস্টাফ-আর জি কর মেডিক্যালে ৫১জনের 'নো এন্ট্রি'

পড়ুয়া থেকে হাউসস্টাফ-আর জি কর মেডিক্যালে ৫১জনের 'নো এন্ট্রি'। ৫১জনের তালিকায় স্নাতক, স্নাতকোত্তর, হাউস স্টাফ, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক। রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের অভিযোগ পাওয়ার পরেই পদক্ষেপ। বুধবার হাসপাতালের তদন্ত কমিটির সামনে ৫১জনকে হাজিরার নির্দেশ। তার আগে ৫১জনের আর জি কর মেডিক্যালের ক্যাম্পাসে প্রবেশ নিষেধ। ৫১জনের বিরুদ্ধে ভয় দেখানো, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার অভিযোগ। নির্দোষ প্রমাণে বুধবার তদন্ত কমিটির সামনে হাজিরার নির্দেশ

RG News LIVE Updates: 'বিচারের কাজে মাথাকে কাজে লাগান', প্রতীকী ব্রেন নিয়ে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান জুনিয়র চিকিৎসকদের

রাজ্য সরকারকে পাল্টা টাইম লাইন বেঁধে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বিকেল ৫টার মধ্যে সরকার পদক্ষেপ করলে কর্মবিরতি তোলার আবেদন ভেবে দেখা হবে বলে জানিয়েছেন তাঁরা। 'বিচারের কাজে মাথাকে কাজে লাগান', প্রতীকী ব্রেন নিয়ে স্বাস্থ্য ভবন সাফাই অভিযান জুনিয়র চিকিৎসকদের। 

RG Kar Protest LIVE Updates: মিছিলের জন্য করুণাময়ীতে জমায়েত আন্দোলনকারী চিকিৎসকদের

করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আন্দোলনকারীদের। মিছিলের জন্য করুণাময়ীতে জমায়েত আন্দোলনকারী চিকিৎসকদের। মিছিলে যোগ দিচ্ছেন সাধারণ নাগরিকও। গতকালই ডেডলাইনের পাল্টা ডেডলাইন দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকারকে পাল্টা টাইম লাইন বেঁধে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বিকেল ৫টার মধ্যে সরকার পদক্ষেপ করলে কর্মবিরতি তোলার আবেদন ভেবে দেখা হবে বলে জানিয়েছেন তাঁরা। 

RG News LIVE Updates: 'রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার জন্য সরকারকে দায়ী করতে বাধ্য থাকব', অনড় জুনিয়র ডাক্তাররা

সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনড় জুনিয়র ডাক্তাররা। বিকেল ৫টার মধ্যে তাঁদের সব দাবি মেটানোর পাল্টা ডেডলাইন জুনিয়র ডাক্তারদের। 'সরকার পদক্ষেপ করলে কর্মবিরতি প্রসঙ্গে তাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। অন্যথায় আমরা বুঝব, সরকার আদৌ চান না অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার জন্য সরকারকে দায়ী করতে বাধ্য থাকব', আন্দোলন নিয়ে স্পষ্ট বার্তা জুনিয়র চিকিৎসকদের

RG Kar Protest LIVE Updates: সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনড় জুনিয়র ডাক্তাররা

সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনড় জুনিয়র ডাক্তাররা। বিকেল ৫টার মধ্যে তাঁদের সব দাবি মেটানোর পাল্টা ডেডলাইন জুনিয়র ডাক্তারদের

RG News LIVE Updates: সিবিআই-এর জোড়া আবেদন খারিজ বিশেষ আদালতে

সিবিআই-এর জোড়া আবেদন খারিজ বিশেষ আদালতে। প্রথমে মৌখিক, পরে লিখিত আবেদন খারিজ। সন্দীপ ঘোষ-সহ ৪ জনকে ভার্চুয়াল শুনানিতে পেশ করাতে চেয়েছিল সিবিআই। আবেদন খারিজ, আজই আদালতে সশরীরে পেশ করতে হবে সন্দীপ ঘোষদের। 'পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে, গোটা বিষয়টি একজন ডিসিপি পদমর্যাদার অফিসার তদারকি করবেন', জানাল সিবিআইয়ের বিশেষ আদালত। 

RG Kar Protest LIVE Updates: ঝাঁঝ বাড়িয়ে অভিযানে

আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে আজ ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। সচিব, অধিকর্তা, সিপির ইস্তফা দাবি। না মানলে টানা অবস্থানের প্রস্তুতি। 

RG News LIVE Updates: সুপ্রিম কোর্টে একের পর এক প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার

আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলার দ্বিতীয় শুনানিতেও, সুপ্রিম কোর্টে একের পর এক প্রশ্নের মুখে পড়ল রাজ্য় সরকার। প্রধান বিচারপতি ময়নাতদন্তে মৃতদেহ পাঠানোর চালান দেখতে চাইলেও, তা দেখাতে পারলেন না রাজ্য় সরকারের আইনজীবী কপিল সিব্বল। শুনানিতে উঠল নিহত চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়া থেকে হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে অসহযোগিতার অভিযোগ। পুরো CCTV ফুটেজ CBI-কে দেওয়া হয়েছে বলে রাজ্য় সরকারের আইনজীবী দাবি করলেও, সলিসিটর জেনারেল জানালেন, তাঁরা পেয়েছেন ২৭ মিনিটের ফুটেজ।

RG Kar Protest LIVE Updates: CISF বিতর্ক

সুপ্রিম কোর্টের নির্দেশে, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে CISF. সেই CISF জওয়ানদের জন্য উপযুক্ত পরিকাঠামো দিচ্ছে না রাজ্য সরকার। সোমবার সুপ্রিম কোর্টে এমনই অভিযোগে সরব হলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন মুখ্য়মন্ত্রী।

RG News LIVE Updates: ডেডলাইনের পাল্টা ডেডলাইন। এবার রাজ্য সরকারকে টাইম লাইন বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা

ডেডলাইনের পাল্টা ডেডলাইন। এবার রাজ্য সরকারকে টাইম লাইন বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা। আগের ৫ দফা দাবির সঙ্গে জুড়ে গেল রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা (DHS) ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার (DME) ইস্তফার দাবি। এই দাবি পূরণের জন্য আজ বেলা ১২টায় করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য ভবনে টানা অবস্থানের প্রস্তুতি। আজ বিকেল ৫টার মধ্যে সরকার পদক্ষেপ করলে কর্মবিরতি তোলার আবেদন ভেবে দেখা হবে, না হলে এটাই বোঝা যাবে সরকার চায় না অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তার জন্য সরকারকে দায়ী করতে বাধ্য থাকব। রাজ্য সরকারকে পাল্টা বার্তা দিলেন জুনিয়র চিকিৎসকরা। 

RG Kar Protest LIVE Updates: 'কর্মবিরতি'তে সুপ্রিম বার্তা

মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিন। কর্মবিরতি শেষ করতে এবার জুনিয়র ডাক্তারদের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকেলের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে। পাল্টা রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। 

RG News LIVE Updates: সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনড় জুনিয়র ডাক্তাররা

সুপ্রিম কোর্টের নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরেও অনড় জুনিয়র ডাক্তাররা। বিকেল ৫টার মধ্যে তাঁদের সব দাবি মেটানোর পাল্টা ডেডলাইন জুনিয়র ডাক্তারদের। 'সরকার পদক্ষেপ করলে কর্মবিরতি প্রসঙ্গে তাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। অন্যথায় আমরা বুঝব, সরকার আদৌ চান না অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে। তার জন্য সরকারকে দায়ী করতে বাধ্য থাকব', আন্দোলন নিয়ে স্পষ্ট বার্তা জুনিয়র চিকিৎসকদের। 

RG Kar Protest LIVE Updates: মানুষ বীতশ্রদ্ধ মন্তব্য জহরের

রাজ্য সরকারের ওপর যেন কীরকম একটা বীতশ্রদ্ধ হয়ে গেছে সাধারণ মানুষ। রবিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার পর সোমবার কার্যত আরও বড় বিস্ফোরণ ঘটালেন প্রাক্তন IAS অফিসার জহর সরকার। এছাড়া দুর্নীতি নিয়েও এদিন মুখ খুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। 

RG News LIVE Updates: মুখ্য়মন্ত্রী কার্যত  পুলিশ কমিশনারের পাশে দাঁড়ালেন

আর জি কর-কাণ্ড ঘিরে তোলপাড়ের মধ্যেই কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।এবার লালবাজার অভিযানে নামল বামেরা। আর এদিনই, মুখ্য়মন্ত্রী কার্যত  পুলিশ কমিশনারের পাশে দাঁড়ালেন। বললেন, 'পুলিশ কমিশনার নিজেই পদত্যাগ করতে চেয়েছিলেন। আন্দোলনকারীদের সব দাবি তো নাও মানা হতে পারে।'

RG Kar Protest LIVE Updates: ফের স্বাস্থ্য ভবন অভিযান

আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে আজ ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। সচিব, অধিকর্তা, সিপির ইস্তফা দাবি। না মানলে টানা অবস্থানের প্রস্তুতি। 

RG News LIVE Updates: কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা

সুপ্রিম-নির্দেশ, মুখ্যমন্ত্রীর বার্তার পরও কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা। বিকেল পর্যন্ত সরকারকে পাল্টা ডেডলাইন।

প্রেক্ষাপট

স্বাস্থ্য ভবনের সামনে রাস্তার ওপর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অবস্থানে মৃত চিকিৎসকের বাবা-মা।


আরজি করে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের সুবিচার সহ একাধিক দাবিতে এখনও স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের সঙ্গে রয়েছেন ঊষসী চক্রবর্তীর মতো অভিনেত্রীরা। 


আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই PGT-কে তলব করল সিবিআই।


আলোচনার বার্তা দিয়ে নবান্নের তরফে মেল আসার পরে স্বাস্থ্য ভবনের বাইরে অবস্থানে বসে নিজেদের মধ্যে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। তারপর নবান্নে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয় তাঁদের তরফে।


আলোচনার বার্তা, নবান্ন থেকে মেল জুনিয়র চিকিৎসকদের।


পুলিশ ঢুকতে বাধা দেওয়ায় স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান বসেছেন জুনিয়র চিকিৎসকরা।


আলিপুর আদালতের এজলাস থেকে বের করার সময় সন্দীপ ঘোষকে লক্ষ্য করে চটি ছুঁড়লেন একজন মহিলা আইনজীবী।


সন্দীপ ঘোষ সহ ৪ ধৃতকে হেফাজতে চাইল না CBI। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিলেন বিশেষ আদালতের বিচারক। 


করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আন্দোলনকারীদের। মিছিলের জন্য করুণাময়ীতে জমায়েত আন্দোলনকারী চিকিৎসকদের। মিছিলে যোগ দিচ্ছেন সাধারণ নাগরিকও


 


সিবিআই-এর জোড়া আবেদন খারিজ বিশেষ আদালতে। প্রথমে মৌখিক, পরে লিখিত আবেদন খারিজ। সন্দীপ ঘোষ-সহ ৪ জনকে ভার্চুয়াল শুনানিতে পেশ করাতে চেয়েছিল সিবিআই। আবেদন খারিজ, আজই আদালতে সশরীরে পেশ করতে হবে সন্দীপ ঘোষদের। 'পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে, গোটা বিষয়টি একজন ডিসিপি পদমর্যাদার অফিসার তদারকি করবেন', জানাল সিবিআইয়ের বিশেষ আদালত। 


 


মঙ্গলবার বিকাল পাঁচটার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিন। কর্মবিরতি শেষ করতে এবার জুনিয়র ডাক্তারদের সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকেলের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে। পাল্টা রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। 


৯ অগাস্ট থেকে নয় সেপ্টেম্বর। এক মাস পরও আর জি কর-কাণ্ডে বিচার অধরা। রাত নটায় ন-মিনিটের মৌন প্রতিবাদে গর্জে উঠল তিলোত্তমা। কোথাও জ্বলল মশাল, গড়ে উঠল মানব বন্ধন।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.