কলকাতা : হাঁসখালিকাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। এরই মধ্যে  বিস্ফোরক মন্তব্য  তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Ray)। তিনি সরাসরি বলেন, ‘যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে একটা ঘটনা ঘটলেও তা লজ্জার’ । 


সোমবার হাঁসখালিকাণ্ড (Hanskhali) নিয়ে বিস্ফোর মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। হাঁসখালির নির্যাতিতা সম্পর্কে তিনি বলেছিলেন, ' আপনি রেপ বলবেন, না কি প্রেগনেন্ট বলবেন, নাকি লভ অ্যাফেয়ার বলবেন... মেয়েটির লাভ অ্যাফেয়ার্স ছিল। বাড়ির লোকেরা সেটা জানত। প্রতিবেশীরাও সেটা জানত। এখন যদি কোনও ছেলেমেয়ে প্রেম করে,, সেটা আমার পক্ষে আটকানো সম্ভব নয়। ' এই মন্তব্যের পরই রাজনৈতিক ক্ষেত্র থেকে বিভিন্ন রকম মন্তব্য, পাল্টা মন্তব্য উঠে আসে। মঙ্গলবার হাঁসখালি গিয়ে, সম্পূর্ণ উল্টো সুর শোনা যায় তাঁরই দলের সাংসদ মহুয়া মৈত্রর গলায়। তিনি বলেন, ' আঠেরো বছরের নিচে বয়স হলে কনসেন্ট থাকলেও যৌন সম্পর্ক অবৈধ' 

সৌগত কী বললেন 
হাঁসখালিকাণ্ড নিয়ে যখন একের পর এক মন্তব্য , পাল্টা মন্তব্যের ঝড় উঠেছে তখন বিতর্কে বাড়তি মাত্রা যোগ করল সৌগতর মন্তব্য । তিনি বলেন, ‘মহিলাদের উপর অত্যাচার কোনও ভাবেই বরদাস্ত নয়। এই ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে হবে। সকলেই নারী সুরক্ষা নিয়ে চিন্তিত। ' মন্তব্য করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। 


 



মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া নিন্দা নির্ভয়ার মায়ের 
মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া নিন্দা করে নির্ভয়ার মা আশা সিং বলেন, এই ঘটনা (হাঁসখালিকাণ্ড) সম্পর্কে যে ধরনের মন্তব্য করা হচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক। যে ধর্ষণ করেছে, তার মানসিকতা তো অবশ্যই নোংরা, কিন্তু তার হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কথা বলছেন! একটা ১৬ বছরের মেয়েকে নিয়ে উনি যে সব কথা বলছেন, প্রেগনেন্ট ছিল, সম্পর্ক ছিল, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তাঁর এ ধরনের মন্তব্য অত্যন্ত লজ্জাজনক। মুখ্যমন্ত্রীর উচিত সুবিচারের জন্য পরিবারকে সাহায্য করা, পরিবারের সঙ্গে প্রতারণা করা নয়। 


হাঁসখালি ঘটনার আপডেট
হাঁসখালিকাণ্ডের তদন্তে নেমে বুধবার গভীর রাতে থানায় গিয়ে তথ্য সংগ্রহ করল সিবিআইয়ের ৩ সদস্যের টিম। গতকাল গভীর রাতে দুই মহিলা সহ সিবিআইয়ের ৩ অফিসার হাঁসখালি থানায় যান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, পুলিশের কাছ থেকে কেস ডায়েরি ও অন্যান্য তথ্য সংগ্রহ করেন সিবিআইয়ের অফিসাররা। প্রায় চার ঘণ্টা থানায় ছিলেন তাঁরা। আজ সিবিআইয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। আর একটি দল কথা বলবে মৃতার পরিবারের সঙ্গে।  ঘটনাস্থলে আসবে ফরেন্সিক দলও।সেইসঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে সিবিআই এই মামলার তদন্ত করছে, তা স্থানীয় আদালতে জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 
নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলায়, ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে স্থানীয় তৃণমূল নেতার ছেলে। ওই ঘটনায় সিবিআইকে তদন্ত করতে বলেছে হাইকোর্ট।