দেবস্মিতা ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : প্রতিবাদের এই চেহারা কলকাতা শেষ কবে দেখেছে, মনে করতে পারছেন না কেউই। দিনবদলের দাবিতে রবিবার রাত জাগল ধর্মতলা। এক মেয়ের জন্য়য় বিচার চেয়ে পথ দখল করল অজস্র মেয়ে। শহরের প্রাণকেন্দ্র সাক্ষী থাকল প্রতিবাদী কণ্ঠ থেকে জন্ম নেওয়া হাজারও স্লোগানের। ১৪ অগাস্টের পর ফের একবার। রাতভর আন্দোলনে বসল কলকাতার নাগরিক সমাজ। সামনে রইলেন স্বস্তিকা মুখোপাধ্য়ায়, বিদীপ্তা চক্রবর্তী, উষসী চক্রবর্তী, সোহিনী সরকার, দেবলীনা দত্ত-র মতো বিনোদন দুনিয়ার পরিচিত মুখেরা। আর তাঁদের সঙ্গে রইলেন হাজার হাজার মানুষ। সহস্রাধিক কণ্ঠ চাই বিচার। রব তুলল, আর কবে, আর কবে !


ধর্নায় মিশলেন খ্যাতনামা সেলেব থেকে সাধারণ। সেখানেই দেখা গেল ছোট শিশুকে কোলে নিয়েই এসেছেন এক মা। 'দফা এক দাবি এক, নির্যাতিতার বিচার'। হাজারো অসুবিধে থাকলেও ঘরে বসে থাকতে পারেননি তিনি। চলে এসেছেন একরত্তিকে নিয়ে। এবিপি আনন্দকে জানালেন, '১৪ অগাস্ট সারারাত ছিলাম। আজও একই, যতদিন না বিচার পাচ্ছি বেরব। আমাকে দাঁড়াতেই হবে। ছেলের মা, এটা আমার কর্তব্য়। বিচার ব্য়বস্থার উপর খুব একটা আস্থা আছে এমন নয়। কিন্তু মানুষের উপর আস্থা আছে। আমাদের বিচার ছিনিয়ে আনতে হবে। এটা একটি ঘটনা নয়, প্রতিদিন এই ঘটনা হচ্ছে। ধর্ষকদের ভয় পাওয়াতে হবে। এতটাই ভয় পাওয়াতে হবে যাতে এটা দ্বিতীয় দিন না হয়।' তিনি বললেন, বিচার আর চাওয়া নয়, আমাদের ছিনিয়ে আনতে হবে। অন্যায়কারীদের ভয় পাওয়াতে হবে। 


এদিন আন্দোলনকারীরা রাতেই জানিয়ে দেন, তাঁরা চারটি দফতরে ইমেল করেছেন। সংশ্লিষ্ট দফতর থেকে জবাব না আসা অবধি ধর্না চলবে। স্লোগানের পাশাপাশি নাচ, গান, পথনাটিকার মাধ্য়মেও ফুটিয়ে তোলা হয় প্রতিবাদের ভাষা। কোনও রাজনৈতিক ব্য়ানার, কোনও দলের পতাকা ছাড়া, স্রেফ বিচারের দাবি এক করল হাজার স্বরকে।  অন্ধকার চিড়ে জোনাকির মতো জ্বলে উঠল মোবাইলের ফ্ল্যাশ । 


রবিবারই গোলপার্ক থেকে রবীন্দ্র সদন পর্যন্ত, কালো পোশাক পরে মৌন মিছিল করেন, রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা।  নন্দনের কাছে শেষ হয় রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের মিছিল।  



আরও পড়ুন: RG Kar Protest: নাগরিক ধর্নামঞ্চে 'অভব্য আচরণ', 'শ্লীলতাহানি'র মামলায় গ্রেফতার টালিগঞ্জের ওই যুবক 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।