রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে (Jalpaiguri) মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে ছেলের হাঁটার ঘটনায়, নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে। এই প্রেক্ষাপটে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। যদিও, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, প্রশাসন আগে কী করছিল? এরকম মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা কেন?
তদন্ত কমিটি গঠন: মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছে ছেলে। কেন? না, মা-হারানোর শোকে কাতর ছেলের কাছেও তিন হাজার টাকা দাবি করেছিল অ্য়াম্বুল্য়ান্স। হতদরিদ্র পরিবারের সন্তানের কাছে সেই টাকা না থাকায়, তাঁর মায়ের মৃতদেহ নিতে অস্বীকার করেন অমানবিক অ্য়াম্বুল্য়ান্স (Ambulance) চালক। তাই বাধ্য় হয়ে মায়ের মৃতদেহ কাঁধে চাপিয়ে হাঁটা শুরু করেন ছেলে। এই খবর সম্প্রচার, এবং তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পর অবশেষে ফিরল হুঁশ। লজ্জাজনক ছবি প্রকাশ্যে আসার পর, নড়েচড়ে বসল সব মহল। মর্মান্তিক এই ছবি সামনে আসার পর, স্বাস্থ্য দফতরের তরফে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে রয়েছেন, স্বাস্থ্য দফতরের আধিকারিক, মেডিক্যাল কলেজের সুপার এবং জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের শিক্ষক চিকিৎসক। ওই দিন কী হয়েছিল তা খতিয়ে দেখবে এই কমিটি। ৫ দিনের মধ্যে এই তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। এপ্রসঙ্গে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কল্যাণ খাঁ বলেন, “আমরা স্বাস্থ্যভবনে রিপোর্ট পাঠিয়েছি।’’ কিন্তু, প্রশ্ন উঠছে, ঘটনা ঘটে যাওয়ার পর ব্য়বস্থা কেন? আগে প্রশাসন কী করছিল? এরকম ঘটনা ঘটল কী করে? মা-হারা এক সন্তানকে এরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হল কেন?
তীব্র সমালোচনার মুখে, টাকা চাওয়া এবং তা দিতে না পারায় মৃতদেহ নিতে অস্বীকারের অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত অ্যাম্বুল্যান্স চালকও। তাঁর কথায়, এটা দুঃখজনক ঘটনা, আমরা এটা বুঝতে পারিনি এরকম হবে, পরবর্তীতে এই ভুল হবে না।এর মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন, পদ্মশ্রী-সম্মানে ভূষিত জলপাইগুড়িরই সমাজসেবী, ‘অ্যাম্বুল্যান্স দাদা’, করিমুল হক। তিনি বলেন, “প্রতিটা হাসপাতালে ইউনিয়ন থাকে, আমারও অ্যাম্বুল্যান্স আছে, ওখান থেকে রোগী আনতে দিন তা, এরা বাইরের পরিষেবা দিতে দেয় না।’’
এই অবস্থায়, জেলা অ্যাম্বুল্যান্স ইউনিয়নের তরফে, শুক্রবার, চালকদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র টাউন সভাপতি। জলপাইগুড়ি শহরের INTTUC সভাপতি পুণ্যব্রত মিশ্র বলেন, “এই ঘটনা আমরা মেনে নিতে পারিনি। এটা পূর্ব পরিকল্পিত ঘটনা। আমাদেরও যদি কোনও ভুল হয়ে থাকে, সেটা সংশোধন করতে হবে। আমরা রেট চার্ট করে দিচ্ছি, কত কিলোমিটারে কত মূল্য হবে।’’
আরও পড়ুন: Public Transport: গণ পরিবহনে বাধ্যতামূলক হচ্ছে ট্র্যাকিং ডিভাইস, সোমবার উদ্বোধন