কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, অনির্বাণ বাগচী, কলকাতা : ৩ মাসের মধ্য়ে বায়রন বিশ্বাসের দলবদলের পর, অনেকেই বলছেন, যে সাগরদিঘি তাঁকে জিতিয়েছিল, সেই সাগরদিঘির মনেই কি আঘাত দিলেন না তিনি? ২ মার্চ সাগরদিঘি নির্বাচনের ফল ঘোষণার দিন থেকে, বঙ্গ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সাগরদিঘি মডেল।
আর সংখ্য়ালঘু অধ্য়ুষিত এবং তৃণমূলের গড় বলে পরিচিত সাগরদিঘিতে, সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থীর কাছে বিশাল হার কার্যত ঘুম উড়িয়ে দেয় তৃণমূল শীর্ষ নেতৃত্বের। যার জেরে তারা বাম-কংগ্রেসের জয়ের পেছনে বিজেপির হাত দেখতে শুরু করে। মুখ্যমন্ত্রী বলেন, '২০২১-এ সিপিএম-কংগ্রেস জোট করেনি? জোটের নামে মহাঘোট ছিল না? তাদের ভোট ট্রান্সফার করেছিল বিজেপিকে। আর এবার সাগরদিঘিতে বিজেপি ট্রান্সফার করেছে।'
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' পদ্মফুল মনোনীত কংগ্রেস প্রার্থী হয়েছেন। জিতলেই বিজেপিতে চলে যাবে। একটা অঞ্চলে যদি তৃণমূল হারে, সেই বুথকে সাগরদিঘির মানুষ মীরজাফরের অঞ্চল বলবে।'
৩ মাস পর, ২৯ মে-ও রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে সেই সাগরগিঘি মডেলই। তবে, এবার শুধু উল্টে গেল বালি ঘড়ি। অভিষেকের মীরজাফর-মন্তব্য় আদতে ব্য়ুমেরাং হল? দলবদলের খেলার কাছে তুচ্ছ হয়ে গেল জনমত?
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ' কংগ্রেস তোমাকে প্রার্থী করেছিল। বামেদের সমর্থন নিয়ে কংগ্রেস কর্মীরা রাতদিন এক করে তোমাকে জিতিয়েছে। মানুষ কংগ্রেসের উপর ভরসা রেখেছে। তার প্রোডাক্ট হলে তুমি। এবার কেনাবেচার রাজনীতিতে তুমি নিজে কী করলে সেটা তোমার ব্যাপার। '
সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ফেসবুক পোস্টে লিখেছেন, ' বাইরনের বিশ্বাসঘাতকতার জন্য় আমরা যেন সাগরদিঘির মানুষ বা সাগরিধি মডেলকে ভুল না বুঝি।তৃণমূলে হারানো যায়, বিজেপির জামানত বাজেয়াপ্ত করা যায়, সাগরদিঘির শিক্ষা এটাই। এটাই আজকের বাংলার মুড। তৃণমূল উল্লসিত হতে পারে কিন্তু আমরা হতাশ হব কেন?'
সাগরদিঘি কাঁটার অস্বস্তিতেই কি 'প্রতিশোধ'? বায়রন পেলেও 'মন' পাবে তৃণমূল? সাগরদিঘিতে প্রায় ৬৮ শতাংশই সংখ্যালঘু ভোটার! এরমধ্য়ে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৫% ভোট। আর জয়ী সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রার্থী বায়রন পেয়েছিলেন ৪৭ শতাংশেরও বেশি ভোট। আর সাগরদিঘির একটা ফলই যে বড় ফ্যাক্টর হয়ে উঠেছিল,
তার প্রমাণ বিধানসভায় ২৯৪ টি আসনের মধ্যে ২২১ টি আসন দখল করে থাকা তৃণমূলকেও, ভাঙিয়ে আনতে হল কংগ্রেসের একমাত্র বিধায়ককে।