কলকাতা : কয়লা পাচারকাণ্ডে ( coal smuggling Case )  ইডি-মামলায় সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি অভিষেক (Abhishek Banerjee ) ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) । অভিষেক-রুজিরাকে আপাতত কলকাতায় জিজ্ঞাসাবাদ করুক ইডি (ED)। জিজ্ঞাসাবাদের জন্য ২৪ ঘণ্টা আগে দিতে হবে নোটিস। ইডি-কে অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের।


নিরাপত্তা বিঘ্নিত হলে দায়ী থাকবে রাজ্য সরকার, মন্তব্য সর্বোচ্চ আদালতের। কয়লা পাচারকাণ্ডে দিল্লি হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়।
গত ১২ মে, কয়লা পাচারকাণ্ডের মামলায়, সুপ্রিম কোর্টে এরকম একাধিক প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত অভিষেককে দু’বার জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত বছর ৬ সেপ্টেম্বরের পর চলতি বছরের ২১ মার্চ দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

আরও পড়ুন :


' অনলাইন না হলে পরীক্ষা বয়কট' এবার বিক্ষোভে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা


যদিও অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার নোটিস দিলেও হাজিরা দেননি। বাড়ি কলকাতায় হলেও, ইডি তাঁদের বারবার দিল্লিতে তলব করায় প্রথমে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক-রুজিরা। কিন্তু তিন মাস রায় স্থগিত রাখার পর, আদালত তাঁদের পিটিশন খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। 


ইডির আইনজীবী, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজুর কাছে বিচারপতিরা জানতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সন্দেহভাজন, অভিযুক্ত না সাক্ষী হিসেবে তলব করা হচ্ছে? ইডি এখনও বিষয়টি স্পষ্ট করে জানায়নি কেন? কী সমস্যা হচ্ছে? জবাব দিতে সময় চান অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ইডি চাইলে কলকাতা পুলিশকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হবে।


ইডি বার বার তলব করা সত্ত্বেও হাজিরা এড়ানোয়, রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২০ অগাস্টের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়। এরই মধ্যেই সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশে স্বস্তিতে অভিষেক-রুজিরা।