জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগণা : দেশে করোনার দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা।  তবে এরই মধ্যে উদ্বেগ বাড়িয়েছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট রিপোর্ট।  ওই রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, আগামী মাসেই ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ।  সংক্রমণ এতটাই দ্রুত ছড়াবে যে ওই সময় মাসে ৫ লক্ষ জন করোনায় আক্রান্ত হতে পারেন বলে রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  ২৫ হাজার ৪৬৭ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন।  একদিনে মৃত্যুর সংখ্যা ৩৫৪।দেশে করোনার দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা।  তবু এখন থেকে সাবধান না হলে দ্বিতীয় ঢেউয়ের থেকেও তৃতীয় ঢেউয়ের অভিঘাত অনেকটাই বেশি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 
করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক  করতে পথে  নামলেন  ব্লক আধিকারিক  নিজেই। দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। এবার করোনা সচেতনতা বাড়াতে অভিনব প্রচার করল নামখানা ব্লক ।
তথ্য সংস্কৃতি দফতরের লোকশিল্পীদের বিভিন্ন রকমের সাজে সাজিয়ে করোনাবিধির প্রচার করা হল বকখালি ও মৌসুনি পর্যটন কেন্দ্রে। শিব, নন্দী, ভৃঙ্গি, যমরাজবেশী শিল্পীরা মাস্কহীন মুখ দেখলেই ছুটে গেলেন। সঙ্গে ছিলেন বাউল শিল্পীরা। সতর্ক করে দিলেন তাঁরা। পরিয়ে দিলেন মাস্ক। বিডিও শান্তনু সিংহ ঠাকুর নিজেই এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি বলেন, আমরা নানারকমভাবে প্রচার চালিয়ে আসছি। কিন্তু আজকের প্রচার ছিল আকর্ষণীয়। মানুষের মধ্যে সাড়া ফেলেছে। মাস্কহীন মুখ দেখলেই শিব তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে এগিয়ে গিয়েছেন। ধমক দেওয়ার পর মাস্ক পরিয়ে দিয়েছেন। এই অভিনব উদ্যোগকে  সাধুবাদ জানিয়েছেন পর্যটকরা।
অন্যদিকে, বাারুইপুর মহকুমায় ১৪টি জায়গাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। তার মধ্যে রয়েছে রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত ১০টি জায়গা। কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সোনারপুর ব্লকের খেয়াদহ দুই ও বনহুগলি দুই নম্বর পঞ্চায়েত এলাকা। এছাড়াও রয়েছে ভাঙড় এক ও দুই নম্বর পঞ্চায়েত এলাকা।