কলকাতা: এবার সংখ্যালঘু স্কলারশিপ 'দুর্নীতি'র (Minority Scholarship Scam) তদন্তে সিবিআই (CBI) ? সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপে ৫ বছরে প্রায় ১৪৫ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Z Irani)। তাঁকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে নোডাল অফিসার হিসেবে সংখ্যালঘু স্কলারশিপের টাকা লুঠ করেছেন তৃণমূল নেতারা, অভিযোগ এমনই। 'ষড়যন্ত্র করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তৃণমূলের নেতারা। এই বিষয়ে ৩টি এফআইআর হলেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ', সংখ্যালঘু মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট বিরোধী দলনেতার।
মুখ্যমন্ত্রীর বক্তব্য...
ঘটনা হল, এদিনই নেতাজি ইনডোর স্টেডিয়ামের সমাবেশে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, 'সংখ্যালঘু স্কলারশিপে বাংলা দেশের মধ্যে ১ নম্বর। গত ১২ বছরে ৩ কোটি ৬৩ লক্ষ সংখ্যালঘু স্কলারশিপ দেওয়া হয়েছে। প্রায় ৭ হাজার ১৪২ কোটি টাকার স্কলারশিপ দিয়েছে রাজ্য সরকার।' একই দিনে শুভেন্দুর এমন পোস্টের মধ্যে স্বাভাবিক ভাবেই অন্য তাৎপর্য খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসলে কখনও আবাস যোজনা, কখনও ১০০ দিনের কাজের মতো প্রকল্পে দুর্নীতির অভিযোগে বার বার রাজ্যের তৃণমূল সরকারকে তীক্ষ্ণ আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা।
গত জুন মাসে, পঞ্চায়েত ভোটের মুখে সেই আক্রমণ চরমে ওঠে। পাল্টা তৃণমূলের দাবি ছিল, এই ভাবে আসলে বাংলার বকেয়া আটকানোর চেষ্টা চলছে। যদিও শুভেন্দু বলেন, 'আমরা টাকা আটকাইনি, চুরি আটকেছি'। এদিন তাঁর পোস্টের শুরুতেই লেখা ছিল, ' তথাকথিত নিরপেক্ষ দলের দ্বারা শাসিত একটি রাজ্য়ে মুনাফার জন্য এইভাবেই সংখ্যালঘুদের শোষণ করা হয়ে থাকে...' । কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিকে এর পরই ধন্যবাদ দিতে দেখা গিয়েছে শুভেন্দুর পোস্টে। সংখ্যালঘু স্কলারশিপ 'দুর্নীতি'-র তদন্তে স্মৃতি যে ভাবে সিবিআই তদন্ত শুরুর তোড়জোড় করেছেন, তার জন্যই এই ধন্যবাদ। লম্বা পোস্টে এফআইআর নম্বর দিয়ে পর পর তিনটি এফআইআরের কথা লিখেছেন তিনি যেখানে, শুভেন্দুর অভিযোগ, রাজ্য পুলিশ কোনও পদক্ষেপ করেনি।
আরও পড়ুন:কোন কোন রোগে আক্রান্তরা ট্রেন যাত্রায় পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত ছাড়?