অরিন্দম সেন, আলিপুরদুয়ার: শিক্ষক দিবসে নতুন শিক্ষা। রাজনীতি সরিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক আলিপুরদুয়ারের প্রাক্তন আরএসপি বিধায়কের কাছে গেলেন বর্তমান বিজেপি বিধায়ক। প্রণাম করলেন তাঁকে। রবিবার শিক্ষক দিবসের সকালে এমনই রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল আলিপুরদুয়ার। ছাত্রসম নবাগত সুমন কাঞ্জিলালকে আশীর্বাদ করে প্রাক্তন বিধায়ক নির্মল দাস পরামর্শ দিলেন দলের আগে আলিপুরদুয়ারের বিধায়ক হয়ে ওঠার। দুই ভিন্ন মেরুর দুই রাজনীতিকের এমন সৌজন্য দেখে মুগ্ধ অনেকেই।


আলিপুরদুয়ার বিধানসভার প্রাক্তন আরএসপি বিধায়ক এবং অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক নির্মল দাস। যিনি ১৯৮৭ সালের মিড-টার্মসহ বাম আমলে পরপর পাঁচবার তিনি বিধায়ক হন। ২০১১ পর্যন্ত তিনি আলিপুরদুয়ারের বিধায়ক ছিলেন। সেই প্রাক্তন শিক্ষক নির্মল দাসকে প্রণাম করে তাঁকে স্মারক, শংসাপত্রের সঙ্গ ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে সম্মানিত করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। ছাত্রসম নবাগতকে আশির্বাদ করে উপদেশও দিলেন প্রাক্তন বিধায়ক। তিনি বললেন, ‘বিজেপি-র নয়, বিধায়ক তুমি আলিপুরদুয়ারের হও।’  


এভাবেই নিজস্ব রাজনীতি ভুলে মানুষের স্বার্থে কাজ করার পরামর্শ দিলেন শিক্ষক তথা প্রাক্তন বিধায়ক। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক মেরুর দুই রাজনৈতিক অভিজ্ঞ এবং নবাগতের সৌজন্য উদাহরণ হয়ে রইল। 


অন্যদিকে, আলিপুরদুয়ারে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস।


২০১৯-এর লোকসভা ভোট থেকে ২০২১ বিধানসভা ভোট। নির্বাচনী ফলাফলের নিরিখে আলিপুরদুয়ার এখন তৃণমূলের কাছে কঠিন হার্ডল। ২০২১-এর বিধানসভা ভোটের পুরসভাভিত্তিক ফল অনুযায়ী, আলিপুরদুয়ার পুরসভার ২০টি আসনের মধ্যে ১৮টিতেই এগিয়ে বিজেপি। এই প্রেক্ষাপটে পুরভোটে সব ওয়ার্ডে জেতার লক্ষ্যে দলের সমস্ত শাখা সংগঠনের সদস্যদের নিয়ে দফায় দফায় সাংগঠনিক বৈঠক করতে শুরু করেছে শাসক দল।


আলিপুরদুয়ার শহরের তৃণমূল কংগ্রেস সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় বলেছেন, ‘যেনতেন প্রকারে পুরসভার ২০টি ওয়ার্ডেই জিততে হবে। আমাদের কাছে এখন প্রতিটি দিনই নির্বাচন। সেই অনুসারে প্রস্তুতি কর্মিসভা চলছে। মানুষ ভুল বুঝতে পেরেছে। তাই বিজেপি ছেড়ে প্রচুর যোগদান চলছে। মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা আত্মবিশ্বাসী।’


২০১৮ সালের ২১ অক্টোবর তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার পুরবোর্ডের মেয়াদ শেষ হয়। পুরসভা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় মহকুমা শাসককে। গত বছর ১২ ডিসেম্বর মহকুমা শাসককে অব্যাহতি দিয়ে পুরসভা পরিচালনার ভার নেয় তৃণমূল মনোনীত প্রশাসকমণ্ডলী।


আলিপুরদুয়ার পুরসভায় এই ইস্যুকেই সামনে রেখেই শাসকদলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলালের দাবি, ‘প্রায় তিন বছর নির্বাচন না করে সংবিধানে অমান্য করে নিজেদের মতো করে গোটা রাজ্যের পুরসভায় আধিপত্য কায়েম করেছে শাসক দল। মানুষ ধিক্কার জানায়। লোকসভা, বিধানসভায় মানুষ যোগ্য জবাব দিয়েছে। এবার প্রতিটি ইঞ্চিতে সব হিসেব বুঝে নেবে মানুষ। এবার বিজেপিকে আটকানো যাবে না। মানুষ পুরসভায় পরিবর্তন আনবে।’


পুরভোট কবে, তা এখনও কারও জানা নেই। কিন্তু, তৃণমূল ও বিজেপির তাল ঠোকাঠুকিতে ক্রমশ রাজনৈতিক উত্তাপ চড়ছে ডুয়ার্সের এই জেলায়।