কলকাতা: স্কুল খোলা (School Re-opening) নিয়ে সিদ্ধান্ত জানাতে হাইকোর্টে (Calcutta High Court) সময় চাইল রাজ্য সরকার (State Govt)। কলকাতা হাইকোর্টে এক সপ্তাহ সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এদিন মামলার শুনানিতে আদালতকে জানানো হয়েছে, ‘স্কুল খোলার জন্য আগ্রহী রাজ্য সরকারও। ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ হয়েছে। কিন্তু, ১৫ বছরের নীচে কারও ভ্যাকসিনেশন হয়নি। শিশুদের বিষয়ে আমাদের অতিরিক্ত দায়িত্বশীল হতে হবে। আমরা পাড়ায় শিক্ষালয় প্রকল্প চালু করছি।’ রাজ্য জানিয়েছে, স্কুল খোলার ব্যাপারে বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হচ্ছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ।
উল্লেখ্য, স্কুল খোলার দাবিতে, বৃহস্পতিবারও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এই নিয়ে স্কুল খোলার দাবিতে মোট চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়।
ইতিমধ্যেই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে পথে নেমেছে বিরোধী রাজনীতিক দলের ছাত্র সংগঠনগুলি। গতকালও এসএফআই, এবিভিপি ও ছাত্র পরিষদের পক্ষে একই দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক নেতারাও স্কুল খোলার দাবিতে সরব হয়েছেন।
স্কুল কলেজ খোলার দাবিতে সরব হয়েছেন বিশিষ্টজনেরাও। শুক্রবার একই দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।সেখানে স্কুল খোলার স্বপক্ষে মামলাকারীর আইনজীবী বলেন, ছাত্রছাত্রীদের অবস্থা খুব খারাপ। মানসিকভাবে তারা বিধ্বস্ত হয়ে পড়ছে। ঘটছে আত্মহত্যার মত ঘটনাও। এমনকি শিক্ষকরাও বসে বসে বিষাদগ্রস্ত হয়ে পড়ছেন।কোভিডের জন্য চিরতরের জন্য স্কুল বন্ধ করে দেওয়া যায় না।চিকিৎসকরাও বলছেন যে, স্কুল খোলা দরকার। অন্যান্য অনেক দেশে ইতিমধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গিয়েছে। স্কুল খোলার ব্যাপারে গাইডলাইন তৈরি করা দরকার।
উল্লেখ্য, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এর আগে জানিয়েছিলেন যে, সরকারও স্কুল খোলার পক্ষপাতী। পড়ুয়াদের স্বাস্থ্য সংক্রান্ত সুরক্ষার বিষয়টি নিয়ে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে যথা সময়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।