প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায়, আসানসোল: 'গরু চোর' (Cattle Smuggling) কটাক্ষের পাল্টা 'জয় বাংলা'। দুটো ছবিরই সাক্ষী আসানসোলের (asansol) বিশেষ (special) সিবিআই আদালত (court)।
কী হয়েছে?
গরু পাচার মামলায় অভিযুক্ত হিসেবে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে শনিবার চারদিনের সিবিআই হেফাজত দেয় বিশেষ আদালত। এর পর তাঁকে নিয়ে বেরোতে গেলেই তৃণমূলের দাপুটে বীরভূম জেলা সভাপতির সমর্থনে স্লোগান দিতে থাকেন দলের কর্মী-সমর্থকরা। সিবিআইয়ের বিশেষ আদালত চত্বর তখন 'জয় বাংলা' স্লোগানময়। এবিপি আনন্দের ক্য়ামেরায় নিজেদের অনুব্রত-সমর্থক বলে দাবি করে এক জন বলেন, 'ওঁকে ফাঁসানো হয়েছে। কিছু বলার নেই।' অন্য জনের দাবি, সবটাই বিজেপির ষড়যন্ত্র। কিন্তু গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে অনুব্রতর যে সম্পত্তির খতিয়ান মিলেছে, সে ব্যাপারে কী বলবেন? তৃণমূলের বীরভূম জেলা সভাপতির সমর্থকদের বক্তব্য একটাই, তদন্ত হোক। তদন্তে যদি প্রমাণিত হয় উনি অন্যায় করেছেন, তা হলে যা শাস্তি হওয়ার হবে। পাল্টা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, 'তৃণমূল তো চোরেদের দল। চোরেরা চোরেদের নামে জয়ধ্বনি দেবে, এটাই তো স্বাভাবিক।
স্লোগান-পাল্টা স্লোগান চলছেই...
গরুপাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছে সিবিআই। তার তদন্তে নেমে অনুব্রত-সহ ঘনিষ্ঠদের প্রায় ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত হয়েছে বলে সিবিআই সূত্রে জানা যায়। এ ছাড়াও নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল গাড়ি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার হদিস মিলেছে বলে জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে। অনুব্রতর চালকল থেকেই রেশনের চাল আসত বলে অভিযোগ। কিন্তু এ দিন কার্যত সব অভিযোগ খারিজ করে দেন অনুব্রত। এদিন তাঁকে নিয়ে দুপুর পৌনে ১টা নাগাদ আসানসোল আদালত চত্বরে এসে পৌঁছয় সিবিআই কনভয়। সেখানে গাড়ি থেকে অনুব্রতকে নামাতেই উড়ে আসে একের পর এক কটাক্ষ। আদালত চত্বরে উপস্থিত ছিলেন অনুব্রতর সমর্থকরাও। তাঁরাও অনুব্রতর সমর্থনে রব তুলতে শুরু করেন। এক সময় পরিস্থিতি এমন দাঁড়ায় যে, দু’পক্ষের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। শনিবার আদালত চত্বরে অনুব্রতকে দেখে মেজাজ হারান এক ব্যক্তি। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে তিনি বলেন, ‘‘গরুচোরের সেবা কেন? আমাদজের জীবন যে শেষ করে দিল, তার এত সেবা কেন?’’পাল্টা ‘কেষ্ট মণ্ডল জিন্দাবাদ’, ‘জয় বাংলা’রব তোলেন অনুব্রত সমর্থকরা।
তার জের চলল বীরভূম জেলা সবাপতি আদালত চত্বর ছেড়ে বেরোনোর সময়ও।
আরও পড়ুন:প্রচুর টাকা নিয়ে 'সরকারি গাড়িতে' ঝাড়খণ্ডে পার্থ-ঘনিষ্ঠ, অভিযান IT দফতরের: PTI