কলকাতা: মিগজাউমের আংশিক প্রভাব পড়েছে এরাজ্যেরও একাংশে। এতে আলু ও ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ তুলে এবার ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সাহায্যের দাবি জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই মর্মে মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন তিনি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও (TMC)।
ঘূর্ণিঝড় মিগজাউম ধ্বংসের চিহ্ন এঁকে দিয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু,পুদুচেরির বিস্তীর্ণ এলাকায়। আংশিক প্রভাব পড়েছে এরাজ্যেরও একাংশে। এতে আলু ও ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ তুলে এবার। ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সাহায্যের দাবি জানালেন শুভেন্দু অধিকারী। এই মর্মে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দিয়েছেন তিনি। পাশাপাশি, সারের কালোবাজারির অভিযোগও তুলেছেন বিরোধী দলনেতা।
তাঁর কটাক্ষ, 'রাজ্য সরকার কার্শিয়ঙে বিয়েবাড়ি সামলাতে ব্যস্ত।' হুগলির গোঘাটে কৃষকদের থেকে ধান কেনার ক্ষেত্রে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ধান, যাকে চলতি কথায় বাটা বা ধলতা বলা হয়, তা নেওয়ার অভিযোগ উঠেছে। যে প্রসঙ্গ তুলে শুক্রবার, শুভেন্দু অধিকারী বলেন, কুইন্টাল প্রতি ধান কেনার সময় ৫ থেকে ১০ কেজি ধানের টাকা বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি, তিনি বলেন, রাজ্য সরকারের তরফে প্রাকৃতিক দুর্যোগের জন্য আগে থেকে কৃষকদের সতর্ক করা হয়নি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কৃষিজীবীদের সমস্য়া রাজ্য সরকার উদাসীন, কর্তব্য পালন করেননি, ক্ষতিগ্রস্ত ধান ও আলু চাষিরা,মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে চিঠি, রাজ্য সরকার কার্শিয়াং-এর বিয়েবাড়ি সামলাতে ব্যস্ত, আমি কাউকে দোষ দেব না, সরকার করণীয় না করলে তো প্রশ্ন তুলবই। প্রধানমন্ত্রী ফসল সুরক্ষা যোজনায় যদি বাংলার কৃষকদের নথিভুক্ত করেননি, করলে এরা সেন্ট্রাল আর্থিক সাহায্য পেত। শালবনি, ঘাটাল, বাঁকুড়া, হুগলি, আরামবাগ, ধনেখালি, হাওড়া-সহ রাজ্যের আলু চাষিদের বিনামূল্য়ে পাঞ্জাব আলুর বীজ দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন, সপ্তাহান্তে পেট্রোল সস্তা একাধিক শহরে, কলকাতায় জ্বালানির দর কত ?
বিস্তারিত আসছে...