গৌতম মণ্ডল, সুন্দরবন: নিম্নচাপ, মৌসুমী অক্ষরেখার দোসর অমাবস্যার কটাল। ত্রিফলায় আতঙ্কিত সুন্দরবনবাসী(Sundarban Weather Update)। বেহাল বাঁধ উপচে জল ঢোকার আশঙ্কা। পাশাপাশি অবিরাম বৃষ্টির জেরে ভাঙন শুরু হয়েছে মৌসুনী দ্বীপে। 


আতঙ্কিত সুন্দরবনবাসী: বাংলা থেকে সরছে নিম্নচাপ। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। কিন্তু এখনই স্বস্তির সম্ভাবনা নেই। প্রবল দুর্যোগের দোসর অমাবস্যার কটাল। আতঙ্কের প্রহর গুনছে সুন্দরবনবাসী। গঙ্গাসাগরের তট, মৌসুনি দ্বীপের বালিয়াড়া, পাথরপ্রতিমার গোবর্ধনপুর বা ঘোড়ামারা দ্বীপের নদী তীরবর্তী এলাকায় বাঁধের বেহাল অবস্থা। গত পূর্ণিমার কটালেও এই এলাকাগুলিতে বাঁধ ভেঙে জল ঢুকেছে। জেলায় আজও বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। দুর্যোগ মোকাবিলায় মহকুমা ও ব্লক স্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পুলিশের তরফে গতকাল থেকেই মাইকে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে।                                          


ভাঙনের কবলে মৌসুনী দ্বীপ: এদিকে প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় ভয়াবহ ভাঙনের কবলে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র নামখানার মৌসুনী দ্বীপ। বালিয়াড়া ও সল্টঘেরি এলাকা প্রবল ভাঙন শুরু হয়েছে। কটালের প্রভাবে আজ সকাল থেকে জলোচ্ছ্বাস, বাঁধে আছড়ে পড়ছে ঢেউ। চিনাই নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মৌসুনী দ্বীপে প্রচুর হোম স্টে কটেজ রয়েছে। তার কয়েকটি ইতিমধ্যেই জলে তলিয়ে গিয়েছে। বাকি হোম স্টেগুলিও ক্ষতির মুখে।                                               


আবহাওয়ার আপডেট: রবিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় দিনভর মেঘলা আকাশ। মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি কমলেও উত্তরে দুর্যোগ চলবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বুধবার পর্যন্ত  উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Nabanna: বৃষ্টির মধ্যেই বাড়ল DVC-র জল ছাড়ার পরিমাণ, বন্যা নিয়ে উদ্বেগ নবান্নর