বিশ্বজিৎ দাস, খড়গপুর: লাদাখে বাস দুর্ঘটনায় মৃত্যু বাঙালি জওয়ানের (Jawan)। মৃত বাপ্পাদিত্য খুটিয়া খড়গপুর (Kharagpur) শহরের বারোভেটিয়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, ২০০৯-এ সেনাবাহিনীতে (Indian Army) যোগ দেন বাপ্পাদিত্য। বাড়িতে এসে ছুটি কাটিয়ে এপ্রিলের ২৭ তারিখ ফিরে যান ওই জওয়ান।                                                                     

  


কী ঘটেছে?


গতকাল সিয়াচেন যাওয়ার পথে, শিয়ক নদীতে বাস পড়ে যাওয়ায় বাপ্পাদিত্য-সহ ৭ জওয়ানের মৃত্যু হয়। খড়গপুরের বাড়িতে রয়েছেন মা, বাবা, স্ত্রী ও ১১ মাসের শিশুকন্যা। গোটা এলাকায় শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন মা। চোখের জলে বলে চলেন,  'ছেলের মৃত্যু কোনও মা সহ্য করতে পারে। অনেক বারণ করেছিলাম যে ওখানে যাস না। বলেছিল ডিসেম্বরে বাড়িতে আসব ছুটি নিয়ে, তখন বাড়ি বানাব। তাঁর আগেই আমাদের সবাইকে ফাঁকা করে দিয়ে চলে গেলেন। 


মমতার শোকপ্রকাশ


এদিকে, এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন ট্যুইটারে লেখেন, "লাদাখে আমাদের ৭ জন সাহসী সেনার মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শোকাহতদের জন্য আন্তরিক সমবেদনা রইল।" 






এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।