SSC Case: সৌরভের বাড়িতে চাকরিহারা ঐক্যমঞ্চ, ৩ প্রতিনিধিকেই ঠাকুরপুকুর থানায় নিয়ে গেল পুলিশ !
Nabanna Chalo Rally : ঠাকুরপুকুর থানার পুলিশ গিয়ে তাঁদের থামিয়ে থানায় নিয়ে যায়।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে চাকরিহারা ঐক্যমঞ্চ । এদিন সন্ধেয় তিন সদস্যের একটি প্রতিনিধি দল পৌঁছে যায় সৌরভের বেহালার বাড়িতে। চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের প্রতিনিধিরা যান সেখানে। কিন্তু, শেষ পর্যন্ত সৌরভের সঙ্গে তাঁরা দেখা করতে পারলেন না। ঠাকুরপুকুর থানার পুলিশ গিয়ে তাঁদের থামিয়ে থানায় নিয়ে যায়। আগামী ২১ তারিখ 'নবান্ন চলো' অভিযান রয়েছে তাঁদের। সেই নবান্ন অভিযানে আমন্ত্রণ জানাতেই সৌরভের সঙ্গে দেখা করতে যান তিন প্রতিনিধি।
বিস্তারিত...
আগামী ২১ তারিখে ১২টি মঞ্চের তরফে 'নবান্ন চলো'-র ডাক দেওয়া হয়েছে। এই ১২টি মঞ্চের মধ্যে থেকে আজ সন্ধেয় বেহালায় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে পৌঁছান বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা মঞ্চের প্রতিনিধিরা। তিনজন সদস্য যান। এই খবর পেয়ে সৌরভের বীরেন রায় রোডের বাড়ির কাছে পৌঁছে যায় ঠাকুরপুকুর থানার পুলিশ। তাঁদের হাতে খামবন্দি একটি চিঠি ছিল। প্রতিনিধিরা জানান, সৌরভের সঙ্গে তাঁরা কথা বলতে চান। তাঁর কাছে এই আমন্ত্রণপত্র তাঁরা দিতে চান। কারণ, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের যাতে একটি বৈঠক করানো যায় , এর পাশাপাশি ২১ তারিখে তাঁরা যে নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছেন তাতে যোগ দেওয়ার জন্য সৌরভকে আমন্ত্রণ জানাতে চান তাঁরা। কিন্তু, সেই চিঠি তাঁরা শেষ পর্যন্ত সৌরভের বাড়িতে গিয়ে দিতে পারেননি। পুলিশের তরফে তাঁদের বলা হয়, একটা অফিসিয়াল নিয়ম আছে। তাঁর বেহালার অফিসে গিয়ে যেন সেই চিঠি দেন। এরপর তাঁরা যখন চলে যাচ্ছিলেন পুলিশের তরফ থেকে তাঁদের বলা হয়, তাঁরা যেতে পারবেন না। ঠাকুরপুকুর থানায় যেতে হবে। এরপর তিন প্রতিনিধিকে পুলিশের গাড়িতে তুলে ঠাকুরপুকুর থানায় নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নামার সময় এক প্রতিনিধি পড়ে যান। তাঁরা পুলিশের কাছে জানতে চান, তাঁদের কি গ্রেফতার করা হচ্ছে ? পুলিশের তরফে জানানো হয়, তাঁদের গ্রেফতার করা হয়নি। কিছু প্রসেডিং রয়েছে।
পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের আহ্বায়ক শুভদীপ ভৌমিক বলেন, "আমরা চাইছি, আমাদের সমস্যার সমাধান। মুখ্যমন্ত্রীকে যাতে উনি বলেন যে বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি চলছে , বেকার যুবক-যুবতীরা আমরা যাঁরা বসে আছি দীর্ঘদিন ধরে, আমরা বঞ্চিত, আমরা সমাধান চাইছি। ২১ তারিখ নবান্ন চলো, সেখানে আমরা ওঁকে আমন্ত্রণ করছি। কারণ, উনি যথেষ্ট সম্মানীয় একজন ব্যক্তি। বাংলার মানুষ ওঁকে যথেষ্ট শ্রদ্ধা করেন। উনি যদি এবিষয়ে আমাদের সহযোগিতা করেন...আমরা ২১ তারিখ একটাই কারণে যাচ্ছি, মুখ্যমন্ত্রী যাতে আমাদের সঙ্গে দেখা করেন।"























