RG Kar Protests Live Updates: মেডিক্যাল পরীক্ষা যাতে সঠিক ভাবে হয়, তার জন্য কঠোর পদক্ষেপ করা হবে: মমতা
RG Kar Case Live Updates: প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
পুজো কার্নিভাল থেকে চিকিৎসক তপোব্রত রায়কে আটকের নিন্দা করেনি পুর কর্তৃপক্ষ। কলকাতা পুলিশের তরফে দুঃখপ্রকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়নি। এবার কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা চিকিৎসকদের।
মেডিক্যাল পরীক্ষা যাতে সঠিক ভাবে হয়, তার জন্য কঠোর পদক্ষেপ করা হবে। যতটুকু করা সম্ভব, কথা দিচ্ছি নিশ্চয় করব: মমতা বন্দ্যোপাধ্য়ায়।
রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে কংগ্রেস। দক্ষিণ কলকাতার ২৬টি থানার সামনে বিক্ষোভ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের নেতৃত্বের। ভবানীপুর থানার সামনেও বিক্ষোভ। আসানসোলে থানার মধ্যে ঢোকার চেষ্টা কংগ্রেস কর্মীদের। বাধা দিলে তুলকালাম।
জল কমতেই বিধ্বংসী গঙ্গা। মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের কামালতিপুর এলাকায় গতকাল থেকে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। গঙ্গা গর্ভে তলিয়ে গেছে বিঘার পর বিঘা চাষের জমি। আতঙ্কে শেষ সম্বলটুকু নিয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন গ্রামবাসীরা। ২ মাসেরও বেশি মানিকচকের বিস্তীর্ণ এলাকাজুড়ে গঙ্গায় ভাঙন চলছে। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা।
সোমবার বিকেল ৫টায় নবান্নে জুনিয়র ডাক্তারদের সময় দিলেন মুখ্যমন্ত্রী। ১০ জনের বেশি প্রতিনিধি নয়। অনশন প্রত্যাহার করতে অনুরোধ।
আমাকে তিন-চার মাস সময় দিন। আপনাদেরও পরীক্ষা আছে: মুখ্যমন্ত্রী।
সরকারি হাসপাতালে পরিষেবা না পেলে মানুষ কোথায় যাবেন? দয়া করে কাজে যোগ দিন। অনেক বেআইনি কাজের অভিযোগ আসছে। তা সত্ত্বেও কোনও পদক্ষেপ করিনি। আমি মানবিকতার পক্ষে: মুখ্যমন্ত্রী।
'আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। বেশিরভাগ দাবিই পূরণ করেছি। প্রথমে ৫টি দাবির মধ্যে ৪টি দাবিই পূরণ করা হয়েছিল। শুধু স্বাস্থ্যসচিবকে সরাতে পারিনি। পরিস্থিতি স্বাভাবিক করতে দিন, একসঙ্গে মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন হবে। ৩-৪ মাস সময় দিন, মেডিক্যাল কলেজগুলিতে নির্বাচন করব। হাসপাতালের উন্নয়নে ১১৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সরকারি হাসপাতাল পরিষেবা না দিলে মানুষ কোথায় যাবে? দিদি হিসেবে বলছি, আপনাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে। আপনারা অনশন তুলে দয়া করে কাজে যোগ দিন', জুনিয়র ডাক্তারদের মমতা বন্দ্যোপাধ্যায়।
ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন মুখ্যসচিব এব স্বরাষ্ট্রসচিব। ১০ দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। এবার সমাধানের সূত্র মিলবে কি?
ভদ্রেশ্বরে রাস্তায় ছুরি মেরে খুন, আটক অভিযুক্ত মহিলা। নিহতর নাম তাপস প্রামাণিক। সম্পর্কের টানাপোড়েনে খুন বলে অনুমান পুলিশের। অভিযুক্ত শবনম খাতুনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযুক্তর সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সিঙ্গুরের গোপালনগরে গতকালের শুভেন্দু অধিকারীর সভাস্থল গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ হল। সিঙ্গুর কৃষি জমি রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে সিঙ্গুরের কৃষক-সহ তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দরা ও উপস্থিত ছিলেন। গোবর জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করার পাশাপাশি ওড়ানো হয় কালো বেলুন।
১০ দফা দাবি আদায়ে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। পাশে থাকার বার্তা দিতে ধর্মতলার ধর্নামঞ্চে গেলেন শিল্পীরা। অনশনকারীদের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত, তনিকা বসু, অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, পরিচালক বিরসা দাশগুপ্ত-সহ অনেকেই। পাশে থাকার বার্তা দিতে ধর্মতলায় প্রতীকী অনশনে যোগ।
দাবি না মানলে মঙ্গলবার রাজ্যের সব হাসপাতালে ধর্মঘটের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। অনশন তুলতে বলে সোশাল মিডিয়ায় পাল্টা বার্তা কুণাল ঘোষের। 'জুনিয়র ডাক্তাররা অনশন তুলে নিন, এখন অনশনের কোনও যুক্তিসঙ্গত কারণ নেই। শকুনের রাজনীতির প্ররোচনায় আবেগকে বিভ্রান্ত হতে দেবেন না। বাম, অতি বামদের ধ্বংসাত্মক ও নেতিবাচক মানসিকতা থেকে দূরে থাকুন। আর স্বাস্থ্যক্ষেত্রে ধর্মঘটের মতো জনবিরোধী ভাবনা ভাববেন না। সংবিধান অনুযায়ী চিকিৎসা পাওয়া মানুষের মৌলিক অধিকার। আন্দোলনকে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে যাওয়ার আগে বারবার ভাবুন। থ্রেট কালচারের অংশ হয়ে কাজ বন্ধের হুমকি দিয়ে রাজনীতি করবেন না', সোশাল মিডিয়ায় জুনিয়র ডাক্তারদের বার্তা তৃণমূল নেতা কুণাল ঘোষের।
কৃষ্ণনগরে মণ্ডপের সামনে তরুণীর মৃত্যুর কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। মৃতার পরিবারের সঙ্গে দেখা করে আইনি সাহায্যের প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। 'খুনই করা হয়েছে তরুণীকে, ধামাচাপা দিতে চাইছে পুলিশ। ধামাচাপা দিতেই আত্মহত্যার তত্ত্ব খাড়া করা হচ্ছে', দাবি বিরোধী দলনেতার।
দ্রোহের কার্নিভালের পর এবার দ্রোহের সংস্কৃতি। কলকাতায় নাট্যচর্চার ধাত্রীভূমি অ্যাকাডেমি চত্বর ও রানুচ্ছায়া মঞ্চে আজ সকাল থেকে দ্রোহের সংস্কৃতি উদ্যাপন শুরু। আর জি কর-কাণ্ডে ন্য়ায়বিচার ও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে। ৪৪ ঘণ্টার এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি চলবে সোমবার সকাল পর্যন্ত। এর উদ্বোধন করেন শিক্ষাবিদ পবিত্র সরকার। দ্রোহের সংস্কৃতিতে সারাদিন ধরে হবে নাচ, গান, আঁকা, আবৃত্তি, নাটক।
বাদ যাবে না সিনেমাও। রাতে বসবে উৎপল দত্তর পাঠশালা, সেখানে অভিনয় কর্মশালা এবং সেমিনারের আয়োজন করা হয়েছে।
১০ দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। আর জি কর-কাণ্ডের বিচার, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে দু’মাসের বেশি তাঁদের আন্দোলন চলছে। কী রয়েছে এই ১০ দফা দাবিতে? একবার দেখে নেওয়া যাক।
ফের অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার। হুগলির শ্রীরামপুরে পুকুর থেকে উদ্ধার মহিলার দেহ। মৃতার বয়স আনুমানিক ৫০-৫৫ বছর। দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। মৃত্যুর কারণ জানতে করা হবে ময়নাতদন্ত। পুলিশ মহিলার পরিচয় জানার চেষ্টা করছে।
শান্তিপুরে চরম অমানবিক ও নির্মমতার ছবি! ৫ বছরের শিশুকে হাত-পা বেঁধে পিঁপড়ের ঢিবিতে বসিয়ে রাখার অভিযোগ। দীর্ঘক্ষণ পর পিঁপড়ের ঢিবি থেকেই উদ্ধার শিশু। প্রতিবেশী যুবকের সঙ্গে ঠাট্টা করার 'শাস্তি', দাবি নাবালকের। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
থানায় অভিযোগ দায়ের, অভিযুক্ত গ্রেফতার।
স্কুল ছাত্রীদের উত্যক্ত করে তাড়া করার অভিযোগ মত্ত যুবকের বিরুদ্ধে। বাঁকুড়া সদর থানার হেভির মোড় এলাকার ঘটনা। অভিযুক্ত যুবকের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ এলাকার বাসিন্দাদের। ওই অঞ্চলের বৈধ মদের দোকানও তুলে দেওয়ার দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবশেষে অবরোধ ওঠে। সিসিটিভি-র ফুটেজের সাহায্যে অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আর জি কর কাণ্ডের পরেও হয়নি শিক্ষা, এখনও অরক্ষিত হাসপাতাল। ফের হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মহিলা ওয়ার্ডে শ্লীলতাহানির অভিযোগ। স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে। অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু।
জোড়া নিম্নচাপের প্রভাব। আগামী সপ্তাহে বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। মঙ্গলবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন। বুধ-বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গল ও বুধবার সমুদ্র উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
শিয়ালদা ESI হাসপাতালে আগুন লাগার ঘটনায় মামলা রুজু করল নারকেলডাঙা থানার পুলিশ। হাসপাতালের সুপার অদিতি দাস অগ্নি নির্বাপণ ব্যবস্থা দেখভালের দায়িত্বপ্রাপ্ত এজেন্সির বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছেন। শিয়ালদা ESI হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, ২০২৩-এর জানুয়ারি থেকে ৬ মাসের মধ্যে হাসপাতালের অগ্নি নির্বাপণ ব্যবস্থার সমস্ত কাজ শেষ করার কথা ছিল ওই এজেন্সির। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ওই কাজ করতে পারেনি ওই সংস্থা। এর পাশাপাশি, অগ্নিকাণ্ডের জেরে দমবন্ধ হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে পরিবার। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করে। ওই ঘটনাতেও মৃত রোগীর পরিবারের সম্মতিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে নারকেলডাঙা থানার পুলিশ।
নার্সের রহস্যমৃত্যু ঘিরে শিলিগুড়িতে ধুন্ধুমার। ফ্ল্যাটের শৌচাগার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। নার্সের মৃত্যুর খবর জানাজানি হতেই ভাড়া বাড়ি ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। অ্যাম্বুল্যান্স এনে দেহ পাচারের চেষ্টার অভিযোগ। দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়তে হয় শিলিগুড়ি থানার পুলিশকে।
পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, জখম এক পুলিশকর্মী। নার্সিংহোমের মালিককে ঘটনাস্থলে আনার দাবি জানান বিক্ষোভকারীরা। কীভাবে নার্সের মৃত্যু, খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।
কুণাল ঘোষের সঙ্গে নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের তীব্র সমালোচনায় জুনিয়র ডাক্তাররা। বৈঠক কষ্ট দিয়েছে, প্রতিক্রিয়া জুনিয়র ডাক্তারদের।
বৈঠকের সমালোচনায় একের পর এক চিকিৎসক সংগঠনও। দৌত্যের অধিকার কেউ দেয়নি, কড়া প্রতিক্রিয়া জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স-এর।
কুণাল ঘোষের সঙ্গে নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের 'দৌত্য'কে নস্যাৎ করল চিকিৎসক সংগঠন FEMA-ও। কেন কুণাল ঘোষের সঙ্গে বৈঠক, ব্যাখ্যা দিলেন বামপন্থী চিকিৎসক নারায়ণ বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, 'জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উপর সম্পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু যে কোনও আন্দোলনকে সফল করতে গেলে কৌশলগত পরিবর্তন প্রয়োজন। মুখ্যমন্ত্রীর কাছে দাবিদাওয়ার কথা পৌঁছে দেওয়ার জন্য কুণাল ঘোষের বিকল্প পাইনি। আমি কোনও সংগঠনের পক্ষ থেকে যাইনি, মনের টানে গেছি। উদ্দেশ্য ছিল, যে কোনও ভাবে জট কাটানোর উপায় খুঁজে বের করা।'
সিনিয়রদের সঙ্গে বৈঠকের পর ফের রাজ্যকে ডেডলাইন জুনিয়র ডাক্তারদের। ফের রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি, বেঁধে দেওয়া হল সময়সীমা। 'সোমবারের মধ্যে মুখ্যমন্ত্রীকে সব দাবি মানতে আলোচনায় বসতে হবে এবং সব দাবি মেনে নিতে হবে', সোমবারের মধ্যে সমস্ত দাবি না মানলে মঙ্গলবার স্বাস্থ্যক্ষেত্রে ধর্মঘটের হুঁশিয়ারি। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ধর্মঘটের হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। '১ জন রোগীরও কোনও সমস্যা হলে দায় নিতে হবে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে', কলকাতা মেডিক্যাল কলেজ সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের।
শিলিগুড়ির মিলন পল্লিতে নার্সের রহস্যমৃত্যু। ভাড়া বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয়েছে বছর ২৫-এর তরুণীর ঝুলন্ত দেহ। দার্জিলিঙের বাসিন্দা অর্চনা থাপা শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। বছরখানেক ধরে মিলন পল্লিতে ভাড়া থাকতেন। রাতে নার্সের মৃত্যুর খবর জানাজানি হতেই ভাড়া বাড়ি ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। দেহ উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়তে হয় শিলিগুড়ি থানার পুলিশকে। ইটবৃষ্টিও হয়। ইটের ঘায়ে এক পুলিশ কর্মী জখম হন। নার্সিংহোমের মালিককে ঘটনাস্থলে আনার দাবি জানান বিক্ষোভকারীরা। ভাড়া বাড়িতে মাঝেমধ্যেই অপরিচিত লোকজন আসতেন বলে স্থানীয়দের অভিযোগ। কীভাবে নার্সের মৃত্যু, খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।
পুকুর থেকে নিখোঁজ যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে। বুধবার থেকে নিখোঁজ ছিল ওই যুবতী। পুলিশ সূত্রে দাবি মানসিক ভারসাম্যহীন ছিল সে। কিন্তু কী করে তাঁর মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। রুজু হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা।
জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে ও রাজ্য সরকারের বিভিন্ন দফতরে থ্রেট কালচারের অভিযোগে, রবিবার অনশনের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনশনে বসতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। পাশাপাশি মঞ্চের দুই সদস্যকে অন্যায়ভাবে উত্তরবঙ্গে বদলি করার অভিযোগে, বুধবার নারী ও শিশুকল্যাণ দফতরে ডেপুটেশন জমা দেবে তারা। ২৯ অক্টোবর, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে এক ঘণ্টার কর্মবিরতি পালন করবে সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী ২৭ জানুয়ারি, অবস্থান কর্মসূচির ২ বছর পূর্তিতে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।
এই প্রথমবার, অনশন মঞ্চ থেকে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর নাম করে রীতিমতো হুঙ্কার দিলেন জুনিয়র ডাক্তাররা। মানুষের চোখের জলের প্রত্যেক ফোঁটার হিসেব দিতে হবে বলেও হুঁশিয়ারি দিলেন তাঁরা। অনশন মঞ্চে মুখ্যমন্ত্রীর না আসা নিয়েও উগরে দিলেন ক্ষোভ। শনিবার ন্যায়বিচার যাত্রার ডাক দিলেন তাঁরা। রবিবার সাধারণ মানুষকে আসার আহ্বান জানালেন ধর্নামঞ্চে।
প্রেক্ষাপট
সিনিয়রদের সঙ্গে বৈঠকের পর ফের রাজ্যকে ডেডলাইন জুনিয়র ডাক্তারদের। সোমবারের মধ্যে দাবি না মানলে মঙ্গলবার সরকারি-বেসরকারি হাসপাতালে ধর্মঘটের হুঁশিয়ারি। (RG Kar Protests)
১৪দিনে জুনিয়র ডাক্তারদের অনশন। আজ সোদপুর থেকে ধর্মতলা ন্যায়বিচার যাত্রা। রবিবার অনশন মঞ্চে জমায়েতের ডাক। বার্তা মুখ্যমন্ত্রীকেও। বললেন, "উনি কেন এত নিশ্চুপ? প্রত্যেক জলের ফোঁটার হিসেব দিতে হবে।" (RG Kar Case)
অসুস্থ জুনিয়র ডাক্তারদের সঠিক চিকিৎসা সুনিশ্চিত হোক। মেডিক্যাল বোর্ড করে দিনে দু'বার দিতে হবে স্টেটাস রিপোর্ট, সমস্ত মেডিক্যাল কলেজে চিঠি স্বাস্থ্য দফতরের। (Mamata Banerjee)
বাঙাল-ঘটির এক স্বর, জাস্টিস ফর আর জি কর। আজ ফের ডার্বির আগে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের প্রতিবাদ। উল্টোডাঙা থেকে রুবি মোড় পর্যন্ত হবে মানববন্ধন। (Junior Doctors Hunger Strike)
বিচার-সহ ১০ দফা দাবিতে অনশনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে থ্রেট কালচারের অভিযোগে রবিবার ৭ ঘণ্টা অনশনের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের।
আর জি কর-কাণ্ডে ২মাস পার, অধরা বিচার। প্রয়োজনে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি, এবিপি আনন্দর সটুডিওয় এসে জানালেন নির্যাতিতার মা-বাবা।
আর জি কর-আবহেই শাসক নেতা ও বামপন্থী চিকিৎসকের বৈঠক ঘিরে জল্পনা। সেই নিয়ে জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা বললন, "কষ্ট দিয়েছে, এই বৈঠক ভাল ভাবে নিইনি।" আর এক জন বলেন, "ওঁকে কে দৌত্য করতে বলেছে? উনি কে?"
জট কাটাতে আলোচনাই একমাত্র পথ। দাবি চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, "অনেকেই জুনিয়র ডাক্তারদের বোড়ে হিসেবে ব্যবহার করতে চাইছেন।"
শিরদাঁড়া নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, ফের হুমকি উদয়নের। বললেন, "যারা এরাজ্যে শিরদাঁড়া নিয়ে ব্যবসা করছেন, তাদের শিরদাঁড়া বেঁকিয়ে দেওয়া হবে।"
সিবিআইয়ের আবেদন, নার্কো টেস্টে সম্মতি দিলেন না সন্দীপ ঘোষ। পলিগ্রাফ টেস্টে না ধৃত টালার প্রাক্তন ওসির। ৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ শিয়ালদা কোর্টের।
আর জি কর কাণ্ডে নির্যাতিতার বক্তব্য়, "নির্যাতিতার মা- আর জি করে আমরা ময়নাতদন্ত চাইনি। জোর করে চাপ দিয়ে ওখানে ময়নাতদন্ত করানো হয়েছিল।"
প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে পুজো কার্নিভালে গিয়ে আটক, পরে মুক্তি। কলকাতা পুলিশের আটকের পদ্ধতিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তপোব্রত রায়। ২২ অক্টোবর শুনানি।
ফরাক্কায় ৯ বছরের বালিকাকে ধর্ষণ করে খুন, পরিবারের দাবিতেই সিলমোহর ময়নাতদন্তের রিপোর্টে। দেহ উদ্ধারের ৬দিনের মাথায় ঘটনাস্থলে ফরেন্সিক।
কৃষ্ণনগরে মণ্ডপের ভিতরেই অগ্নিদগ্ধ তরুণী, ঘটনাস্থলে ছিল কেরোসিনের গন্ধ। রাত ৯টায় ঢুকতে দেখা যায় কলেজ মাঠে। কাছেই ছিল প্রেমিকের টাওয়ার লোকেশন। খবর পুলিশ সূত্রে।
কীভাবে মৃত্যু কৃষ্ণনগরের তরুণীর? এখনও ধোঁয়াশা। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। ফোনে সম্পর্ক ছিন্নের কথা বলে রাহুল। অন্য তরুণীর সঙ্গে দেখতে যায় সিনেমা, দাবি পুলিশ সূত্রে।
ফের দামি ওষুধ। হাঁপানি, গলুকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা, মানসিক অসুস্থতা সহ আটটি জরুরি ওষুধের দাম একধাক্কায় পঞ্চাশ শতাংশ বাড়াল কেন্দ্রীয় সরকার।
পূর্ণিমা কান্দুর মৃত্যু রহস্যে চাঞ্চল্যকর মোড়। জামিনে মুক্ত স্বামীর খুনি, ১০দিন আগেই প্রাণহানির আশঙ্কায় স্বরাষ্ট্রসচিব, ডিজি, এসপিকে চিঠি। মৃত্যুর পর বাড়িতে মোতায়েন পুলিশ।
ঝালদার কংগ্রেস কাউন্সিলরের পাকস্থলিতে বিষাক্ত পদার্থ। উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। কীভাবে বিষক্রিয়া? সিআইডি দাবি তৃণমূল কাউন্সিলর ভাইপোর।
বরাবাজারের পর মানবাজার, পরপর ২দিনে কুমারী নদীতে ২মহিলার মৃতদেহ উদ্ধার। আততায়ী কে বা কারা? এখনও ধোঁয়াশা। অজানা মৃতদের পরিচয়। দুই ঘটনার মধ্যে কি যোগসূত্র? তদন্তে পুলিশ।
রাজ্যে ফের যুবতীর মৃত্যু ঘিরে রহস্য, এবার বালুরঘাটে। ২দিন নিখোঁজের পর পুকুরে উদ্ধার মানসিক ভারসাম্যহীন তরুণীর দেহ। তদন্তে পুলিশ।
ফের যুবতীর মৃত্যু-রহস্য
তেরো বছরের মাথায় ফিরল আমরির ভয়াবহ সমৃতি। শিয়ালদা ইএসআই-এ বিধ্বংসী আগুন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু এক রোগীর, দাবি পরিবারের। আগুনের কারণে মৃত্যু নয়, দাবি হাসপাতালের।
রতন টাটাকে শ্রদ্ধা জানিয়ে সিঙ্গুরে মিছিল শুভেন্দুর। ফের নিশানা মমতাকে। বললেন, "রতন টাটাকে তাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টাটার মতো কারখানা ভেঙে উড়িয়ে দিয়েছে।"
১৩ নভেম্বর ৬বিধানসভায় উপনির্বাচন। ২৫ অক্টোবরের মধ্যে রাজ্যে আসছে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হাড়োয়ায় ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি তৃণমূলেরই অন্দরে। বিভিন্ন জায়গায় পোস্টার।
নৈহাটি উপনির্বাচনে প্রার্থী নিয়ে আলোচনা বামেদের। সিপিআইএম লিবারেশনকে ছাড়তে পারে সিপিএম। রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত। আসন সমঝোতা নিয়ে জেলার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে কংগ্রেস।
সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -