গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপে গঙ্গাসাগরগামী যাত্রীদের ভোগান্তি। মুড়িগঙ্গা নদীতে ভাটার জেরে সকাল থেকে দীর্ঘক্ষণ বন্ধ রইল ভেসেল পরিষেবা।
হয়রানির শিকার যাত্রীরা: সপ্তাহান্তে সমস্যায় গঙ্গাসাগরগামী যাত্রীরা। প্রতিবছরই শ্রাবণ মাসে গঙ্গাসাগরে ভিড় জমে। ভিনরাজ্য থেকে কপিল মুনির আশ্রমে আসেন পুণ্যার্থীরা। কাকদ্বীপের লট এইটে ভেসেল পরিষেবা বন্ধ থাকায় লম্বা লাইন পড়ে। চরম বিশৃঙ্খলা তৈরি হলেও পুলিশের দেখা মেলেনি। ভিড়ের চাপে বন্ধ করে দিতে হয় টিকিট কাউন্টার। নিত্যযাত্রীদের অভিযোগ, পলি জমে থাকায় নাব্যতা হারিয়েছে মুড়িগঙ্গা নদী। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে নিয়মিত ড্রেজিং হলেও, সারা বছর প্রশাসনিক তৎপরতা চোখে পড়ে না। ফলে মাঝেমধ্যেই ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
চলতি সপ্তাহেই নিম্নচাপ ও ভরা কটালের জোড়া ফলায় সাগরে জলোচ্ছ্বাস হয়। একাধিক জায়গায় বেহাল বাঁধ ভেঙে, জল ঢুকেছে একের পর এক গ্রামে। বাঁধ পরিদর্শনে গেলে সেচ দফতরের আধিকারিকদের কাছে হাতজোড় করে কাতর আবেদন জানান গ্রামবাসীরা। সাগরের চকফুলডুবি ও মন্দিরতলা এলাকায় নির্মীয়মাণ কংক্রিটের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। বঙ্কিমনগর, মহিষামারিতেও বাঁধ উপছে জল ঢুকে যায়। তার আগে মহিষামারিতে বেহাল বাঁধ পরিদর্শনে যান সাগর ব্লকের সেচ দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণগোপাল দাস। তাঁর কাছে করজোড়ে বাঁধ মেরামতির আবেদন জানান গ্রামবাসীরা। এই জলোচ্ছ্বাসে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় নামখানা ও সাগর ব্লক। নামখানার মৌসুনী দ্বীপের বালিয়াড়া ও সল্টঘেরি এলাকায় প্রায় ৫০০ মিটার বাঁধের ক্ষতি হয়েছে। ফ্রেজারগঞ্জের বিজয়বাটি এলাকায় বাঁধে ধস নামে। কাকদ্বীপের তিলকচন্দ্রপুরে মুড়িগঙ্গা নদীর বাঁধ ও কুলপির রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের হুগলি নদীর বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে সোমবার থেকে বুধবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস (Monsoon Rain Update)। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। সোম ও মঙ্গলবার অতিভারী বৃষ্টি উপরের দিকে জেলাগুলিতে। মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই অনেকটা উত্তরে সরে বহরমপুরের উপর দিয়ে বাংলাদেশ হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েক জেলায়। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: Behala Accident: একরত্তির মৃত্যুর দায় কার? এবার স্থানীয়দের মুখে ফুটপাত দখলের অভিযোগ