ডায়মন্ড হারবার: কুলপিতে (Kulpi) জয়েন্ট বিডিও পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। অভিযুক্ত আক্রাম ওরফে মুন্নাফ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ডায়মন্ড হারবারের বোলসিদ্ধির বাসিন্দা । অভিযোগ, ডায়মন্ড হারবারের জয়েন্ট বিডিও বলে পরিচয় দিয়ে গত ৮-১০ মাস ধরে কুলপির রমজাননগর এলাকায় সরকারি চাকরির টোপে সাড়ে ৬ লক্ষ টাকা তুলেছিল অভিযুক্ত । গতকাল টাকা দেওয়ার নাম করে অভিযুক্তকে ডেকে পাঠিয়ে আটকে রাখেন প্রতারিতরা । পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। প্রতারণা-চক্রের জাল অনেক গভীরে বলে মনে করছে কুলপি থানার পুলিশ । 


এর আগেও একাধিক প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে । এর আগে স্কুলে চাকরি দেওয়ার নামে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। অভিযুক্ত তৃণমূলকর্মীকে গ্রেফতার করে উত্তর ২৪ পরগনার জেঠিয়া থানার পুলিশ। ঘটনায় তৃণমূলকে নিশানা করে বিজেপি। দল কোনওভাবেই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না । সত্য়ি প্রমাণিত হলে কঠোর শাস্তি পাক অভিযুক্ত, প্রতিক্রিয়া তৃণমূলের ।


লোনের নামেও প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছিল। একই নামের দুই ব্যক্তি । সেই সুযোগ নিয়ে, ঋণপ্রদানকারী সংস্থা থেকে জাল নথি দিয়ে, অন্যের নামে লক্ষাধিক টাকা লোন নেওয়ার অভিযোগ। ঘটনা ফাঁস হতেই সংস্থার তরফে অভিযোগ দায়ের । পুলিশের জালে অভিযুক্ত । 


হোটেল বুকিংয়ে আন্তঃরাজ্য প্রতারণার ফাঁদ: অনলাইনে হোটেল বুকিং করে ৯২ হাজার টাকা খোয়ালেন খোদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই ঘটনায় রাজস্থানের ভরতপুর থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ২০২২-এর অক্টোবরে থানায়  অভিযোগ দায়ের হয় । অভিযোগ, অনলাইনে পুরীর পাঁচতারা হোটেলে বুকিং করতে গিয়ে প্রতারকদের ফাঁদে পা দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা চক্র চলছে। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখা হচ্ছে।


হোটেল বুকিং করতে গিয়ে প্রতারণার শিকার: ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন? ঝামেলা এড়াতে, অনলাইনে আগে থেকে সেরে রাখতে চাইছেন হোটেল বুকিং? তাহলে কিন্তু খুব সাবধান। পড়তে পারেন অনলাইন প্রতারকদের ফাঁদে! প্রায় এক লক্ষ টাকা খুইয়ে এমনই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন এক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও যাদবপুরের এক বাসিন্দা। অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ।